শেষ হয়েও হল না, এখনও জি বাংলায় দেখা যাবে মিঠিঝোরা

Published on:

Mithijhora

সহেলি মিত্র, কলকাতাঃ সিরিয়াল প্রেমীদের জন্য দারুণ সুখবর। এখনই নাকি জি বাংলায় শেষ হচ্ছে না ‘মিঠিঝোরা’। আরও কয়েকদিন নাকি দেখা যাবে তিন বোনের গল্প। তাহলে কি ফের শ্যুটিং শুরু হল এই মেগার? সেই নিয়ে উঠছে প্রশ্ন। কেন কী এর আগে এরকম নজির রয়েছে পূবের ময়নার ক্ষেত্রে। তবে কি মিঠিঝোরার ক্ষেত্রেও একই বিষয় ঘটতে চলেছে? এই বিষয়ে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এখনই শেষ হচ্ছে না মিঠিঝোরা?

এমনিতে যত সময় এগোচ্ছে ততই মিঠিঝোরা-য় একের পর এক চমক দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে, পোস্টপার্টেম ডিপ্রেশনে ভুগছে রাই। এদিকে রাই ও অনির্বাণের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। অনির্বাণ যেন সহ্যই করতে পারছে না রাইয়ে। অন্যদিকে রাই এতটাই ডিপ্রেসড যে কাউকে কিছু না বলে সে পার্কে এসে মন খারাপ করে বসে থাকে। তারপরেও মন গলে না অনির্বাণের। ফলে রাইকে বাঁচাতে তাঁর পরিবার কঠিন পদক্ষেপ নিতে প্রস্তুত। রাইয়ের পরিবার তাঁকে বাড়ি নিয়ে যেতে চায়। যাইহোক, সম্প্রতি জানা গিয়েছিল যে জি বাংলার নতুন আসন্ন সিরিয়াল ‘দাদামণি’-র জন্য কপাল পুড়েছে মিঠিঝোরার।

আরও পড়ুনঃ অযোগ্যদের জন্য মন ব্যাকুল! ‘দাগিদের’ বাদ দেওয়ার রায়কে চ্যালেঞ্জ রাজ্যের, কবে শুনানি?

সোমবার থেকে শুরু হয়েছে দাদামণি। তবে চিন্তা নেই, আপাতত গোটা সম্পাহ এই মেগাটিকে দেখা যাবে টিভিতে। তবে অবশ্য মেগাটির শেষ সম্প্রচার হবে ১৩ জুলাইয়েই। এখন প্রশ্ন উঠছে, ঠিক কীভাবে শেষ হবে মিঠিঝোরা? রাই অনির্বাণের মিল কি দেখানো হবে? নাকি সেই বিচ্ছেদ দিয়েই শেষ হবে দুজনের সম্পর্কে? সেটা দেখা ও জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শুরু হল ‘দাদামণি’

এদিকে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে জি বাংলার পর্দায় শুরু হল প্রতীক সেনের ‘দাদামণি’। যে প্রোমো সামনে এসেছিল সম্প্রতি সেটা অনুযায়ী, এক জ্যোতিষী দাদামণি ওরফে বাদশার কুষ্ঠী বিচার করে বলছেন যে বোনেদের আগে নাকি তারই বিয়ে হবে। এটা শুনেই তিনি জ্যোতিষীকে তাড়া করেন। অন্যদিকে দেখা যায় ছোট থেকেই প্রতীক ওরফে বাদশার সঙ্গে বন্ধুত্ব অনুষ্কার ওরফে পার্বতীর। পার্বতী পেশায় ডাক্তার। দুজনের যে বন্ধুত্ব শৈশব পেরিয়ে বড় বেলাতেও অটুট আছে সেটা স্পষ্ট। যদিও গল্প কোন দিকে মোড় নেয় সেদিকে নজর থাকবে সকলের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group