প্রীতি পোদ্দার, কলকাতা: কাছাকাছি এবং ভ্রমণপ্রিয় স্থান হিসেবে বরাবরই বাঙালি দিঘাকে দশে দশ দিয়ে গিয়েছে। তাইতো ২ থেকে ৩ দিনের ছুটি পেলেই সকলেই বন্ধুবান্ধব এবং পরিবারকে নিয়ে দিঘা ট্রিপে বেরিয়ে পড়ে। তার উপর মুখ্যমন্ত্রীর উদ্যোগে দিঘায় জগন্নাথ মন্দির স্থাপনের পর থেকেই আরও যেন ভক্তের সমাগম বেড়েছে। তাই এবার দিঘায় যাত্রীবাহী বাস নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করল পরিবহন দফতর।
বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা
ইদানিং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই সময় ৫-৬ টি বাস একসঙ্গে দিঘায় যাত্রী নিয়ে ঢুকছে। এতে বিপদের ঝুঁকি অনেকটাই বাড়ছে। যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যাচ্ছে। ফলে রাস্তায় চাপ বাড়ার পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
তাই এই ধরনের বিষয়গুলো এড়ানোর জন্য রাজ্যের পরিবহন দফতরের তরফ থেকে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। সূত্রের খবর, গতকাল অর্থাৎ মঙ্গলবার পরিবহন দফতরে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছিল।
বাসের সময়সীমা নিয়ে কড়া বিজ্ঞপ্তি
আর এই বৈঠকে উপস্থিত ছিলেন বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন এবং আঞ্চলিক পরিবহন দফতরের আধিকারিকরা। আসলে জগন্নাথ মন্দির তৈরির পর দিঘার ধর্মীয় ও পর্যটন গুরুত্ব বেড়েছে বহুগুণ। তাই ভিড় সামলানো এবং ট্রাফিক সমস্যা এড়াতে বাস চলাচলের নিয়মে বদল আনার দিকেই জোর দিয়েছে রাজ্য সরকার।
এদিন দফতরের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে যে এখন থেকে দিঘাগামী বাসগুলি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবে না। যাত্রী তুলে নেওয়ার পর নির্ধারিত সময়েই বাস ছাড়তে হবে।
আরও পড়ুন: অযোগ্যদের জন্য মন ব্যাকুল! ‘দাগিদের’ বাদ দেওয়ার রায়কে চ্যালেঞ্জ রাজ্যের, কবে শুনানি?
নজর রাখবে আঞ্চলিক পরিবহন দফতর
শুধু তাই নয়, যে সময়ের মধ্যে দিঘায় বাস পৌঁছে দেওয়ার কথা, সেই সময়ের মধ্যেই ঢোকাতে হবে বাসগুলি। বাস মালিকরা যদি সময় মেনে বাস না চালায় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে বাস মালিকদের কোনও অজুহাত দেওয়া চলবে না।
যদি কোনও সময় কোনও পরিস্থিতির কারণে বাসগুলির গতিপথ বদল করতে হয়, তাহলে সেটা আগাম জানিয়ে দেওয়া হবে। গোটা পরিস্থিতির ক্ষেত্রে নজর রাখবে আঞ্চলিক পরিবহন দফতর। মাস অন্তর বা কয়েক সপ্তাহ অন্তর এই নির্দেশিকা মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |