প্রীতি পোদ্দার, কলকাতা: বাকি আর মাত্র কয়েক মাস। তারপরেই শুরু উৎসবের মরশুম। আর এই আবহে ফের পুজোর আগে আগেই বন্ধ হয়ে গেল ডুয়ার্সের আরও একটি চা বাগান। এদিন সকালে কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা দেখেন কারখানা বন্ধ। পুজোর আগে কাজ হারিয়ে মাথায় হাত শ্রমিক পরিবারগুলির। এদিকে কর্মহীন হয়ে পড়লেন প্রায় ২ হাজার শ্রমিক।
বন্ধ আরও একটি চা বাগান!
গত কয়েক মাস ধরে ডুয়ার্সের একাধিক জায়গায় চা বাগান বন্ধের খবর যেন বেড়েই চলেছে। এমতাবস্থায় সেই কারখানা বন্ধের তালিকায় যুক্ত হল আরও একটি নাম। জানা গিয়েছে, শ্রমিকদের বিনা নোটিসে ডুয়ার্সের আমবাড়ি চা বাগান হঠাৎ করেই মালিক কর্তৃপক্ষের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে।
সেই কারখানায় স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় ২ হাজার কর্মী কাজ করে। এদিন সকালে শ্রমিকরা কাজের জন্য সেখানে যাওয়ায় দেখেন অফিস চত্বর তালাবন্ধ। পাত্তা নেই বাগানের ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের।
মাথায় হাত শ্রমিকদের
এরপরেই তাঁদের খোঁজ করতে করতে এলাকায় খবর ছড়িয়ে পড়ে যে কাউকে না জানিয়েই চুপিসাড়ে বাগান ছেড়ে চলে গিয়েছে এই চা বাগানের মালিক কর্তৃপক্ষ। এখনও শ্রমিকদের বেতন বাকি অনেক। এই পরিস্থিতিতে হঠাৎ করে রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় মাথায় হাত শ্রমিকদের। এদিকে খবর পেয়ে চা শ্রমিক সংগঠনের নেতা বিধান সরকার ও বাবন গোপ বাগান এলাকায় গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এবং তাঁদের পাশে থাকার বার্তাও দেন তাঁরা।
আরও পড়ুন: হুগলি স্টেশনে ধুন্ধুমার, ট্রেন আটকানোয় ধর্মঘটীদের সাথে তুমুল বচসা নিত্যযাত্রীর
ইতিমধ্যেই শ্রমিক সংগঠন কারখানা বন্ধের এই বিষয়টি প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে জানানো হয়। পাশাপাশি DBITA-র কাছেও কারখানা বন্ধের লিখিত অভিযোগ জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব শ্রমিকদের পাশে দাঁড়াতে চাপ সৃষ্টি করা হবে। এই আশ্বাস দিয়েছেন তাঁরা।
শ্রমিকদের অভিযোগ, বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের কোন সুযোগ সুবিধা প্রদান করত না, দিত শুধুমাত্র বেতন। আর সেই বেতন না দিয়ে আচমকা বাগান বন্ধ করে চলে গিয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |