স্বাস্থ্যসাথীর আদলে প্রকল্প পাঞ্জাবে, বছরে ১০ লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসা

Published on:

Punjab government scheme is providing 10 Lakh Universal Health Cover to 3 Crore Family Mukhmantri Sehat Bima Yojana

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের প্রতিটি পরিবারকে বছরে 10 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে, সেই মর্মে মঙ্গলবার নতুন করে চালু হল মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনা। রাজ্য সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই সর্বজনীন স্বাস্থ্য যোজনার মাধ্যমে রাজ্যের প্রতিটি পরিবার প্রতিবছর 10 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন। এদিন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই পথচলা শুরু হয় এই নয়া প্রকল্পের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

10 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা

গতকাল অর্থাৎ মঙ্গলবার পাঞ্জাবের চন্ডিগড়ের এক জনসভায় মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হয় পাঞ্জাব সরকারের প্রকল্প মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনার (10 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা)।

এদিন ওই উদ্বোধনী সভা থেকে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে কেজরিওয়াল বলেন, আজ থেকে রাজ্য 3 কোটি মানুষ এই প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসা পাবেন। শুধু তাই নয়, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এও বলেন, আগে যেখানে একটি পরিবার মাত্র 5 লক্ষ্য টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পেতে পারত, বর্তমানে সেই সীমাটা বাড়িয়ে বছরে 10 লক্ষ টাকা করা হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

পাঞ্জাবের প্রতিটি নাগরিক সে, সরকারি কর্মচারী হোক কিংবা পেনশনভোগী, আয়, পেশা নির্বিশেষে সকলকে এই প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসা প্রদান করাই পাঞ্জাব সরকারের প্রধান লক্ষ্য। এরপরই কেজরিওয়াল বলেন, প্রথমদিকে শুধুমাত্র রাজ্যের যোগ্য পরিবারগুলিকেই বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা দেওয়া হতো, কিন্তু এবার থেকে রাজ্যের সমস্ত নাগরিক এই প্রকল্পের আওতায় স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত সুবিধা পাবেন।

বানাতে হবে স্বাস্থ্য কার্ড

পাঞ্জাব সরকারের তরফে যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনা প্রকল্প চালু করা হয়েছে, তার অধীনের সুবিধা পেতে হলে রাজ্যবাসীর কাছে থাকতে হবে স্বাস্থ্য কার্ড। এর জন্য অবশ্য আধার কার্ড বা ভোটার আইডি কার্ড দিয়ে অনলাইনে আবেদন করা যেতে পারে। এদিন পাঞ্জাবের ওই সভা থেকে কেজরিওয়াল বলেছিলেন, এই প্রকল্প চালু করার মধ্যে দিয়ে পাঞ্জাব ভারতের অন্যান্য অংশের কাছে এক বিরাট উদাহরণ তৈরি করেছে। এরপরই কেজরিওয়াল যোগ করেন, পাঞ্জাব বর্তমানে ভারতের প্রথম রাজ্য যেখানে নাগরিকরা বিনামূল্যের স্বাস্থ্যসেবা, শিক্ষা, বিদ্যুৎ এবং বাসে ভ্রমণ করতে পারেন।

অবশ্যই পড়ুন: বদলে যাবে নিউ দিল্লি স্টেশনের নাম? রেল মন্ত্রীর কাছে গেল চিঠি! কিংবদন্তির নামে প্রস্তাব

প্রসঙ্গত, মঙ্গলবার চন্ডিগড়ের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেজরিওয়াল এও জানিয়ে দিয়েছিলেন, পাঞ্জাব সরকারের নতুন প্রকল্পের অধীনে রাজ্যের সরকারি কিংবা বেসরকারি যেকোনও হাসপাতালে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পাবেন। যদিও সবশেষে কেজরিওয়াল বলেছিলেন, আজ যে কাজটি সম্পন্ন হল তা অন্তত 50 বছর আগেই করা উচিত ছিল। তবে দুর্ভাগ্যবশত যারা দেশ শাসন করেছেন তাদের এজেন্ডায় এই বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না।

এদিন মূলত বিরোধীদের ঠুকেই আগামীতে পাঞ্জাবের স্বাস্থ্য, শিক্ষা ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাই বলেছিলেন আম আদমি পার্টির নেতা কেজরিওয়াল। এদিন ভাষণ শেষ করার আগে জনগণকে অভিনন্দন জানিয়ে কেজরিওয়াল বলেছিলেন, একমাত্র সৎ সরকারই সাধারণ মানুষের জন্য চিন্তা করবে, বাকিরা নয়!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group