কোহলিদের RCB-র স্টার প্লেয়ারকে কিনে নিল শাহরুখের নাইট রাইডার্স!

Published on:

Knight Riders buy RCB's star player

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ক্রিকেটারকে এবার কিনে নিল শাহরুখ খানের নাইট রাইডার্স। হ্যাঁ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হয়েছে বহুদিন! তবে IPL শেষ হলেও থেমে নেই খেলোয়াড়দের দলবদলের খবর। এবার সেই সূত্র ধরেই, গতবারের জয়ী দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ক্রিকেটারকে কিনে নিল শাহরুখের ফ্র্যাঞ্চাইজি। কাকে দলে নিল নাইট রাইডার্স?

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এই RCB তারকাকে সই করাল নাইট রাইডার্স

শোনা যাচ্ছে, আসন্ন ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির আগেই এবার গতবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জয়ী দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর যুদ্ধজয়ের কারিগরকে কিনে নিল শাহরুখ খানের দল। রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই কোহলিদের সতীর্থ তথা RCB স্টার লিয়াম লিভিংস্টোনকে কিনে নিয়েছে আবুধাবি নাইট রাইডার্স।

খোঁজ নিয়ে জানা গেল, গত সিজেনে RCB-র হয়ে খেলোয়াড়ের দুরন্ত পারফরমেন্সকে সামনে রেখেই এবার তাঁকে আগামী দিনের পথ চলার সঙ্গী করে নিল কিং খানের ADKR। বিশেষজ্ঞদের মতে, আসলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই এবার কলকাতা নাইট রাইডার্সের মালিকানাধীন দল আবুধাবি নাইট রাইডার্সে যোগ দিলেন লিয়াম লিভিংস্টোন। জানা যায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে নিজের দক্ষতা প্রমাণ করতে চান লিভিংস্টোন। আর সেই কারণেই শাহরুখের দল ADKR-কে বেছে নিয়েছেন তিনিও।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

নতুন দল পেয়েছেন আরও এক RCB তারকা

জানা যাচ্ছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টাদশ সংস্করণে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্যতম বড় তারকা লিয়াম লিভিংস্টোনের পাশাপাশি সম্প্রতি ডেভিড গার্লস জায়ান্টস ছেড়ে শারজাহ ওয়ারিয়র্সে সই করিয়েছেন আরেক RCB তারকা তথা অস্ট্রেলিয়া ফিনিশার টিম ডেভিড।

অবশ্যই পড়ুন: স্বাস্থ্যসাথীর আদলে প্রকল্প পাঞ্জাবে, বছরে ১০ লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসা

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি 2025-26 মরসুমের আগে RCB তারকা লিয়াম লিভিংস্টোনকে দলে নেওয়ার পাশাপাশি আগে থেকেই ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন, আন্দ্রে রাসেল, আলিশান শরাফু, শ্রীলঙ্কার চরিথ আসালাঙ্কা ও ফিল সল্টদের ধরে রেখেছে ADKR। একই সাথে সই করানো হয়েছে শেরফেন রাদারফোর্ড, অ্যালেক্স হেলসদের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group