ডুরান্ড কাপের আগে প্রধান কোচ অস্কার ও বিদেশিদের নিয়ে চিন্তায় ভেঙে পড়ল ইস্টবেঙ্গল!

Published on:

East Bengal FC worried about Coach Oscar and foreign footballers

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুরুর দিকে ডুরান্ড কাপ নিয়ে জল ঘোলা হলেও আপাতত প্রকাশ্যে এসেছে সূচি। যদিও মোহনবাগানের মতো বেশ কয়েকটি ISL দল ডুরান্ডে খেলা নিয়ে সংশয়ে থাকলেও বর্তমানে সেই সমস্যা কিছুটা হলেও মিটেছে। যদিও প্রথম থেকেই ডুরান্ড কাপকে পাখির চোখ করে বসেছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান দল ইস্টবেঙ্গল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সেই লক্ষ্যেই, এবার সেনাবাহিনীর এই টুর্নামেন্টে নিজেদের শক্তিশালী দল নিয়ে নামতে চাইছে লাল হলুদ। সেই মতোই বিদেশি ফুটবলারদের কাছে পৌঁছে গিয়েছে প্রয়োজনীয় বার্তা। তবে বিদেশীদের কলকাতায় আনতে ভিসার ব্যবস্থা করতে হবে যে, শোনা যাচ্ছে, সেই প্রক্রিয়াও নাকি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু তা সত্ত্বেও লাল হলুদের চিন্তা বাড়িয়েছে একটি মাত্র বিষয়। কী সেটি?

ডুরান্ডের আগেই মাথায় হাত ইস্টবেঙ্গলের!

আপাতত যা খবর, বিদেশি ফুটবলার থেকে শুরু করে অন্যান্য সদস্য এমনকি প্রধান কোচ অস্কার ব্রুজোকে দেশে আনতে ইতিমধ্যেই ভিসার জন্য আবেদন করে দিয়েছে ইস্টবেঙ্গল। তবে লাল হলুদ ম্যানেজমেন্টের চিন্তা একটাই, শেষ পর্যন্ত সময়মতো সব হবে তো! অর্থাৎ ডুরান্ডের ঠিক আগে নির্ধারিত সময়ের মধ্যে ভিসা পাওয়া যাবে কিনা তা নিয়েই এখন চিন্তার জোয়ারে ভেসেছে কলকাতা ময়দানের এই প্রধান।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সব থেকে বড় কথা, কলকাতার এই বটবৃক্ষের সাথে যুক্ত হয়েছেন, ব্রাজিলের মিগুয়েল, প্যালেস্টাইনের মহম্মদ রশিদরা। এছাড়াও বেশ কয়েকজন ফুটবলারের সাথে কথাবার্তা একপ্রকার পাকা হয়ে রয়েছে ইমামি ইস্টবেঙ্গলের। তবে শোনা যাচ্ছে, সেনাবাহিনীর টুর্নামেন্টে প্রধান দল নিয়ে নামার আগে রশিদ, মিগুয়েলদের জন্য ভিসার আবেদন করে দিয়েছে লাল হলুদ। কিন্তু শেষ পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে ভিসা পাওয়া যাবে কিনা তা নিয়ে গভীর সংশয়ে রয়েছে বাগান প্রতিবেশী।

অবশ্যই পড়ুন: লর্ডস টেস্টের আগেই উপহার, ICC র‍্যাঙ্কিংয়ে বিরাট লাফ শুভমন ও আকাশ দীপের

শীঘ্রই ডুরান্ড কাপের অনুশীলন শুরু করবে ইস্টবেঙ্গল

বিদেশিদের ভিসা নিয়ে সংশয়ের মাঝেই সম্প্রতি ভারতীয় ফুটবলার শৌভিক চক্রবর্তীর সাথে সম্পর্ক দীর্ঘায়িত হয়েছে লাল হলুদের। তাছাড়াও তরুণ ফুটবলার পিভি বিষ্ণুর সাথে সমস্ত জল্পনা ভেঙে চুক্তি বাড়িয়েছে ইস্টবেঙ্গল। এমতাবস্থায়, শেষ পর্যন্ত যেসব বিদেশির ভিসা পাওয়া যাবে তাদের নিয়েই ডুরান্ড কাপে নামবে ইস্টবেঙ্গল, এমনটাই নাকি ঠিক হয়েছে লাল হলুদের সাম্প্রতিক এক বৈঠকে। যদিও প্রধান কোচ অস্কারের দেশে ফিরে নিয়ে কিছুটা হলেও সমস্যায় রয়েছে ইস্টবেঙ্গল! তবে আশা করা হচ্ছে অস্কার ভারতে এলেই খুব শীঘ্রই সম্ভবত আগামী সপ্তাহের মধ্যেই ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু করে দেবে ইমামির মালিকানাধীন দল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group