মধ্যবিত্তদের স্বস্তি, দরপতন রুপো সহ হলুদ ধাতুর! আজকের সোনার দাম

Published on:

Gold

সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা নিয়ে বিরাট সুখবর! আজ একধাক্কায় অনেকটাই দরপতন হলুদ ধাতুর (Gold Price)। হ্যাঁ, 1000 টাকা দরপতন হয়েছে আজ সোনার। ফলে সাধারণ ক্রেতা থেকে শুরু করে বিনিয়োগকারীদের মুখে আবারও হাসি ফুটেছে। অন্যদিকে রুপো নিয়েও আজ বিরাট সুখবর। আজ সাদা ধাতুর দরও অনেকটা কমেছে। কিন্তু কোন শহরে কতই বিকোচ্ছে আজ সোনা-রুপো? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

22 ক্যারেট হলমার্ক সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে 22 ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 91,900 টাকায়, যা গতকালের থেকে 250 টাকা দরপতন।

➣ আজ চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 89,990 টাকায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

➣ আজ দিল্লি, লখনৌতে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 90,140 টাকায়। 

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 90,040 টাকায়।

24 ক্যারেট পাকা সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে 24 ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 96,700 টাকায়, যা গতকালের থেকে 200 টাকা দরপতন।

➣ আজ চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 98,170 টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 98,320 টাকায়। 

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 98,220 টাকায়।

18 ক্যারেট সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 73,630 টাকায়।

➣ আজ চেন্নাইতে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 74,240 টাকায়। 

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 73,630 টাকায়। 

➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 73,750 টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 73,670 টাকায়।

আজ রুপোর বাজার দর

➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি 1,07,700 টাকায়, যা গতকালের তুলনায় 600 টাকা দরপতন।

➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,19,900 টাকায়। 

➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,09,900 টাকায়।

আরও পড়ুনঃ পুজোর আগেই বাড়তে পারে ৪% ডিএ! সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর

এখনই কি বিনিয়োগ করবেন?

যারা ঊর্ধ্বগতির বাজারে সোনা বা রুপোয় বিনিয়োগ করতে গিয়ে পিছিয়ে আসছিলেন, তাদের জন্য এই দরপতন হতে পারে সুবর্ণ সুযোগ। এমনকি ভবিষ্যতে হয়তো আবারও দর কমতে পারে। তবে অবশ্যই বিনিয়োগ করার আগে বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্তের পথে হাঁটবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group