ইস্টবেঙ্গলে সই করলেন ৬ ফুট ২ ইঞ্চির বাঘা ডিফেন্ডার! কে এই মার্তন্ড রায়না?

Published on:

Who is this Martand Raina who was signed by East Bengal FC

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সময়ের সাথে সাথে নিজেদের বদলাতে হবে। সেজন্য দলে প্রয়োজন দক্ষ ও পরিশ্রমী ফুটবলার। এবার সেই লক্ষ্যেই শৌভিক চক্রবর্তী ও প্রিভি বিষ্ণুকে ধরে রাখার পর বুধবার রাজস্থান ইউনাইটেডের অতিকায় চেহারার সাহসী ফুটবলার মার্তন্ড রায়নাকে আগামী তিন বছরের জন্য সই করিয়ে নিল ইস্টবেঙ্গল। গতকালই সরকারিভাবে এসেছে সেই ঘোষণা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

রায়নার ওপর নজর রেখেছিল লাল হলুদ

রাজস্থান ইউনাইটেড থেকে 6 ফুট 2 ইঞ্চির উচ্চতার এই ফুটবলারকে দলে নিতে একেবারে গোপনে পরিকল্পনা চালাচ্ছিল লাল হলুদ ম্যানেজমেন্ট। যদিও সম্প্রতি সেই খবর প্রকাশ্য এসেছিল। শেষমেষ নতুন মরসুমের আগে গতকালই রায়নাকে সই করিয়ে নিল বাগান প্রতিবেশী।

বিশেষজ্ঞরা বলছেন, রাজস্থান ইউনাইটেডের হয়ে কড়া ট্যাকেল, জোরালো হেডিং, দুর্দান্ত অনুমান দক্ষতা, অনবদ্য পাসিং সহ অন্যান্য সমস্ত দিক মিলিয়ে খেলোয়াড়ের ফুটবল দক্ষতাকে সাধুবাদ জানিয়েই তাঁকে দলে নিয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। আসলে গত মরসুমগুলিতে রক্ষণ যন্ত্রণায় বারংবার হোঁচট খেয়েছিল ইস্টবেঙ্গল। মূলত সেই কারণেই, রায়নার মতো একজন ডিফেন্ডারকে দলে পেয়ে বর্তমানে খুশি ক্লাব কর্তারা!

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সোশ্যাল মিডিয়ায় রায়নার কথা ঘোষণা করে ইস্টবেঙ্গল

গতকাল সমাজ মাধ্যমে এক অভিনব কায়দায় ডিফেন্ডার রায়নার লাল হলুদে আসার খবর ঘোষণা করেছিল ইস্টবেঙ্গল। মশাল দলের সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী, লাল হলুদ ভক্তদের জন্য একটি স্ক্যানার শহরের বিভিন্ন প্রান্তে সেঁটে দিয়ে আসছিলেন ইস্টবেঙ্গলের কর্মীরা। যা স্ক্যান করেই রাজস্থান ইউনাইটেড থেকে রায়নার লাল হলুদে আসার খবর পেয়ে গিয়েছিলেন ভক্তরা।

রায়না প্রসঙ্গে কোচ অস্কারের বক্তব্য

সম্প্রতি রাজস্থান ইউনাইটেডের তারকা ডিফেন্ডারকে দলে নেওয়ার পর ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার জানিয়েছেন, গত মরসুমে আই লিগের মঞ্চে ধারাবাহিকভাবে ভাল পারফরমেন্স দেখিয়েছে রায়না। আমরা ওকে দলে নিতে আশাবাদী ছিলাম। ওর ওপর নজর ছিল আমাদের। রায়না আশায় দলের রক্ষণভাগ আরও শক্তিশালী হবে বলেই মনে করছেন বিষ্ণুদের হেড স্যার। জানা গিয়েছে, কলকাতার বটবৃক্ষের নিচে ঠাঁই পেয়ে গর্বিত ভারতীয় ডিফেন্ডারও।

অবশ্যই পড়ুন: ফিক্সড ডিপোজিটের থেকে অনেক বেশি সুদ পোস্ট অফিসের এই স্কিমে

উল্লেখ্য, ভারতের এই তুখোড় ডিফেন্ডার শুরুর দিকে খেলেছিলেন অ্যাডামাস ইউনাইটেডে। পরবর্তীতে আই লিগ খেলার জন্য আসেন রাজস্থান ইউনাইটেডে। এখানেই নিজের অনবদ্য ফুটবল শৈলীর প্রমাণ দিয়ে শেষমেষ এবার ভিড়ছেন ইস্টবেঙ্গল শিবিরে। এখন দেখার লাল হলুদের হয়ে নিজেকে কতটা মেলে ধরতে পারেন রাজস্থান ইউনাইটেডের হয়ে দাপিয়ে বেড়ানো এই ফুটবলার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group