সহেলি মিত্র, কলকাতাঃ এই ভরা বর্ষার মরসুমে আপনারও কি একটু কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে? কিন্তু কোথায় যাবেন সেটা বুঝতে পারছেন না? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আজ আপনাদের এমন কয়েকটা জায়গার সন্ধান দেওয়া হবে যেখানে গেলে ভাববেন ঈশ আগে কেন যাননি। দার্জিলিং-এর মতো সুন্দর হিল স্টেশন ভারতে যে খুব কম আছে সেই নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু আপনিও কি একটু অফবিট জায়গার খোঁজ করছেন? তাহলে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
দার্জিলিং ছেড়ে ঘুরে আসুন এই ৭ জায়গায়
পূর্ব ভারতের বুকে এমন অনেক জায়গা রয়েছে যাকে বলে একদম মনোমুগ্ধকর। এমন জায়গা যেখানে গেলে চোখের শান্তি তো হবেই, এর পাশাপাশি মনেরও শান্তি হবে। আপনিও যদি মন ও চোখের শান্তির জন্য কোনও জায়গা খুঁজে থাকেন তাহলে আজ আপনাদের ৭টি প্যারাডাইস সম্পর্কে খোঁজ দেবো।
লাভা
কালিম্পং জেলার মধ্যে অবস্থিত, লাভা এমন একটি জায়গা যেখানে আপনি গেলে প্রকৃতির প্রেমে পড়ে যাবেন। ৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত, এটি বেশিরভাগ পর্যটকের নজরে পড়ে না। এটি উত্তরবঙ্গের একদম অফবিট জায়গা। চারদিকে পাহাড়, সবুজের সমাহার, পাইন বন ও কিছু জিনিস আপনার মন চুরি করে নেবেই। যদি আপনি লাল পান্ডা দেখতে পছন্দ করে থাকেন তাহলে নেওরা ভ্যালি জাতীয় উদ্যানটি ঘুরে দেখতে পারেন।
চটকপুর
উত্তরবঙ্গের আরও একটি অফবিট জায়গা। দার্জিলিং থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত কিন্তু পরিবেশের দিক থেকে এক অনন্য নিদর্শন হল এই চটকপুর। এটি একটি গ্রাম, যেখানে আপনি শান্তি কাকে বলে সেটা জানবেন। এখানে থাকার জন্য অনেক হোমস্টে রয়েছে।
শুশুনিয়া পাহাড়
বাঁকুড়া জেলায় অবস্থিত, শুশুনিয়া কিন্তু ঠান্ডা পাহাড়ি এলাকা নয়। এটি উষ্ণ, নিচু এবং আরও প্রাচীন। প্রাগৈতিহাসিক শিলালিপি এবং ভগবান শিবের স্থানীয় পৌরাণিক কাহিনীর জন্য পরিচিত এই জায়গা। তবে প্রতি বছর বিভিন্ন সময়ে পর্যটকরা এখানে এসে ভিড় জমান।
নেতারহাট
ঝাড়খণ্ডের সবচেয়ে সুন্দর জায়গা হল নেতারহাট। একটি মালভূমি শহর যা ঘন শালবন, জলপ্রপাত এবং উপত্যকায় ঘেরা এই জায়গায় গেলে মনে হবে বিদেশের কোনও জায়গায় এসে উপস্থিত হয়েছেন। শীত হোক বা বর্ষা, যে কোনও সময়ে আপনি এখানে আসতে পারেন এবং প্রকৃতি উপভোগ করতে পারেন।
দলমা
জামশেদপুরের উপরে অবস্থিত দলয়া পাহাড় পর্যটকদের চেয়ে হাতির জন্য বেশি পরিচিত। দলমা বন্যপ্রাণী অভয়ারণ্য এই ভদ্র দৈত্যদের আবাসস্থল এবং যদি আপনি ভাগ্যবান হন, তাহলে আপনি পথে যাওয়ার সময়ে এনাদের দর্শন পেতে পারেন। মনোরম দৃশ্য এবং শীতল আবহাওয়ার জন্য এই জায়গাটি অন্যান্য জায়গার থেকে অনেক আলাদা করে তোলে।
আরও পড়ুনঃ শুরু হল কাজ, নামল জায়ান্ট মেশিন! জোকা-এসপ্ল্যানেড মেট্রো নিয়ে সুখবর
দারিংবাড়ি
“ওড়িশার কাশ্মীর” নামে পরিচিত, দারিংবাড়ি কান্ধমাল জেলার ৩,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। এখানে আপনি পাইন বন, কফি বাগান দেখতে পারবেন। সবথেকে বড় কথা, শীতকালে এখানে নাকি মাঝে মাঝে তুষারপাতও হয়। এখানে গেলে এক কথায় আপনার চোখ ধাঁধিয়ে যাবে।
রাজগীর পাহাড়
বিহারে পাহাড় দেখতে ইচ্ছুক হলে রাজগীরের থেকে ভালো কিছু হতে পারে না। রাজগীর পাহাড় হল ইতিহাস এবং আধ্যাত্মিকতায় ভরপুর একটি পাহাড়। একসময় মগধ সাম্রাজ্যের রাজধানী ছিল এই অঞ্চল, বুদ্ধ এবং মহাবীর উভয়ের সাথেই এর সংযোগ রয়েছে। এখানকার সবথেকে বড় আকর্ষণ হল রোপওয়ে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |