দেশের GDP-র ১৬% অবদান, গ্রাহক সংখ্যা আমেরিকার ডবল! বিরাট কৃতিত্ব SBI-র

Published on:

State Bank of India

সৌভিক মুখার্জী, কলকাতা: একসময় যে ব্যাঙ্ক মাত্র 211 কোটি টাকা নিয়ে পথ চলা শুরু করেছিল, সেই ব্যাঙ্কের আজ ব্যালেন্স সিট দাঁড়িয়েছে প্রায় 66 লক্ষ কোটি টাকা! মানে ভাবতে পারছেন? হ্যাঁ, এই বিরাট অর্থনীতির মালিক আর কেউ নয়, ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই (State Bank of India)। সবথেকে বড় ব্যাপার, তাদের গ্রাহক সংখ্যা এখন আমেরিকার মোট জনসংখ্যার থেকে প্রায় দ্বিগুণের কাছাকাছি! 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পরিসংখ্যান দেখলে শিউরে উঠবেন

বর্তমানে ভারতীয় স্টেট ব্যাঙ্কের ব্যালেন্স সিট দাঁড়িয়েছে 66 ট্রিলিয়ন বা 0.77 ট্রিলিয়ন মার্কিন ডলার। এমনকি গ্লোবাল র‍্যাঙ্কে স্টেট ব্যাঙ্ক বিশ্বের মধ্যে 43 তম বৃহত্তম ব্যাঙ্কে পরিণত হয়েছে। পাশাপাশি ভারতের জিডিপি’র 16% এসবিআই অবদান রাখ। এমনকি গোটা বিশ্বের জিডিপি’র 1.1% একাই দিচ্ছে স্টেট ব্যাঙ্ক।

আর গ্রাহক সংখ্যা শুনলে তো ভিমড়ি খাবেন। কারণ রিপোর্ট বলছে, বর্তমানে ভারতীয় স্টেট ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা 53 কোটি ছাড়িয়েছে। যেখানে বর্তমানে আমেরিকার জনসংখ্যা 34 কোটি, সেখানে স্টেট ব্যাঙ্ক একাই প্রায় দ্বিগুণ গ্রাহক ধরে রেখে দিয়েছে। ফলে চিন ও ভারতের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম ডিজিটাল দেশ এখন এসবিআই, তা বলার অপেক্ষা রাখে না।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

পথ চলা শুরু হয়েছিল 1955-তে

জানিয়ে রাখি, 1955 সালের 30 জুন এসবিআই আইনি ভাবে যাত্রা শুরু করেছিল। আর তখন তাদের ডিপোজিট ছিল মাত্র 211 কোটি টাকা, আর ঋণ ছিল মাত্র 116 কোটি টাকা। 2025 সালে এসে তাদের ডিপোজিট দাঁড়িয়েছে 53.82 লক্ষ কোটি টাকা, আর ঋণ দাঁড়িয়েছে 41.63  লক্ষ কোটি টাকা।

হিসাব বলছে, তাদের মোট সম্পদ বৃদ্ধি পেয়েছে 25,500 গুন। আর নিট মুনাফা বৃদ্ধি পেয়েছে 52,000 গুন। এখন তাদের নিট মুনাফা দিয়েছে 70,901 কোটি টাকা। এর পাশাপাশি পেইড-আপ ক্যাপিটাল 5.62 কোটি টাকা থেকে 892 কোটি টাকায় দাঁড়িয়েছে এবং রিজার্ভ ও সারপ্লাস 6.35 কোটি টাকা থেকে 4,40,270 কোটি টাকায় দাঁড়িয়েছে।

আরও পড়ুনঃ ছয় মাসে ১১ লক্ষ ইউজার হারাল Groww ও Zerodha

দেশের অর্থনীতিতেও এসবিআই’র দাপট বিরাট

2025-26 অর্থবর্ষে ভারত বিশ্ব অর্থনীতিতে মোটামুটি 297 বিলিয়ন মার্কিন ডলার যুক্ত করেছে বলে রিপোর্ট দাবি করছে। আর এর মধ্যে এসবিআই একাই 44 বিলিয়ন মার্কিন ডলার দিয়েছে। অর্থাৎ, ভারতের মোট জিডিপি’র প্রায় 16%। এমনকি বিশ্ব অর্থনীতির 1.1% এসেছে এসবিআই’র হাত ধরে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, ভারতীয় স্টেট ব্যাঙ্কে বর্তমানে 2,36,226 জন কর্মী রয়েছে, যার মধ্যে 27.6% মহিলা। পাশাপাশি এই ব্যাঙ্কের 22,937 টি শাখা, 78,000 গ্রাহক পরিষেবা কেন্দ্র এবং 64,000 এটিএম বুথ রয়েছে। আর এইসবের জেরেই এখন বিশ্বের সবথেকে বড় আর্থিক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group