প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমানে ডিজিটাল যুগের প্রসার ক্রমাগত বেড়েই চলেছে। সেই কারণেই তো কোটি কোটি মানুষ Google Pay, PhonePe, Paytm-এর মতো পেমেন্ট অ্যাপ ব্যবহার করে UPI এর মাধ্যমে দিনরাত টাকা লেনদেন করে চলেছেন। কিন্তু এই লেনদেন ব্যবস্থায় একদিকে যেমন বেশ সুবিধা হচ্ছে গ্রাহকের, ঠিক তেমনই আবার বিপুল ক্ষতির মুখেও পড়তে হচ্ছে তাদের। বাড়ছে জালিয়াতি (Digital Fraud In UPI)।
জালিয়াতির সমীক্ষা RBI এর!
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক বা RBI, UPI লেনদেনের ক্ষেত্রে জালিয়াতির একটি তথ্য প্রকাশ্যে এনেছে। যেখানে দেখা গিয়েছে যে ২০২৩-২৪ অর্থবর্ষে UPI-এর মাধ্যমে ১৩.৪২ লক্ষ টাকা ভুয়ো লেনদেন করা হয়েছে। এখানেই শেষ নয়, ১০৮৭ কোটিরও বেশি টাকা জালিয়াতি হয়েছে।
আর এই সংখ্যা পরবর্তী অর্থবর্ষ অর্থাৎ ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ছ’মাসে আরও বেড়ে দাঁড়িয়েছে। ভুয়ো লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬.৩২ লক্ষ। এবং জালিয়াতির পরিমাণ বেড়ে হয়েছে ৪৮৫ কোটি টাকা।
বিশেষ নির্দেশিকা জারি NPCI এর!
দিনের পর দিন এই পরিমাণ বাড়তে থাকায় চিন্তায় পড়েছে কেন্দ্র। এছাড়াও জালিয়াতির শীর্ষে রয়েছে কার্ড এবং ইন্টারনেট ব্যাঙ্কিং। তাই এবার সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা বাড়াতে এবং জালিয়াতমূলক কাজে সাধারণ মানুষের সুরক্ষা প্রদান করতে পাঁচ দফা নির্দেশিকা জারি করল ডিজিটাল লেনদেনের নিয়ন্ত্রক ‘ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া’ব NPCI।
সেই নির্দেশিকায় বলা হয়েছে কাউকে টাকা পাঠানোর আগে লেনদেনকারী সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেন। অর্থাৎ লেনদেন করার আগে গ্রাহক যেন ভাল করে তথ্য যাচাই করে নেয়।
আরও পড়ুন: বাজারে নতুন ৫০ টাকার কয়েন আনছে RBI? জানিয়ে দিল সরকার
এছাড়াও UPI মাধ্যমে লেনদেন করার সময় গ্রাহকরা যেন শুধুমাত্র জনপ্রিয় অনলাইন অ্যাপগুলি ব্যবহার করে। অর্থাৎ Google Pay, Phone Pay এর মত জনপ্রিয় অ্যাপগুলি এক্ষেত্রে ব্যবহার করা যায়, এইমুহুর্তে কোনো নতুন অনলাইন অ্যাপ ব্যবহার না করাই ভালো। কখনোই UPI পিন, পাসওয়ার্ড, OTP কারও সঙ্গে আদানপ্রদান করবেন না। কিংবা অন্য কোনও জায়গা থেকে OTP আসলে সেটিকে এড়িয়ে যেতে হবে।
পাশাপাশি লেনদেনের অ্যালার্ট চালু রাখুন। অর্থাৎ অ্যাকাউন্ট থেকে যদি ডিজিটাল লেনদেন হয় তাহলে ‘অ্যালার্ট’ বার্তা আসবে। এতে প্রতারণা ঘটলে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে দেরি হবে না। এবং অবশ্যই অনলাইনে লেনদেন করার সময় একদমই তাড়াহুড়ো করা উচিত নয়, এতে লেনদেনের ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে গ্রাহকদের।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |