সহেলি মিত্র, কলকাতাঃ লাগামছাড়া বৃষ্টিতে নাজেহাল অবস্থা বাংলার। নিম্নচাপ অঞ্চলের জেরে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী দিনে এই বৃষ্টি চলবে বলে খবর। সবথেকে বড় কথা, আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে যে জুলাই থেকে ফের একবার ভারী বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গের একের পর এক জেলায়। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে বৃষ্টি চলবে দফায় দফায়। আজ শুক্রবার সমগ্র বাংলার আবহাওয়া (Weather Today) কেমন থাকবে জেনে নিন ঝটপট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আজ সারাদিন বাংলার আকাশ মেঘলা থাকবে। এদিন বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ও দুই ২৪ পরগনায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আগামীকালের আবহাওয়া
শনিবার কেমন থাকবে বাংলার আবহাওয়া? দক্ষিণবঙ্গের পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টি হবে। মৌসম ভবন জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা ঝাড়খন্ডের ডালটনগঞ্জ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অসম থেকে তেলেঙ্গানা পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। ফলে নিম্নচাপ সরে গেলেও বাংলার কিছু জেলায় বৃষ্টি চলবে।
শুধু বাংলাই নয়, দেশের বিভিন্ন রাজ্যের ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আইএমডি। আবহাওয়া বিভাগ আগামী ২৪ ঘন্টায় পাঞ্জাব, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, মধ্যপ্রদেশ সহ অনেক রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। ইতিমধ্যে, সমস্ত রাজ্যের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘন্টায় উত্তর ও মধ্য ভারতের সমস্ত রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ, ঝাড়খণ্ডের কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |