২০২৬-র বিধানসভা নির্বাচনে লড়বেন রিঙ্কু মজুমদার, কোন আসন? জানালেন দিলীপপত্নী

Published on:

Assembly Election 2026

প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে ঘিড়ে যেন প্রতিটি রাজনৈতিক শিবিরে শুরু হয়েছে চরম ব্যস্ততা। একদিকে শাসকদল তৃণমূল কংগ্রেস জমি ছাড়তে নারাজ ঠিক তেমনই আবার দিল্লি জয়ের পর, এবার ২০২৬-এর বিধানসভা ভোটকে টার্গেট করে, পশ্চিমবঙ্গ দখলে ঝাঁপিয়ে পড়তে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। আর এই আবহে এবার আরও এক জল্পনা তৈরি হয়েছে। এবার নাকি আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটের ময়দানে নামবেন দিলীপ পত্নী রিঙ্কু মজুমদার!

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দলের সঙ্গে দূরত্ব দিলীপের!

বিগত কয়েক মাস ধরে বঙ্গ বিজেপির অন্দরে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে একাধিক সমালোচনা উঠে এসেছে দলীয় নেতাদের মুখে। এককথায় যাকে বলা যায় গোষ্ঠীদ্বন্দ্ব। আসলে ঘটনার সূত্রপাত হয়েছিল গত ৩০ এপ্রিল। ওইদিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন সস্ত্রীক গিয়েছিলেন দিলীপ।

সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে খোশমেজাজে গল্পও করতে দেখা যায় তাঁকে। আর এই বিষয়টিকেই মন থেকে একদম ভালভাবে মেনে নেয়নি বঙ্গ বিজেপির নেতৃত্ব। তারপর থেকেই চলে আসছে ঠান্ডা লড়াই।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

নির্বাচনে নামবেন দিলীপ পত্নী রিঙ্কু!

বিজেপির একাধিক কর্মসূচিতে দেখা যাচ্ছে না দিলীপ ঘোষকে। এমনকি বঙ্গ বিজেপির নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সম্বর্ধনা অনুষ্ঠানেও ডাক পড়েনি দিলীপ ঘোষের। আর তাতেই জল্পনাও রটে যে শীঘ্রই নাকি তৃণমূলে যোগদান করতে চলেছে দিলীপ ঘোষ। তবে সব জল্পনার অবসান ঘটায় শমীক ভট্টাচার্য।

তিনি স্পষ্ট জানিয়ে দেন দিলীপ ঘোষ এই দলেই থাকবেন। কিছুদিন আগে বিজেপির কার্যালয়ে দেখা করেন শমীক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ। দীর্ঘক্ষণ ধরে কথাও হয় তাঁদের। দিল্লিতেও ডাক পড়ে দিলীপের। আর এই আবহে শোনা যাচ্ছে নির্বাচনে নামতে চলেছেন রিঙ্কু মজুমদার।

আরও পড়ুন: জেলায় জেলায় শপিং মল, ১ টাকায় জমি দেবে রাজ্য সরকার! শিল্পান্ন-র ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভাইরাল ভিডিও

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি ভাইরাল ভিডিও সূত্রে দেখা গিয়েছে যে এক সংবর্ধনা অনুষ্ঠান থেকে ফেরার সময় অসংখ্য সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন দিলীপ পত্নী রিঙ্কু মজুমদার। সেই সময় তাঁকে এক সাংবাদিক প্রশ্ন করেন যে যদি বঙ্গ বিজেপি থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী করে, তাহলে তিনি তৈরি আছেন কিনা।

তখন রিঙ্কু দেবী খানিক ভেবে এবং হেসে জানিয়েছিলেন যে, “ যদি কোথাও প্রার্থী হিসেবে আমাকে দাঁড় করানো হয়, তাহলে আমি ভাবব, তবে হ্যাঁ, আমি কোথাও হারার জন্য দাঁড়াবো না, যদি বুঝি সেখানে জেতার পরিস্থিতি আচ্ছে, তবে আমি দাঁড়াবো।” আর সেই সূত্রে প্রশ্ন উঠে আসছে যে বিজেপির ময়দানে তবে কি আবার বড় চমক উঠে আসছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group