টেস্ট ক্রিকেট বিরক্তিকর! লর্ডসে ব্যাজবল নিয়ে ইংল্যান্ডকে ব্যাঙ্গ শুভমনের, ভাইরাল ভিডিও

Published on:

Shubman criticizes bazball during India vs England third Test

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ড দলে ব্যাচ বলের যথেষ্ঠ অভাব রয়েছে! হয়তো এমন মনোভাব বোঝাতেই বৃহস্পতিবার লর্ডস টেস্ট চলাকালীন দলের ছেলেদের উদ্দেশ্য করে অধিনায়ক শুভমনকে বলতে শোনা যায়, আর কোনও বিনোদনমূলক ক্রিকেট নয়, এবার বিরক্তিকর টেস্ট ক্রিকেটকে স্বাগত জানানো যাক!

এদিন মূলত এমন মন্তব্য করেই ইংল্যান্ডের বাজ বলের অভাবকে তুলে ধরতে চেয়েছিলেন টিম ইন্ডিয়ার তরুণ অধিনায়ক। যদিও রোহিত, বিরাটহীন ভারতীয় দলের অধিনায়কের এমন মন্তব্য প্রকাশ্যে আসতেই হই হই পড়ে গিয়েছে নেট মহলে। ভক্তদের প্রশ্ন, হঠাৎ কেন এমন মন্তব্য করলেন শুভমন গিল?

হঠাৎ কেন এমন মন্তব্য শুভমনের?

ভারতীয় টেস্ট দলের তরুণ অধিনায়ক শুভমনের মন্তব্য নিয়ে কাটাছেঁড়া করতে হলে প্রথমে জানতে হবে গোটা ঘটনা। আসলে, গতকাল লর্ডসের মাঠে ভারতীয় বোলারদের আক্রমণাত্মক বোলিংয়ের সামনে কার্যত নিঃশ্বাস বন্ধ করে টিকে থাকতে হয়েছিল ইংলিশ ব্যাটারদের। এদিন জসপ্রীত বুমরাহ থেকে শুরু করে মহম্মদ সিরাজ, সে অর্থে কেউই ইংলিশদের এক ফোঁটাও জায়গা ছাড়ছিলেন না।

ফলত, স্বাভাবিকভাবেই ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলার স্বপ্ন নিয়েও বারংবার মুখ থুবড়ে পড়তে হচ্ছিল ইংল্যান্ড তারকাদের। আর ঠিক সেই সময়ে, টিম ইন্ডিয়র একের পর এক ডট বল দেখে উৎসাহিত হয়ে অধিনায়ক শুভমন গিল গলা ফাটিয়ে বলেন, আর কোনও বিনোদনমূলক ক্রিকেট নয়, এবার বিরক্তিকর টেস্ট ক্রিকেটকে স্বাগত জানানো যাক!

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: বিরল সম্পদে ঘুঁচবে চিনের আধিপত্য, বিরাট প্ল্যান ভারতের

শুভমন এদিন এ কথা কেন বলেছিলেন তা অনেকেই বুঝে গিয়েছেন। আসলে ইংলিশরা যে বাজ বল নিয়ে দম্ভ দেখায়, গতকাল তাদের ঘরের মাঠেই টিম ইন্ডিয়ার বোলাররা সেই বাজ বলের স্বপ্নকেই হাতে করে ভাঙছিল! এক কথায়, ব্যাট ঘুরিয়ে বড় রানের স্বপ্ন দেখলেও স্বদেশীদের বোলিং আক্রমণের সামনে একপ্রকার নাস্তানাবুদ হয়ে পড়ছিলেন ইংল্যান্ডের ব্যাটাররা।

মূলত সেই কারণেই, ইংল্যান্ডের রান রেটের দিকে নজর রেখে কিছুটা ঠাট্টার ছলেই শুভমন বলেছিলেন, আর বিনোদনমূলক ক্রিকেট নয় গাইজ, এবার বিরক্তিকর টেস্ট ক্রিকেটকে স্বাগত জানানো যাক! যে দৃশ্য সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে দাবানলের গতিতে। জাতীয় দলের তরুণ অধিনায়কের এমন মন্তব্য স্বকর্ণে শোনার পর একেবারে আনন্দে আত্মহারা ভারতীয় ক্রিকেট ভক্তরা! এদিকে টিম ইন্ডিয়ার বোলারদের সামনে ইংল্যান্ড ব্যাটারদের করুণ দশা দেখে, বহু ক্রিকেট ভক্তই প্রশ্ন তুলছেন ইংল্যান্ডের বাজ বল নিয়ে!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥