বিক্রম ব্যানার্জী, কলকাতা: আচমকা ইংল্যান্ডে বদলে গেল ভারতের অধিনায়ক। হ্যাঁ, রোহিত, বিরাটহীন টেস্ট দলে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল 25 বছর বয়সী তরুণ তারকা শুভমন গিলের। তাঁর নেতৃত্বেই ইংল্যান্ডের মাটিতে দাপট দেখিয়েছে স্বদেশীরা। জয় এসেছে দ্বিতীয় টেস্টে। তবে এসবের মাঝেও হঠাৎ তৃতীয় টেস্ট চলাকালীন বদলে গেল টিম ইন্ডিয়ার টেস্ট দলের অধিনায়ক। কিন্তু কেন? কাকে করা হল নতুন অধিনায়ক?
লর্ডস টেস্টের মাঝেই বদলে গেল টিম ইন্ডিয়ার অধিনায়ক
বৃহস্পতিবার লর্ডসে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট চলাকালীন আচমকা শুভমনের বদলে তারকা ক্রিকেটার কে এল রাহুলকে টিম ইন্ডিয়ার নেতৃত্ব নিতে দেখা যায়। কিন্তু কেন? কেন শুভমনের বদলে হঠাৎ রাহুলের ওপর দায়িত্ব দিল ম্যানেজমেন্ট?
আসলে বিষয়টা একটু অন্যরকম। তৃতীয় টেস্ট চলাকালীন যেই সময়টুকু ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল এবং সহ অধিনায়ক ঋষভ পন্থ মাঠে ছিলেন না, ঠিক সেই সময়টুকুই ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন কে এল রাহুল।
আসলে, লর্ডসে তৃতীয় টেস্ট শুরুর আগেই ব্যাটিং বেছে নেয় ইংল্যান্ড দল। ফলত, বল করতে নামে টিম ইন্ডিয়া। এরপর দ্বিতীয় সেশনে হঠাৎ ঋষভের আঙুলে গুরুতর চোট লাগে। তড়িঘড়ি তাঁর বদলে মাঠে নামানো হয় ধ্রুব জুরেলকে। এদিন পন্থের বিকল্প হিসেবে টিম ইন্ডিয়ার হয়ে উইকেট কিপিং করেছিলেন তিনিই।
অন্যদিকে, একই ম্যাচে হঠাৎ মাঠ ছেড়ে বেরিয়ে যান শুভমন। ফলত, অধিনায়ক এবং সহ অধিনায়কের অনুপস্থিতিতে ভারতীয় দলের নেতৃত্ব গ্রহণ করেন কে এল রাহুল। তবে গিল ঠিক কোন কারণে মাঠ ছেড়ে বেরিয়ে ছিলেন তা এখনও জানা যায়নি।
অবশ্যই পড়ুন: I-League এর বাঘা মিডফিল্ডার ইস্টবেঙ্গলে, তিনবছরের জন্য চুক্তি টিলাইছুন-র সঙ্গে
উল্লেখ্য, অনেকেরই হয়তো মনে থাকবে, সম্প্রতি রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, অনেকেই ভেবেছিলেন এবার হয়তো ভারতীয় টেস্ট দলের দায়িত্ব পাবেন কে এল রাহুল। তবে তেমনটা হয়নি। শুভমনের ওপর ভরসা করেই ভারতের ছেলেদের ইংল্যান্ডে পাঠিয়েছে বোর্ড। তবে বলে রাখি, এর আগে বিভিন্ন ফরম্যাট মিলিয়ে বেশ কয়েকটি সিরিজে ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন রাহুল!
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |