সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি একটি শহর থেকে অন্য শহরে চলে যাচ্ছেন? কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের কী হবে সেটা ভেবে দেখেছেন? সেটা কি আদৌ ট্রান্সফার করা যাবে অন্য শহরে? আজ আপনাদের এই বিষয়টি সম্পর্কেই তথ্য দেওয়া হবে। অনেকেই আছেন যারা চাকরি সূত্রে বা বিয়ে করে অন্য শহরে চলে যান। সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কী হবে সেই নিয়ে চিন্তায় পড়ে যান অনেকেই। অনেকেই অন্য শহরে যাওয়ার পর একটি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন। তবে আপনার জানা উচিত যে আপনি এক শহর থেকে অন্য শহরেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্থানান্তর (SBI Account Transfer) করতে পারবেন কিনা।
শাখা পরিবর্তনের সুবিধা কিভাবে পাবেন?
গ্রাহকদের ব্যাংকের হোম ব্রাঞ্চ পরিবর্তন করার সুবিধা দেওয়া হয়েছে। যার জন্য গ্রাহকরা ঘরে বসে অনলাইনে একটি প্রক্রিয়া অনুসরণ করতে পারবেন। যদি আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যেকোনো শাখায় অ্যাকাউন্ট থাকে, তাহলে জেনে নিন কীভাবে আপনার হোম ব্রাঞ্চ পরিবর্তন করবেন অন্য শহরে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে হোম ব্রাঞ্চ পরিবর্তন করতে পারবেন।
আরও পড়ুনঃ অষ্টম পে কমিশনে বেতন বাড়বে ৩০-৩৪%? লটারি লাগবে সরকারি কর্মীদের
জানুন প্রক্রিয়া
- ১) এর জন্য গ্রাহকদের প্রথমে ব্যাংকের অফিসিয়াল সাইট www.onlinesbi.com-এ যেতে হবে।
- ২) ইন্টারনেট ব্যাংকিংয়ের লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
- ৩) এর পরে আপনাকে ই-সার্ভিসের অপশনে যেতে হবে।
- ৪) এখন আপনাকে কুইক লিংকস ট্যাবের অধীনে সেভিংস অ্যাকাউন্ট ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে।
- ৫) এখন আপনাকে যে সেভিংস অ্যাকাউন্ট ট্রান্সফার করতে চান তা নির্বাচন করতে হবে।
- ৬) এখন আপনি যে শাখায় আপনার অ্যাকাউন্ট ট্রান্সফার করতে চান তার শাখা কোড লিখুন।
- ৭) এর পরে আপনি Get Branch Name অপশনে ক্লিক করুন।
- ৮) আপনার স্ক্রিনে ব্যাংকের নাম দেখানো হবে।
- ৯) এর পরে আপনাকে সমস্ত নিয়ম সাবধানে পড়তে হবে।
- ১০) এখন সমস্ত তথ্য সাবধানে পড়ুন এবং জমা দিন।
- ১১) আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি কোড পাঠানো হবে।
- ১২) প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর হোম ব্রাঞ্চ পরিবর্তন হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |