ব্যালেন্স চেক সহ লেনদেনে একাধিক পরিবর্তন! ১ আগস্ট থেকে UPI-এ ৫ নয়া নিয়ম

Published on:

UPI New Rules

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতি মাসের শুরুতে সরকারি এবং বেসরকারি একাধিক ক্ষেত্রে বেশ কিছু নিয়মে একাধিক পরিবর্তন আনা হয়। ঠিক তেমনই আগস্ট মাস শুরু হওয়ার সাথে সাথে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে বলে জানা গিয়েছে। যার মধ্যে অন্যতম হল UPI পেমেন্টের ক্ষেত্রে বড় পরিবর্তন। আর এই নতুন নিয়মগুলি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া NPCI দ্বারা কার্যকর হতে চলেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

গ্রাহকদের আর্থিক নিরাপত্তা সুরক্ষিত রাখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেই সূত্রেই তাই বেশ কিছু নতুন নিয়ম সংযুক্ত করা হয়েছে UPI মাধ্যমে। সাধারণ ব্যবহারকারীদের নিরাপত্তা এবং দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে আরও সুরক্ষিত ও কার্যকর করতে আগামী ১ আগস্ট থেকে UPI ক্ষেত্রে একাধিক বদল হতে চলেছে। আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক বিস্তারিত।

UPI-এর ব্যালেন্স চেকের সময় সীমা

আগামী ১ আগস্ট থেকে UPI-এর ব্যালেন্স চেকের সময় সীমা পরিবর্তন হতে চলেছে। জানা গিয়েছে যে সকল ব্যবহারকারীরা UPI অ্যাপ ব্যবহার করে তাঁরা একদিনে সর্বাধিক ৫০ বার ব্যাঙ্ক ব্যালেন্স চেক করে। কেউ যদি Google Pay এবং PhonePe দুইটি আলাদা অ্যাপে UPI ব্যবহার করেন, তবে সর্বোচ্চ ১০০ বার ব্যালেন্স দেখতে পারবেন। আসলে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বর লিঙ্ক চেকের সীমা

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর সঠিকভাবে লিঙ্ক রয়েছে কিনা, সেটা দিনে সর্বাধিক ২৫ বার চেক করা যাবে। এমনকি কোন ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করা আছে সেটাও সর্বাধিক ২৫ বার চেক করতে পারবেন আধিকারিকরা।

অটো পে লেনদেনের সময় পরিবর্তন

বর্তমানে অনেক অ্যাপের মাধ্যমে UPI সাবস্ক্রিপশন-ভিত্তিক অটো পে ম্যান্ডেট দেওয়া থাকে। কিন্তু এবার থেকে এই ধরনের অটো পে লেনদেন ব্যাঙ্কের পিক আওয়ারে আর হবে না। শুধুমাত্র নন-পিক আওয়ারের সময় এই ধরনের অটো ডেবিট কার্যকর হবে। অর্থাৎ সকাল ১০টার আগে, দুপুর ১টা থেকে বিকেল ৫টার মধ্যে এবং রাত ৯:৩০টার পরে এই অটো ডেবিট কার্যকর হবে। ফলে পেমেন্ট সিস্টেমে অতিরিক্ত চাপ কমবে।

আরও পড়ুন: Ola, Uber, Rapido-র বাইক ট্যাক্সির জন্য নয়া নিয়ম! আর নেওয়া যাবে না অত্যাধিক লাগেজ

ট্রানজ্যাকশন স্টেটাস চেক

কোনও পেমেন্ট আটকে গেলে বা Pending দেখালে, এবার থেকে ব্যবহারকারীরা সর্বোচ্চ ৩ বার চেক করতে পারবেন যে সেই লেনদেন সম্পন্ন হয়েছে কিনা। এবং প্রতিবার চেক করার মধ্যে অন্তত ৯০ সেকেন্ডের ব্যবধান রাখতে হবে।

ব্যাঙ্ক ও UPI অ্যাপগুলির জন্য বিশেষ নির্দেশিকা

NPCI-এর তরফে ব্যাঙ্ক ও ইউপিআই সার্ভিস প্রোভাইডার অ্যাপগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের API সিস্টেমে নজরদারি বাড়াতে হবে। সেক্ষেত্রে কেউ যদি এই নির্দেশ অমান্য করে, তাহলে তাদের বিরুদ্ধে জরিমানা, সীমাবদ্ধতা বা প্রয়োজনে অ্যাপ ব্যান করার মতো কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group