দামে কম, ফিচার্সে ভরপুর! Tata, Hyundai-কে টপকে বিক্রিতে রেকর্ড Maruti-র এই SUV-র

Published on:

Maruti Suzuki Brezza

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বাজারে SUV সেগমেন্টে এবার দেখা গেল নয়া চমক! Hyundai Creta এবং Maruti Dzire-র পর এবার দেশের তৃতীয় সর্বাধিক বিক্রিত গাড়ির তালিকায় উঠে আসলো Maruti Suzuki Brezza! শুধু তাই নয়, Tata Nexon, Hyundai Venue-র মতো প্রতিদ্বন্দ্বী গাড়িগুলোকেও পিছনে ফেলে দিয়েছে এই SUV।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জুন মাসে বিক্রির রেকর্ড ছুঁল Brezza!

জানা গিয়েছে, গত জুন মাসে Maruti Suzuki Brezza বিক্রি হয়েছে প্রায় 14,507 ইউনিট। যেখানে এক বছর আগে জুন মাসে এই অংক ছিল মাত্র 13,172 ইউনিট। ফলে এক বছরের মধ্যেই প্রায় 10% বিক্রির হার বেড়েছে। আর এই পরিসংখ্যানের মধ্যে স্পষ্ট উঠে আসছে যে, ভারতীয় গ্রাহকরা এখনো মারুতির প্রতি সবথেকে বেশি আস্থা রাখছে।

ইঞ্জিন এবং পারফরম্যান্সে নজরকাড়া Brezza!

জানিয়ে রাখি, Brezza-তে হয়েছে 1.5 লিটার পেট্রোল ইঞ্জিন, যা 101 bhp পাওয়ার এবং 136 Nm টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে থাকছে 5-স্পিড ম্যানুয়াল এবং 6-স্পিড অটোমেটিক গিয়ার বক্সের অপশন। সবথেকে বড় ব্যাপার, যারা সাশ্রয়ী মূল্যে গাড়ি খুঁজছেন, তাদের জন্য রয়েছে সিএনজি ভ্যারিয়েন্ট। আর সিএনজি সংস্করণে 88 bhp পাওয়ার এবং 121.5 Nm টর্ক উৎপন্ন করতে পারে এই গাড়ি। সঙ্গে থাকছে 5-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ফিচার্সে ভরপুর Maruti Brezza

এখনকার দিনে বাজারে সেই গাড়িই টিকে থাকছে, যারা নজরকাড়া ফিচার্স নিয়ে হাজির হচ্ছে। আর সেই দিক থেকে একেবারে তালিকার শীর্ষে অবস্থান করছে Brezza! কারণ, এই গাড়িতে থাকছে 9 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, 4-স্পিকারের সাউন্ড সিস্টেম, ওয়ারলেস চার্জার, সানরুফ, অ্যাম্বিয়েন্ট লাইট, রেয়ার পার্কিং সেন্সর এবং ছয়টি এয়ার ব্যাগ। এমনকি থাকছে 360 ডিগ্রি ক্যামেরা।

আরও পড়ুনঃ বাংলাদেশ-চিনের আশায় জল! উত্তরপূর্বে রেলপথ তৈরিতে বিরাট পদক্ষেপ ভারতের

দামের দিক থেকেও ফ্লেক্সিবেল Maruti Brezza

জানিয়ে রাখি, Maruti Suzuki Brezza-র এক্স-শোরুম দাম শুরু হচ্ছে মাত্র 8.69 লক্ষ টাকা থেকে। এমনকি এই গাড়ির টপ মডেলের দাম পৌছেছে 14.14 লক্ষ টাকায়। আর এই দামে SUV পাওয়া  কল্পনাও করা যায় না, তাও এই বিরাট পরিমাণ ফিচার্স এবং নজরকাড়া পারফরম্যান্সের সাথে।

তবে Hyundai Venue, Tata Nexon-র মতো জনপ্রিয় SUV গুলি যেখানে এখন বাজার কাপিয়ে বেড়াচ্ছে, সেখানে দাঁড়িয়ে Brezza নিজেদের জায়গা পাকাপোক্ত করে নিয়েছে। ফলে এখন যারা স্বল্প বাজেটে প্রচুর পারফরম্যান্স যুক্ত কোনও SUV কিনতে চান, তারা Brezza-র দিকে পা বাড়াতে পারেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group