বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম অপেক্ষা শেষ হচ্ছে। আগামী 15 জুলাই ভারতে খুলতে চলেছে টেসলার প্রথম শোরুম। মুম্বইয়ের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সেই অনুষ্ঠিত হবে টেসলার প্রথম শোরুম লঞ্চ ইভেন্ট। তবে সেই সুখবরের মাঝেই উঠে আসছে আরও এক বড় খবর। শোনা যাচ্ছে, আগামী 15 জুলাই অর্থাৎ আসন্ন মঙ্গলবার, টেসলার প্রথম শোরুম উদ্বোধন উপলক্ষ্যে ভারতে আসতে পারেন ধন কুবের অর্থাৎ টেসলার কর্ণধার ইলন মাস্ক। মনে করা হচ্ছে, এই দিনই এক ঢিলে দুই পাখি মারবেন তিনি!
শোরুম খুলেই প্রথম এই গাড়ি লঞ্চ করবে টেসলা
মুম্বইয়ের বিকেসি এলাকায় ভারতের প্রথম শোরুম খুলতে চলেছে টেসলা। জানা যাচ্ছে, আনুষ্ঠানিকভাবে এই শোরুমের উদ্বোধন করতে পারেন স্বয়ং কর্ণধার ইলন মাস্ক। বলে রাখি, এই শোরুমেই ভারতীয় গ্রাহকরা টেসলার উন্নত প্রযুক্তির নতুন মডেলগুলি দেখতে পারবেন।
তবে সূত্রের খবর, ভারতে প্রথম শোরুম উদ্বোধন করেই মডেল ওয়াই গাড়িটি লঞ্চ করবে টেসলা। বিশেষজ্ঞদের অনুমান, ভারতের বাজারে এই গাড়িটির দাম হতে পারে 70 লক্ষ টাকার কাছাকাছি। বলা বাহুল্য, এই মডেলটি মাস্ক সংস্থার জার্মান ভিত্তিক কারখানা থেকে ভারতে নিয়ে আসা হয়েছে।
আগামী দিনে ভারতেই তৈরি হবে টেসলার গাড়ি
বিগত মাসগুলিতে ভারতে টেসলার গাড়ি তৈরি নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছিল। যদিও কর্ণধার মাস্ক স্পষ্ট জানিয়েছিলেন এই মুহূর্তে ভারতে গাড়ি তৈরির কথা ভাবছেন না তিনি। তবে, টেসলার ফ্যাগশিপ মডেল সহ অন্যান্য উন্নত প্রযুক্তির বৈদ্যুতিক গাড়িগুলি ভারতীয় শোরুম থেকে বিক্রি করার পরিকল্পনা তৈরি করে ফেলেছে টেসলা।
যদিও বিশেষজ্ঞরা বলছেন, এখন না হলেও, আগামী দিনে ভারতেই গাড়ি তৈরির পরিকল্পনা করতে পারে টেসলা। কেননা, ভারতে গাড়ি তৈরির ক্ষেত্রে সংস্থাগুলিকে একাধিক সুবিধা দিয়ে থাকে সরকার। বর্তমানে সেই লক্ষ্যেই নতুন বৈদ্যুতিক যানবাহন নীতি নিয়ে কাজ করছে কেন্দ্র। যার দৌলতে, আগামী দিনে বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি সরকারের তরফে নানান সুবিধা পাবে।
অবশ্যই পড়ুন: পরপর ৫ বলে ৫ উইকেট, বিশ্ব ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন আয়ারল্যান্ডের পেসার
এক ঢিলে দুই পাখি মারতে চাইছেন মাস্ক!
আপাতত সূত্র যা বলছে, আগামী 15 জুলাই মুম্বইয়ের শোরুম উদ্বোধন উপলক্ষ্যে ভারতে আসার পর টেসলা সম্পর্কিত যাবতীয় কাজ মিটিয়ে ভারতে স্টারলিংকের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করার বিষয়েও কথা বলতে পারেন মাস্ক। কেননা ইতিমধ্যেই, ভারত সরকারের তরফে চূড়ান্ত অনুমোদন পেয়ে গিয়েছে স্টারলিংক। কাজেই ওয়াকিবহাল মহল মনে করছে, আগামী মঙ্গলবার মুম্বইয়ে টেসলার প্রথম শোরুম উদ্বোধন অনুষ্ঠানে স্টারলিংক নিয়েও বড় ঘোষণা দিতে পারেন মাস্ক।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |