সৌভিক মুখার্জী, কলকাতা: স্বল্প বাজেটে 5G ফোন কিনতে চান? তাহলে আপনার জন্য রইল সুখবর। কারণ, Motorola এবার ভারতের বাজারে নিয়ে এল চোখ ধাঁধানো 5G স্মার্টফোন, যেখানে থাকছে প্রিমিয়াম ফিচার্স আর শক্তিশালী ব্যাটারি। সবথেকে বড় ব্যাপার, Sony-র ক্যামেরা দেওয়া হয়েছে ফোনটিতে, আর ডিজাইনেও একেবারে নজরকাড়া।
জানা গিয়েছে, এই নতুন ফোনটির নাম Moto G96 5G! আর এই ফোনটি মূলত গত বছর লঞ্চ হওয়া G85 5G ফোনটির একটি আপগ্রেড ভার্সন। তবে এই নতুন মডেলের ডিজাইন এবং পারফরম্যান্স একাধিক চমক দেখা যাচ্ছে। প্রশ্ন উঠছে, ফোনটির দাম কত? চলুন সবটা জানিয়ে দিচ্ছি এই প্রতিবেদনে।
ডিজাইনে নজর কাড়ছে এই নয়া মডেল
Moto G96 5G ফোনটির ভেগান লেদার ব্যাক ফিনিশিং সত্যিই চোখে পড়ার মতো, যা বাজেটের মধ্যে সচরাচর সেরকম চোখে পড়ে না। এমনকি কালার অপশনেও থাকছে চমক। কারণ এই ফোনটি বাজারে আসছে Ashleigh Blue, Dresden Blue, Orchid এবং Green বিকল্পে। ফলে ফোনটি হাতের মুঠোয় সত্যিই যে প্রিমিয়াম ডিভাইসের অভিজ্ঞতা দেবে, তা বলার অপেক্ষা রাখে না।
থাকছে চোখ ধাঁধানো ডিসপ্লে
খোঁজ নিয়ে জানা গেল, Moto G96 5G ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চির FHD+ 10-bit 3D কার্ভড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144H এবং পিক ব্রাইটনেস 1600 nits! অর্থাৎ, রৌদ্রে দাড়িয়েও একেবারে পরিষ্কার ঝাঁ-চকচকে ডিসপ্লের অভিজ্ঞতা পাওয়া যাবে। সবথেকে বড় ব্যাপার, জল বা ধুলোবালি থেকে রক্ষা করার জন্য ফোনটিতে থাকছে IP68 রেটিং এবং গোরিলা গ্লাসের প্রোটেকশন।
পারফরম্যান্সে নজর কাড়ছে Moto G96 5G
জানা গিয়েছে, এই ফোনটিতে এবার Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসের ব্যবহার করা হচ্ছে। আর সঙ্গে থাকছে 8GB RAM ও 256GB স্টোরেজ। পাশাপাশি ফোনটি Android 15 ভিত্তিক Hello UI ভার্সনে চলছে। আর Motorola জানিয়েছে, ফোনটিতে তিন বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
থাকছে Sony-র ক্যামেরা
Moto G96 5G ফোনটিতে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। হ্যাঁ, প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে একটি 50MP Sony LYTIA 700C। সাথে থাকছে 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং সামনের দিকে থাকছে একটি 32MP ক্যামেরা, যা ভিডিও কলের জন্য একেবারে পারফেক্ট। যারা ছবি তুলতে ভালবাসে, তাদের জন্য এই ফোনটি হতে পারে একেবারে সেরা বিকল্প।
ব্যাটারিতেও চমক
এই ফোনটিতে থাকছে 5500mAh ব্যাটারি, যা একবার চার্জ দিলেই সারাদিন একেবারে চিন্তামুক্তভাবে চালানো যাবে। এমনকি 33W ফাস্ট চার্জিং দেওয়া হচ্ছে, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। পাশাপাশি ডুয়াল স্টেরিও স্পিকার হিসাবে Dolby Atmos সাপোর্ট দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ ৪০ মিনিটেই পুরনো ফোন বদলে নিয়ে নিন নতুন স্মার্টফোন, নয়া পরিষেবা Flipkart-র
দাম এবং ভ্যারিয়েন্ট
জানা যাচ্ছে, এই ফোনটি দুটি ভ্যারিয়েন্টে বাজারে আসছ। 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে 17,999 টাকা, আর 8GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে 19,999 টাকা। আর ফোনটি Flipkart এবং Motorola-র অফিসিয়াল স্টোর থেকে কেনা যাবে। এমনকি প্রথম সেলে থাকছে বিভিন্ন অফার এবং এক্সচেঞ্জ বোনাস। তাই যারা বাজেটের মধ্যে 5G ফোন কিনতে চান, তাদের জন্য এটি হতে পারে সেরা বিকল্প।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |