হাওড়ার ৫ বন্ধ রুটে ফিরে আসবে পুরোনো ঐতিহ্য! নয়া সিদ্ধান্ত পরিবহণ দপ্তরের

Published on:

Howrah Closed Bus Route

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত বেশ কয়েক মাস ধরে হাওড়ার একাধিক রুটে যাত্রী সংখ্যা কম থাকার কারণে বন্ধ হয়ে গিয়েছে বাস চলাচল। যার দরুন রোজ ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। বাড়ছে টোটোর বাড়বাড়ন্ত। আর এদিকে হাইকোর্টের নির্দেশে মেয়াদ ফুরিয়ে যাওয়ায় বহু বাস বসিয়ে দিতে বাধ্য হয়েছেন মালিকরা। লাভের পরিমাণ কমে যাওয়ায় অনেকে বাস মালিক ব্যবসা থেকে সরে এসেছেন। এবার তাই এই নিয়ে বড় সিদ্ধান্ত নিল পরিবহন দপ্তর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আবার বন্ধ রুটে চলবে বাস!

অবশেষে সংবাদ মাধ্যমের প্রচারিত খবরের ভিত্তিতে নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। সেই কারণে ফের বন্ধ হয়ে যাওয়া রুটে নতুন করে বাস নামাতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। সম্প্রতি জেলা পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, যে সব রুটে বাস চলাচল একেবারে বন্ধ হয়ে গিয়েছে কিংবা বাসের সংখ্যা তলানিতে গিয়ে ঠেকেছে, সেখানে নতুন করে বাসের পারমিট দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তবে একবারে অসংখ্য বাস নয়, ধাপে ধাপে নতুন বাস নামানো হবে।

কোন কোন রুটে চলবে বাস?

সম্প্রতি জেলা পরিবহন দপ্তরের সূত্রে জানা গিয়েছে, অনেকদিন ধরে ৭৯, ৬, ৬A, ৮২ ও ৮৩ নম্বর রুটে বাস চলাচল বন্ধ ছিল, তাই সেই সকল রুটেই প্রথম ধাপে নতুন বাসের পারমিট দেওয়া হয়েছে। আগে ৮২ নম্বর রুটের বাস বোটানিক গার্ডেনের ১ নম্বর গেট থেকে আমতলা আউটপোস্ট, ক্যারি রোড, হাওড়া ইন্ডোর স্টেডিয়াম এবং টিকিয়াপাড়া, বেলগাছিয়া মোড়, সালকিয়া চৌরাস্তা, বেলু়ড মঠ হয়ে ফের জে এন মুখার্জি রোড, হাওড়া স্টেশন, হাওড়া ময়দান ও ইছাপুর যেত, তারপর আবার বি গার্ডেনে ফিরত।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুন: Ola, Uber, Rapido-র বাইক ট্যাক্সির জন্য নয়া নিয়ম! আর নেওয়া যাবে না অত্যাধিক লাগেজ

বড় সিদ্ধান্ত পরিবহন দপ্তরের

একইসঙ্গে ৮৩ নম্বর নম্বর রুটের বাসও বোটানিক গার্ডেনের ১ নম্বর গেট থেকেই ছাড়ত। তারপরে সেটি কাজিপাড়া, হাওড়া ময়দান, পিলখানা, সালকিয়া চৌরাস্তা, বেলুড়মঠ, জি ঘোষ রোড, বাঁধাঘাট, গোলাবাড়ি, বঙ্কিম রোড, ফোরশোর রোড হয়ে আবার বোটানিক গার্ডেনে ফিরে আসত।

এই দুই রুট মিলিয়ে মোট ৩০ টি বাস চলাচল করত। সবটাই আজ বন্ধ। তাই বাস চালকদের কথা মাথায় রেখে এবং যাত্রীদের যাতায়াতের কথা মাথায় রেখে এই দুই রুটে জেলা প্রশাসন ৬০ টি বাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group