সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোন প্রেমীদের জন্য বিরাট সুখবর! হ্যাঁ, জনপ্রিয় ব্র্যান্ড Realme এবার ভারতের বাজারে নিয়ে আসতে চলেছে তাদের নতুন সিরিজ Realme 15 ও Realme 15 Pro! জানা গিয়েছে, আগামী 24 জুলাই এই নতুন স্মার্টফোন সিরিজ বাজারে আসছে। যদিও Pro+ মডেলটি নাও আসতে পারে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে।
গেমারদের জন্য থাকছে নজরকাড়া প্রসেসর
এই সিরিজের সবথেকে বড় চমক Snapdragon 7 Gen 4 প্রসেসর। হ্যাঁ, মে মাসে আসা এই নতুন চিপসেট ইতিমধ্যেই পারফরম্যান্সের দিক থেকে নজর কেড়েছে। Realme 15 Pro মডেলটিতে এবার যুক্ত থাকছে এই প্রসেসর।
সংস্থা দাবি করছে, এই ফোনটি AnTuTu বেন্সমার্কে 11 লক্ষ পয়েন্টে স্কোর করেছে। আর তুলনা করতে গেলে আগের ভার্সন Realme 14 Pro-র স্কোর ছিল মাত্র 7.36 লক্ষ। অর্থাৎ, গেমিং বা মাল্টিটাস্কিং-এর দিক থেকে এবার বিরাট মাইলফলক স্পর্শ করছে Realme।
গেমিং-র জন্য থাকছে AI ফিচার
যারা গেম প্রেমী বা গেমার, তাদের জন্য এবার থাকছে স্পেশাল ফিচার। প্রথমত থাকছে GT Boost 3.0 ফিচার, যার মাধ্যমে 120 FPS-এ স্মুথভাবে গেম খেলার সুবিধা পাওয়া যাবে। দ্বিতীয়ত থাকছে AI Gaming Coach 2.0 ফিচার, যার মাধ্যমে রিয়েল টাইম গেমিং গাইড পাওয়া যাবে। তৃতীয়ত থাকছে AI Ultra Touch Control ফিচার, যা গেমারদের সুপারফাস্ট টাচ রেসপন্স দেবে।
ডিজাইন এবং কালার অপশন
জানা গিয়েছে, Realme-র এই ফোনটির পিছনে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, আর সঙ্গে ফ্ল্যাট ডিজাইন। এমনকি ডানদিকে থাকছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। বলে রাখি, কালারেও নজর কাড়ছে ফোনটি। কারণ এই ফোন Flowing Silver, Velvet Green, Silk Purple বিকল্প কালারে বাজারে আসবে বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ Sony-র ক্যামেরা, প্রিমিয়াম ফিচার্সে ভরপুর! সস্তায় 5G স্মার্টফোন লঞ্চ করল Motorola
কনফিগারেশন এবং দাম
এখনো পর্যন্ত প্রাথমিক অনুমান করা হচ্ছে, Realme 15 Pro ফোনটি চারটি কনফিগারেশনে বাজারে আসতে পারে। আর সেগুলি হল—
- 8GB RAM + 128GB স্টোরেজ,
- 8GB RAM + 256GB স্টোরেজ,
- 12GB RAM + 256GB স্টোরেজ এবং
- 12GB RAM + 512GB স্টোরেজ।
দাম নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটির লঞ্চ প্রাইস হতে পারে 25,000 টাকার মধ্যে। কিন্তু 24 জুলাই অফিসিয়াল ভাবে ঘোষণা করা হবে। তাই এই কটা দিন আমাদের অপেক্ষা করে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |