পহেলগাঁওয়ের ধাঁচেই পাকিস্তানে হামলা! পরিচয় জেনে ৯ বাস যাত্রীকে গুলি বালোচ বিদ্রোহীদের

Published on:

Pakistan Bus Attack

সৌভিক মুখার্জী, কলকাতা: পাকিস্তানে ঘটে গেল আবারো এক হামলার ঘটনা (Pakistan Bus Attack)। হ্যাঁ, কোয়েটা থেকে লাহোর গামী যাত্রীবাহী বাস চলছিল পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ঝোব জেলার একটি জাতীয় সড়ক ধরে। হঠাৎ করেই থামানো হয় বাসটিকে। এমনকি গাড়ি থামানোর সঙ্গে সঙ্গেই সশস্ত্র কিছু লোক বাসে উঠে আসে, যাদের চোখমুখে বাঁধা ছিল কাপড় আর হাতে অস্ত্র।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আর তারপর শুরু হয় চাঞ্চল্যকর আক্রমণ। একে একে যাত্রীদের পরিচয়পত্র চেক করা হয়। যারা পাঞ্জাবি ছিলেন, অর্থাৎ পাঞ্জাব প্রদেশের বাসিন্দা ছিলেন, তাদের বাস থেকে ডেকে নামিয়ে আনা হয়। আর মুহূর্তের মধ্যেই 9 জন নিরীহ যাত্রীকে গুলি করে অজ্ঞাত পরিচয়ের জঙ্গিরা সেখান থেকে পালিয়ে যায়।

কারা করল হামলা?

যদিও এখনো পর্যন্ত কোনো গোষ্ঠীর তরফ থেকে এই হামলার দায় স্বীকার করা হয়নি। তবে ইতিহাস বলছে, বেলুচিস্তানের সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলি এই পাঞ্জাবিদের লক্ষ্য করে এরকম হামলা চালায়। কারণ কেন্দ্র সরকারের প্রতি তাদের ক্ষোভ এবং দীর্ঘদিনের স্বাধীনতার দাবিতেই তারা এইসব কাজ করে বেড়াচ্ছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

প্রসঙ্গত, ঝোবের সহকারী কমিশনার নাভিদ আলম জানিয়েছেন, নিহতদের দেহ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। আর তিনি আরও জানান, যে সমস্ত নিহতরাই পাঞ্জাবের বিভিন্ন জেলার বাসিন্দা, অর্থাৎ সবাই পাঞ্জাবি ছিলেন।

আরও পড়ুনঃ দামে কম, ফিচার্সে ভরপুর! Tata, Hyundai-কে টপকে বিক্রিতে রেকর্ড Maruti-র এই SUV-র

এক রাতে চার জায়গায় জঙ্গি হামলা

তবে শুধুমাত্র একটি হামলাতেই থেমে থাকেনি তারা। বরং, একই রাতে কোয়েটা, লোরালাই এবং মাসতুনগেও একাধিক সন্ত্রাসী হামলার খবর সামনে এসেছে। যদিও প্রাদেশিক সরকারের মুখপাত্র দাবি করছে, নিরাপত্তা বাহিনী বেশিরভাগ হামলাকেই প্রতিহত করতে পেরেছে এবং সেরকম কোনও প্রাণহানির খবর মেলেনি। তবে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সন্ত্রাসীরা বেশ কয়েকটি পুলিশ স্টেশন, ব্যাঙ্ক, সরকারি দফতরে আক্রমণ চালিয়েছে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, ইরান এবং আফগানিস্তান সীমান্তের এই অঞ্চলটি বহুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রাকৃতিক খনিজে সমৃদ্ধ বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই স্বাধীনতার দাবিতে সরব হয়েছে। তাদের মূল লক্ষ্য একটাই, কেন্দ্রীয় সরকারের অবহেলার বিরুদ্ধে প্রতিবাদ করা এবং তাদের জনগণের স্বাধীনতা প্রতিষ্ঠা। আর সেই দাবি পূরণ না হওয়াতেই একের পর হামলা করে যাচ্ছে তারা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group