সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্য-রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি ও প্রযুক্তির জগৎ, আজ সারাদিন কী ঘটেছে গোটা বিশ্বে? মাত্র 17 বছর বয়সে 55 লাখ টাকার চাকরি পেয়ে কৃতিত্ব গড়া থেকে শুরু করে পাকিস্তানে ফের জঙ্গি হানা, পাশাপাশি এসএসসি মামলায় হাইকোর্টের রায় এবং বাংলাদেশ ও চিনের বিরুদ্ধে মোদি সরকারের পদক্ষেপ, সবই হয়েছে আজ। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি আজকের সেরা 10 খবর, যা না পড়লেই নয়। তো চলুন একে একে শুরু করি!
17 বছর বয়সে JEE উত্তীর্ণ হয়ে 55 লক্ষ টাকার চাকরি পেল ফেরিওয়ালার মেয়ে
বিরাট কৃতিত্ব! হরিয়ানার হিসারের বালসমান্ড গ্রামের বাসন বিক্রেতার মেয়ে সিমরান 17 বছর বয়সেই JEE পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং আইআইটি মান্ডিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি হয়েছে। Microsoft-র ইন্টার্নশিপ করে সে সেরা ইন্টার্ন হিসেবেও নিযুক্ত হয়। এমনকি পরে 55 লক্ষ টাকার বার্ষিক প্যাকেজের চাকরি পায়। সিমরানের সাফল্যে তাঁর পরিবার অত্যন্ত গর্বিত। বিশেষ করে তার মা, যিনি তাকে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়িয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
পহেলগাঁও ধাঁচে পাকিস্তানে জঙ্গি অ্যাটাক, নিহত 9
পাকিস্তানে ঘটল একেবারে পহেলগাঁও ধাঁচে জঙ্গি হামলা। কোয়েটা থেকে লাহোরগামী একটি যাত্রীবাহী বাস পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ঝোব এলাকার জাতীয় সড়ক দিয়ে চলছিল। হঠাৎ করেই বাসটিকে থামিয়ে বেলুচিস্তানের জঙ্গিরা অস্ত্রশস্ত্র হাতে উঠে পড়ে। তারপর সবার পরিচয় জিজ্ঞাসা করা হয়। আর বাসে 9 জন পাঞ্জাবি ছিল। তাদেরকে নীচে নামিয়ে আনা হয় এবং ওখানেই গুলি করে মেরে ফেলে জঙ্গিরা। যদিও এখনো পর্যন্ত কোনো গোষ্ঠীর তরফ থেকেই হামলার দায় স্বীকার করা হয়নি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
10 ট্রিলিয়ন ডলারে পরিণত হবে ভারত
ভারতের মুকুটে নয়া পালক! খুব শীঘ্রই ভারত 10 ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হাঁটবে। হ্যাঁ, এমনই ভবিষ্যৎবানী করে বসলেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট এবং সিইও বোর্গে ব্র্যান্ডে। তিনি জানিয়েছেন, গোটা বিশ্বের অর্থনীতি যেখানে মুখ থুবড়ে পড়ছে, সেখানে ভারত বেশ স্থিতিশীল অবস্থাতেই দাঁড়িয়ে রয়েছে। এমনকি গত 10 বছরে ভারত তার জিডিপি দ্বিগুণ করেছে। তাই খুব শীঘ্রই 5 থেকে 10 ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে ভারতের অর্থনীতি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
অভিষেককে ডেডলাইন দিল কলকাতা হাইকোর্ট
2024 লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ভোট কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছেন। আর অভিষেকের আইনজীবী বারবার সময় চেয়ে সেই শুনানি পিছিয়ে দেন। কিন্তু এবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে, আর কোনোরকম সময় দেওয়া হবে না। আগামী 19 আগস্টের মধ্যেই অভিষেককে লিখিতভাবে সমস্ত কিছু জমা দিতে হবে। এখন নজর 19 আগস্ট শুনানির দিকে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
বদলে যাচ্ছে ইউপিআই লেনদেনের নিয়ম
আগামী 1 আগস্ট থেকে বদলে যাচ্ছে ইউপিআই লেনদেনে বড়সড় নিয়ম। প্রথমত, দিনে সর্বোচ্চ 50 বার করে দুটি অ্যাপ মিলিয়ে 100 বার ব্যালেন্স চেক করা যাবে। দ্বিতীয়ত, ব্যাংক এবং মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কিনা তা 25 বার চেক করা যাবে। তৃতীয়ত, অটো পে লেনদেন শুধুমাত্র নন পিক আওয়ারে করা যাবে। এছাড়া পেমেন্ট স্ট্যাটাস সর্বোচ্চ তিন বার চেক করা যাবে এবং প্রতি চেকের মাঝে 90 সেকেন্ড সময় দিতে হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
ভারতে উদ্বোধন হচ্ছে টেসলার প্রথম শোরুম
আগামী 15 জুলাই মুম্বাইয়ের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে টেসলার প্রথম শোরুম উদ্বোধন হচ্ছে। জানা যাচ্ছে, এই উপলক্ষে ভারতে আসতে পারেন এলন মাস্ক। আর উদ্বোধনের দিন টেসলা তাদের Model Y গাড়ি লঞ্চ করতে পারে, যার বাজার মূল্য প্রায় 70 লক্ষ টাকা। যদিও মাস্ক জানিয়েছে যে, এখনই ভারতে গাড়ি তৈরি করা হবে না। ভবিষ্যতে পরিকল্পনা থাকতে পারে। একই সঙ্গে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা নিয়েও বিরাট ঘোষণা করতে পারে মাস্ক। এখন শুধু 15 জুলাইয়ের দিকে তাকিয়ে আছে সবাই। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
বাংলাদেশ ও চিনকে জব্দ করতে বিরাট পদক্ষেপ মোদি সরকারের
বাংলাদেশ এবং চিনের আশায় এক বালতি জল ঢেলে দিল মোদি সরকার। হ্যাঁ, এবার চিকেন নেক বা শিলিগুড়ি করিডরকে কেন্দ্র করে রেলপথ নির্মাণের চিন্তাভাবনা করেছে মোদি সরকার। জানা যাচ্ছে, উত্তর-পূর্ব ভারতের সবকটি রাজ্যকে এবার ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে। ইতিমধ্যেই মোদি সরকার মিজোরামে 52 কিলোমিটার রেল লাইন উদ্বোধন করতে চলেছে বলে খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি নাগাল্যান্ড, মনিপুর ও সিকিমেও রেল নেটওয়ার্ক জুড়বে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
ভোটে দাঁড়াচ্ছে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার
2026 সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতির হওয়া এখন গরম। বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার নাকি এবার ভোটে দাঁড়াতে পারেন! হ্যাঁ, সম্প্রতি এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রিঙ্কু জানিয়েছেন, জয়ের সম্ভাবনা থাকলে তিনি নিজেই প্রার্থী হতে রাজি। তবে বিজেপির অনেক কর্মসূচিতে বর্তমানে দিলীপ ঘোষকে দেখা যাচ্ছে না। যদিও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, দিলীপ ঘোষ দলেই থাকবেন। এখন দেখার রিঙ্কু মজুমদার সত্যিই ভোটে দাঁড়ায় কিনা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
সাইকেলে করেই কেদারনাথ যাত্রা পশ্চিম বর্ধমানের জীবন বাদ্যকরের
পশ্চিম বর্ধমানের কোচডিহি গ্রামের বাসিন্দা 48 বছরের জীবন বাদ্যকর এবার সাইকেলে করে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলেন। হ্যাঁ, পেশায় রংমিস্ত্রি জীবন বাবু 10 জুলাই গুরু পূর্ণিমার দিন 2000 মাইলের মাইলফলক নিয়ে যাত্রা শুরু করেন বাবা চন্দ্রচূড় আশ্রম থেকে। জানা যাচ্ছে, অতীতে তিনি বাস এবং ট্রেনেও তীর্থ করেছেন। তবে এটাই তার প্রথমবারের সাইকেল যাত্রা। তিনি জানিয়েছেন, বাকি জীবন তীর্থ করে কাটাবেন। আর কোন পথে যাবেন, তা না জানলেও মানুষকে জিজ্ঞাসা করে পৌঁছে যাবেন বলেই তার আত্মবিশ্বাস। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
এসএসসি ইস্যুতে অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না
2016 সালে বাতিল হওয়া এসএসসি প্যানেলের আবহে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। রাজ্য এবং এসএসসি দাবি করেছিল যে, চিহ্নিত অযোগ্য প্রার্থীদের পরীক্ষায় বসতে কোনোরকম বাধা নেই। তবে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেই দাবি বাতিল করে দেয়। হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে, দাগি প্রার্থীরা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবে না। আর এসএসসি সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলেও বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি সুস্মিতা দাসের বেঞ্চ সেই নির্দেশই বহাল রাখে। এখন দেখার ভবিষ্যৎ কি হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |