বিক্রম ব্যানার্জী, কলকাতা: মেসারার্সদের 7 গোলের মালা পরিয়ে কলকাতা ফুটবল লিগের এ যাত্রা শুরু করেছিল ইস্টবেঙ্গল। তবে পরবর্তীতে সুরুচি সংঘের সামনে আটকে যায় মশাল ব্রিগেড। ড্র হয় ম্যাচ। যদিও সেই ম্যাচে দলের চোট সমস্যা একেবারে চেপে ধরেছিল লাল হলুদের সাফল্যকে।
তাই দীর্ঘ বিশ্রাম পর্ব কাটিয়ে মঙ্গলবার কলকাতা কাস্টমসের বিরুদ্ধে ম্যাচটা জয় দিয়েই শেষ করতে চান লাল হলুদের ময়দান কোচ বিনো জর্জ। শুধু তাই নয়, এই ম্যাচের হাত ধরেই ঘরোয়া লিগে দলকে ধারাবাহিক সাফল্য পাইয়ে দিতে চাইছেন জর্জ। আর সেই কারণেই ইস্টবেঙ্গলের রোগ-যন্ত্রনা ভোলাতে ডাকা হচ্ছে এক তাবড় ফুটবলারকে।
ইস্টবেঙ্গলের ভেদ শক্তি বাড়াতে ডাকা হচ্ছে এক শক্তিমানকে
ঘরোয়া লিগের সাম্প্রতিক ম্যাচে লাল হলুদকে ভুগিয়েছিল ভেদ শক্তির অভাব। অর্থাৎ বল পায়ে জোরালো আক্রমণে গেলেও প্রতিপক্ষের দুর্গ ভেদ করে গোল করাটা যেন বারংবার ইস্টবেঙ্গলের জন্য চাঁদ ধরার মতোই হয়ে গিয়েছে। মূলত সেই কারণেই, লাল হলুদের রোগ গোড়া থেকে নির্মূল করতে এবার জেসিন টিকেকে দলে ফেরানোর চেষ্টা করছেন কোচ বিনো জর্জ।
আপাতত সূত্রের যা খবর, সব ঠিক থাকলে মঙ্গলবারের ম্যাচে দেখা মিলতে পারে জেসিনের। এদিকে রক্ষণের ভিত মজবুত করতে ইতিমধ্যেই প্রভাত লাকারকে মাঠে নামানোর চিন্তা ভাবনা করছে লাল হলুদ ম্যানেজমেন্ট। শুধু তাই নয়, সুরুচি সংঘের ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি মনোতোষ মাঝিও। তাই কলকাতা কাস্টমসের বিরুদ্ধে জয়ের সরণিতে ফিরতে এবার দলের ব্যর্থতার ফাঁকফোকর ভরাট করতে মরিয়া বিনো জর্জ।
অবশ্যই পড়ুন: সিন্ধু চুক্তির পর আরেক বাঁধ! পাকিস্তানকে আরও কাঁদাতে ৩,১১৯ কোটির ঋণ নিচ্ছে ভারত
উল্লেখ্য, মঙ্গলবার কলকাতা কাস্টমসকে হারানোর লক্ষ্য নিয়েই যেহেতু মাঠে নামছে ইস্টবেঙ্গল, তাই লাল হলুদের মেজাজ থাকবে ঊর্ধ্ব গগনে। যদিও, লাল কার্ড দেখার কারণে এই ম্যাচে উপস্থিত থাকতে পারবেন না সুমন দে। তাই প্রভাত লাকারদের দলে নিয়ে প্রতিপক্ষের শক্তিকে মোচর দিতে চাইছেন লাল হলুদের হেডস্যার। সে প্রসঙ্গেই লাল হলুদের কলকাতা লিগের কোচ বলেন, কলকাতা কাস্টমস যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। তবে আমরাও তৈরি। ম্যাচ হবে শুধুই 3 পয়েন্ট তোলার জন্য।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |