প্রীতি পোদ্দার, কলকাতা: মধ্যপ্রদেশের পর এবার উত্তর প্রদেশ! এবার যোগীরাজ্যে প্রকাশ্যে এল আরও এক বিজেপির নেতার ‘কুকীর্তি’! শ্মশানের ভেতরে এক মহিলার সঙ্গে গাড়িতে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন সেই নেতা। ভিডিও প্রকাশ্যে আসতেই ছি চিৎকার পড়ে যায় এলাকায়। পা ধরে ক্ষমা চাওয়ার আর্জি জানান তিনি।
ভাইরাল ভিডিও
ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার শিকারপুর এলাকায়। সেখানে বিজেপির তফসিলি জাতি মোর্চার জেলা মন্ত্রী রাহুল বাল্মীকি শ্মশানের ভেতরে এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন। আশেপাশের স্থানীয়রা সেই দৃশ্য দেখেই সঙ্গে সঙ্গে যখন ভিডিও করতে শুরু করে, তখন মহিলাটি তাঁর ওড়না দিয়ে মুখ লুকানোর চেষ্টা করেন। অন্যদিকে সেই বিজেপি নেতা ক্ষমা চাইতে গেলে সেই মহিলা ওই নেতার পা ধরে থাকে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।
शमशान घाट में आपत्तिजनक स्थिति में मिले भाजपा के नेताजी…
यूपी के बुलंदशहर के एक शमशान घाट में बीजेपी के अनुसूचित जाति के जिला मोर्चा के मंत्री राहुल वाल्मीकि एक कार में महिला के साथ आपत्तिजनक स्थिति में पकड़े गए…
लोगों ने वीडियो बनाना शुरू किया तो माफी मांगने लगे और महिला… pic.twitter.com/J2j3lAyrFZ
— Kavish Aziz (@azizkavish) July 12, 2025
রাস্তাতেই কুকর্ম বিজেপি নেতার
কিছুদিন আগে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে এক মহিলার সঙ্গে অশ্লীল কাজকর্ম করার অভিযোগ উঠল মধ্যপ্রদেশের মন্দসৌরের এক বিজেপি ‘নেতা’র বিরুদ্ধে। সেই আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই রীতিমত ভাইরাল হয়ে গিয়েছিল। চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হল রাজ্য রাজনীতিতে।
বেশ অস্বস্তিতে পড়েছিল বিজেপি নেতৃত্ব। যদিও বিজেপির মন্দসৌর জেলা সভাপতি রাজেশ দীক্ষিত জানিয়ে ছিলেন যে, “মনোহরলাল বিজেপির সঙ্গে সরাসরি যুক্ত নন। তিনি প্রাথমিক সদস্য নন।”
আরও পড়ুন: পিসিকে বিয়ে ভাইপোর! শাস্তিস্বরূপ লাঙলে বেঁধে নবদম্পতিকে করানো হল হালচাষ
মনোহরলালের স্ত্রী আসলে একজন বিজেপির নেত্রী। মন্দসৌর জেলা পঞ্চায়েতের নির্বাচিত সদস্য তিনি। সেই সুবাদে মনোহরলালও এলাকায় বিজেপি নেতা হিসাবেই পরিচিত ছিল। আর সেই রেশ কাটতে না কাটতেই ফের আর এক বিজেপি নেতার কুকর্ম প্রকাশ্যে এল।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |