বাড়ছে মেট্রো! যাত্রীদের সুবিধার্থে জোকা-মাঝেরহাট মেট্রো নিয়ে বড় সিদ্ধান্ত

Published on:

Authorities increase number of metro trains on Joka-Majherhat metro route

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের যাত্রীদের সুবিধার্থে মেট্রোর সংখ্যা বাড়ছে জোকা-মাঝেরহাট রুটে। জানা যাচ্ছে, আগামী সোমবার থেকেই জোকা-মাঝেরহাট মেট্রো রুটে ট্রেনের সংখ্যা বাড়িয়ে 72 করা হচ্ছে। অর্থাৎ এদিন থেকেই আপ এবং ডাউন লাইন মিলিয়ে মোট 72টি মেট্রো ছুটবে জোকা থেকে মাঝেরহাট রুটের বুক চিড়ে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিজ্ঞপ্তি দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ

শুক্রবার জোকা থেকে মাঝেরহাট রুটে মেট্রোর সংখ্যা বাড়ানো নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী সোমবার থেকে জোকা-মাঝেরহাট রুটে আপ এবং ডাউন লাইন মিলিয়ে 36টি করে মোট 72টি মেট্রো চলবে।

বলে রাখি, আগে এই লাইনে আপ এবং ডাউন দুই বিভাগ মিলিয়ে 31টি করে মোট 62টি মেট্রো চলত। তবে যাত্রীদের সুবিধার্থে এবার এক দুই নয়, একেবারে 10টি মেট্রো বাড়াল কর্তৃপক্ষ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জোকা-মাঝেরহাট মেট্রোর আপ এবং ডাউন ট্রেনের সময়সীমা

মেট্রোর সংখ্যা বাড়ানোর পাশাপাশি জোকা-মাঝেরহাট মেট্রো রুটে বাড়ানো হচ্ছে পরিষেবার সময়সীমাও। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাধারণত মাঝেরহাট মেট্রো স্টেশন থেকে সকাল 7টা 57 মিনিটে প্রথম পরিষেবা শুরু হয়। একইভাবে জোকা স্টেশন থেকে সকালের প্রথম মেট্রো ছাড়ে 8টায়।

অন্যদিকে জোকা এবং মাঝেরহাট দুই স্টেশন থেকেই দিনের শেষ মেট্রো এতদিন রাত 8টায় ছেড়ে যেত। তবে রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তে আগামী সোমবার থেকে সেই সময়টা বাড়িয়ে 8 টা 15 করা হল। অর্থাৎ এবার থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে 15 মিনিট দেরিতে।

অবশ্যই পড়ুন: স্টারলিংকের পরিষেবা শুরুর আগেই ভারতীয়দের বড় উপহার দিলেন মাস্ক! দাম কমল সাবস্ক্রিপশনের

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই জোকা থেকে মাঝেরহাট রুটে মেট্রোর সংখ্যা বাড়ানোর দাবি জানিয়ে এসেছিলেন নিত্যযাত্রীরা। তবে শুরুতে সেই দাবি খুব একটা আমলে নেয়নি রেল কর্তৃপক্ষ! শেষ পর্যন্ত চলতি বছরের জুলাইতে পৌঁছেই মেট্রো যাত্রীদের দাবিতে সিলমোহর ঠুকে মেট্রোর সংখ্যা বাড়ানোর পাশাপাশি পরিষেবার সময়সীমাও বাড়িয়ে দিল কর্তৃপক্ষ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group