নদীয়ার পর জলপাইগুড়ি! ভিন ধর্মের যুবককে বিয়ে করায় জীবিত মেয়ের শ্রাদ্ধ পরিবারের

Published on:

Rajganj

প্রীতি পোদ্দার, কলকাতা: ধর্ম নয়, প্রেমিকের প্রতি ভালোবাসার টানে ঘর ছেড়েছে মেয়ে! আর এই সম্পর্কে ছিল না পরিবারের মতামত। কিন্তু ভালোবাসা তো বাধা মানে না কখনও! তাই পরিবারের অমতেই প্রেমিককে বিয়ে করেছিল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের এই ২৬ বছরের মেয়ে। এদিকে মেয়ের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে পরিবারের তরফ থেকে নেওয়া হল এক বড় পদক্ষেপ। জীবিত অবস্থায় সৎকারের বন্দোবস্ত বাবা মায়ের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঘটনাটি কী?

ভিন্ন ধর্মে ভালোবাসার ঘটনা প্রায়শই ঘটতে দেখা যায়। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের ভূটকিরহাট এলাকায়। সেখানকার দে পরিবারের একমাত্র মেয়ে নেহা ধর্ম, জাতপাত বিচার না করে পরিবারের অমতে ২৬ বছর বয়সে পালিয়ে বিয়ে করেছিলেন অন্য ধর্মের ছেলেকে। যা নিয়ে গভীরভাবে মর্মাহত সকলে।

সমাজে এই নিয়ে মুখ দেখানো পরিবারের কাছে একপ্রকার অসহ্যকর হতে উঠেছিল। যার দরুন এবার একমাত্র মেয়ের প্রতি পরিবারের সকলের মান অভিমানের পাহাড় জমতে থাকে। তাতেই নিয়ে নেওয়া হয় বড় সিদ্ধান্ত।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জীবন্ত মেয়ের শ্রাদ্ধানুষ্ঠান

পরিবারের অমতে ভিন ধর্মের ছেলের সঙ্গে প্রেম, বিয়ে করায় নেহার উপর নেমে আসে শাস্তির খাঁড়া! পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, তরুণীর সমস্ত ছবি, জামাকাপড়, বই ও গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়িয়ে ফেলা হয়। এমনকি মেয়ের শেষ স্মৃতিচিহ্ন টুকুও মুছে ফেলতে রীতিমতো শ্রাদ্ধানুষ্ঠান করে গোটা পরিবার। ঘোষণা করে, ‘মেয়ে তাদের কাছে আজ থেকে মৃত।’ এদিন নেহার বাবা নারায়ণ দে জানান, “ আজ সৎকার করলাম, আগামীকাল শ্রাদ্ধ শান্তি সারবো।”

আরও পড়ুন: বৃদ্ধ হচ্ছে হাওড়া ব্রিজ, বিপদে রয়েছে শতাব্দী প্রাচীন সেতু? প্রকাশ্যে ভয়ঙ্কর রিপোর্ট

অন্যদিকে পরিবারের এই ঘটনায় রীতিমত তাজ্জব অবস্থা আশপাশের স্থানীয়দের। পরিবারের এমন কাণ্ডে প্রতিক্রিয়া দিতে গিয়ে একেবারে দ্বিধাবিভক্ত পড়শিরা। কেউ কেউ ওই পরিবারের পাশে দাঁড়ালেও অনেকেই পছন্দের পাত্রকে বিয়ে করায় জীবিত মেয়ের শ্রাদ্ধের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। সবমিলিয়ে এই ঘটনা সমাজে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। যদিও এর আগে এই ধরনের অনেক ঘটনাই খবরের পাতায় উঠে এসেছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group