প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে ভারী বৃষ্টির দাপট কমেছে রাজ্যে। মাঝে মাঝে রোদের দেখা পাওয়া যাচ্ছে। এ দিকে সপ্তাহজুড়ে হাজারো ব্যস্ততার পরে উইকএন্ডে অনেকেই পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছেন। কিন্তু গত কয়েকদিন ধরে যে ভাবে বৃষ্টি হয়েছে সেই কথা ভেবে অনেকেই নিজেদের প্ল্যান বাতিলের কথা ভাবছেন। তাই ঘুরতে যাওয়ার আগে একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
হাওয়া অফিস সূত্রের খবর, ধীরে ধীরে নিম্নচাপ ছত্তিসগড়ে শক্তি হারাচ্ছে। যার দরুন আজ রাজ্যে বৃষ্টির প্রভাব অনেকটাই কমেছে। তবে পুরোপুরি বৃষ্টি দুর্যোগ এখনও কাটেনি। যার অন্যতম প্রধান কারণ হল মৌসুমি বায়ু। এই বায়ুর জন্য বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে একাধিক জেলায়। তার সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। জানা যাচ্ছে আগামীকাল থেকে ফের বাড়বে বৃষ্টি।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টি হয়েই চলেছে বিগত কয়েকদিন ধরেই। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামীকালও অর্থাৎ রবিবার, বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে জেলায় জেলায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টি থেকে হালকা বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে সমুদ্রে পরিস্থিতি আপাতত স্বাভাবিক থাকবে। মৎস্যজীবীদের জন্য আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি।
আরও পড়ুন: অনুমোদন কমল তিনগুন! বিভিন্ন প্রকল্পের খরচে লাগাম টানল পশ্চিমবঙ্গ সরকার
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামীকাল অর্থাৎ রবিবার, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগামীকাল, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়াও বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |