সৌভিক মুখার্জী, কলকাতা: মেয়েদের স্বপ্ন পূরণ করার জন্য রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রকম জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে থাকে। লক্ষ্য একটাই, যাতে কোনও কারণে আর্থিকভাবে চাপের সম্মুখীন হয়ে মেয়েদের স্বপ্ন না ভেঙে যায় এবং তারা স্বাবলম্বী হতে পারে! আর ঠিক সেই ভাবনা থেকেই দিল্লি সরকার লাডলি যোজনার (Ladli Yojana) নামের এক বিরাট প্রকল্প চালিয়ে আসছে।
কী এই লাডলি যোজনা?
আসলে এই প্রকল্পটি 2008 সালের 1 জানুয়ারি দিল্লি সরকারের মহিলা এবং শিশু উন্নয়ন দপ্তর শুরু করেছিল। মূল উদ্দেশ্য ছিল, মেয়েদের উৎসাহিত করে তোলা এবং তাদের শিক্ষিত করে ভবিষ্যৎকে আর্থিকভাবে সুরক্ষিত করা। আর বর্তমান সময়ে দিল্লির বহু পরিবার এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছে। বিশেষ করে সেই সমস্ত পরিবার, যাদের আয় খুবই সীমিত এবং আর্থিক অনটনের মধ্য দিয়ে যেতে হয়।
কত টাকা মেলে এই প্রকল্পে?
জানা যাচ্ছে, যখন কোনও কন্যা সন্তানের জন্ম হয়, তখনই তার নামে সরাসরি 10,000 টাকা বা 11,000 টাকা জমা পড়ে নির্দিষ্ট ইন্সুরেন্স স্কিমে। এরপর মেয়েটি যখন ক্লাস ওয়ান, সিক্স, নাইন, ইলেভেন বা টুয়েলভে ভর্তি হয়, তখন ধাপে ধাপে 5000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। আর সব মিলিয়ে সেই মেয়ে 18 বছর বয়সে যদি দশম শ্রেণী পাস করে থাকে, তাহলে সমস্ত টাকা সুদসহ তাঁর হাতে ফেরত দেওয়া হয়।
কীভাবে আবেদন করবেন?
দিল্লি সরকারের এই প্রকল্পে আপনি চাইলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর জন্য https://edistrict.delhigovt.nic.in ওয়েবসাইটে যেতে হবে। তারপর নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—
- প্রথমে ‘Citizen Corner’ অপশনে গিয়ে New User অপশনটিতে ক্লিক করুন।
- এরপর আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিন।
- এরপর মোবাইল এবং ইমেইল আইডি সঠিকভাবে দিন। কারণ সেখানেই যাবতীয় লগইনের তথ্য পাঠানো হবে।
- এরপর লগইন আইডি দিয়ে লগইন করুন।
- তারপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
- তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট করে দিন।
আরও পড়ুনঃ SBI, PNB নাকি BoB! ৫ বছরের ফিক্সড ডিপোজিটে কোন ব্যাঙ্ক বেশি রিটার্ন দিচ্ছে?
তবে হ্যাঁ, জানিয়ে রাখি, এখানে অফলাইনে আবেদন করারও সুযোগ থাকছে। অফলাইনে আবেদন করতে চাইলে নিকটস্থ মহিলা বা শিশু উন্নয়ন দপ্তর, দিল্লি সরকারের জেলা অফিস বা কোনো সরকারি বিদ্যালয় থেকে অফলাইনের আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। তারপর সেটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যুক্ত করে সেখানেই জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |