প্রীতি পোদ্দার, কলকাতা: যাত্রী নিরাপত্তাকে একেবারে আঁটোসাঁটো করতে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল। জানা গিয়েছে লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার ট্রেনের সব কোচেই সিসিটিভি ক্যামেরা বসিয়ে পরীক্ষামূলক ভাবে নিরাপত্তা অভিযান সারতে চলেছে রেলওয়ে। এতদিন শুধুমাত্র বন্দে ভারত, অমৃত ভারত ও বন্দে মেট্রো ট্রেনেই ক্যামেরা ছিল। তবে এবার থেকে সেই সুবিধা সব ট্রেনেই চালু হতে চলেছে।
বিবৃতি জারি রেল মন্ত্রকের!
গতকাল অর্থাৎ রবিবার, ১৩ জুলাই বিকেল ৪ টে ২ মিনিটে রেল মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে স্পষ্ট জানানো হয়েছে যে, যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এবং যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার ক্ষেত্রে দুষ্কৃতীদের ধরতে প্রায় সব ট্রেনের কামরাতেই সিসিটিভি লাগাতে চলেছে রেল। ইতিমধ্যেই উত্তর রেলের আওতায় থাকা লোকো ইঞ্জিন এবং কামরায় পরীক্ষামূলক ভাবে সিসি ক্যামেরা লাগানোর প্রক্রিয়া শেষ হয়েছে। সূত্রের খবর, প্রতিটি কোচে চারটি করে সিসিটিভি ক্যামেরা বাসানো হবে।
৭৪ হাজার কোচে সিসি ক্যামেরা!
এছাড়াও রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, প্রতিটি ইঞ্জিনে ছ’টি সিসিটিভি বসানো হবে। এমনকী সিসিটিভি গুলি উন্নতমানের। ট্রেনগুলি ১০০ কিমি গতিতে যাতায়াত করলেও উন্নতমানের ছবি পাওয়া যাবে বলে জানা গিয়েছে। গত শনিবার অর্থাৎ ১২ জুলাই রেলমন্ত্রী বৈষ্ণব এবং রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু রেলের কামরা এবং লোকোমোটিভে সিসি ক্যামেরা লাগানোর কাজ খতিয়ে দেখেন। তাঁদের সঙ্গে ছিলেন রেল বোর্ডের কর্তারাও। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৫ হাজার লোকোমোটিভ এবং ৭৪ হাজার কোচে সিসি ক্যামেরা লাগানো হবে।
আরও পড়ুন: রাজ্যকে না জানিয়েই জল ছাড়ছে DVC! দক্ষিণবঙ্গে ফের বন্যাতঙ্ক, তিন জেলায় সতর্কতা
মাইক্রোফোনও বসানো হবে
রেলের দেওয়া বিবৃতি সূত্রে জানা গিয়েছে, প্রতিটি লোকোমোটিভে মোট ছ’টি ক্যামেরা থাকবে। এবং ট্রেনের সামনে, পেছনে, দুই পাশে এবং প্রতিটি কামরার ভেতরে একটি করে ডোম ক্যামেরা ও দুটি ডেস্ক মাউন্টেড মাইক্রোফোন বসানো হবে। সেক্ষেত্রে ক্যামেরা শুধুমাত্র যাত্রীদের গোপনীয়তা বজায় রাখবে।
জানা গিয়েছে ক্যামেরাগুলি সাধারণত চলাচলের জায়গা ও দরজার কাছে বসানো হবে। কিন্তু এই উন্নতমূলক কাজের মাঝেও একাধিক প্রশ্ন বিতর্ক উঠে আসছে। যেখানে একাধিক জায়গায় একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটছে সেখানে ‘কবচ’ প্রকল্পকে বাস্তবায়িত না করে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও এই নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি কেন্দ্রীয় রেলমন্ত্রী।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |