গতি ১০ লক্ষ জিবি প্রতি সেকেন্ড! ইন্টারনেটে বিশ্ব রেকর্ড গড়ল জাপান

Published on:

Updated on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্টারনেট সম্পর্কিত ধারণাই বদলে দিল জাপান। একটা সময় যা করে দেখানো সম্ভব নয় বলেই ভাবত বিশ্ববাসী, এবার সেই অসাধ্য সাধন করল উদীয়মান সূর্যের দেশ। সবচেয়ে দ্রুততম ইন্টারনেট ব্যবস্থা চালু করে বিশ্ব রেকর্ড গড়লেন দেশটির গবেষকরা। জানলে অবাক হবেন, জাপানে এক পয়েন্ট শূন্য দুই পেটাবাইট প্রতি সেকেন্ড গতিতে ছুটবে ইন্টারনেট। যা দিয়ে সেকেন্ডের ব্যবধানে নেটফ্লিক্সের একাধিক ভিডিও, গান এমনকি হাই রেজোলিউশনের গেমও ডাউনলোড করা সম্ভব হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অভাবনীয় রেকর্ড গড়ল জাপান

ET-র রিপোর্ট অনুযায়ী, গত জুন মাসে জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি এই অসাধ্য সাধন করেছে। মূলত গবেষকদের হাত ধরেই প্রতি সেকেন্ডে 10 লক্ষ 20 হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করা গিয়েছে বলেই খবর। যা থেকে বর্তমানে বিশ্ব দরবারে বিরাট দৃষ্টান্ত তৈরি করে ফেলেছে বৃহৎ অর্থনীতির দেশটি।

কীভাবে অসম্ভবকে সম্ভব করে দেখালো জাপান?

প্রথমেই বলি, জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির গবেষকরা ইন্টারনেটের দুনিয়ায় বিপ্লব ঘটাতে দীর্ঘ বহু বছর ধরে পরিশ্রম করে আসছেন। আর সেই হাড় ভাঙা খাটনির ফল এবার হাতেনাতে পেল জাপান। রিপোর্ট অনুযায়ী, সাধারণ মাপের ফাইবার অপটিক তার ব্যবহার করেই এমন ঘটনা ঘটিয়েছে NICT।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, গবেষকরা অনেক মাথা খাটিয়ে ওই তারের মধ্যে থেকে 50টিরও বেশি আলাদা আলাদা আলোক তরঙ্গ দৈর্ঘ্য এবং চারটি বিশেষ কোর ব্যবহার করেছিলেন। আর তারপরই ঘটে এক আশ্চর্যজনক ঘটনা। রিপোর্ট বলছে, ফাইবার অপটিক তারের মধ্যে থেকে চারটি বিশেষ কোর সহ আলোক তরঙ্গের মাধ্যমে ইন্টারনেটের গতি 51 কিলোমিটারেরও বেশি দূরত্ব পর্যন্ত ধরে রাখা সম্ভব হয়েছে।

সমস্যা মিটবে কয়েক সেকেন্ডেই

রিপোর্ট অনুসারে, জাপানে আবিষ্কৃত ইন্টারনেটের এই নয়া গতি কয়েক সেকেন্ডের মধ্যেই যেকোনও হাই রেজোলিউশনের গেম, ভারী ফাইল, হাই রেজোলিউশনের ভিডিও ডিভাইস ডাউনলোড করা সম্ভব হবে। বলা বাহুল্য, ইন্টারনেটের এই গতি ব্যবহার করে কোনও রকম ঝঞ্ঝাট ছাড়াই 8K আল্ট্রা এইচডি ভিডিও স্ট্রিমিং করা সম্ভব। শুধু কি তাই? একেবারেই না।

বিশেষজ্ঞরা বলছেন, এক পয়েন্ট শূন্য দুই পেটাবাইট গতিকে কাজে লাগিয়ে প্রতি সেকেন্ড 1 লক্ষ 7 হাজার 500 বছরের মতো গান, ছবি, ভিডিও ডাউনলোড করে নেওয়া যাবে। সেই সাথে উইকিপিডিয়ার সমস্ত তথ্য ডাউনলোড করার পাশাপাশি মাত্র এক সেকেন্ডে 25 বার নেটফ্লিক্সের সমস্ত ভিডিও ডাউনলোড করে নেওয়া সম্ভব হবে।

অবশ্যই পড়ুন: লর্ডসে দুর্ধর্ষ লড়াই! ইংল্যান্ডকে বধ করতে পারলেই ৩৯ বছরের ইতিহাস বদলে দেবে ভারত

প্রসঙ্গত, জাপানে ইন্টারনেটের অভাবনীয় গতির এই আবিষ্কার গোটা বিশ্ববাসীকে চমকে দিলেও দুঃখের বিষয়, এখনই এই ইন্টারনেটের সুবিধা পাবেন না সাধারণ মানুষ। আসলে গ্রাহকরা যে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে থাকেন সেটি এখনও টেরাবিটের গতিতেই পৌঁছতে পারেনি, কাজেই পেটাবাইটের কাছাকাছি যাওয়া তো দূর কি বাত। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, সময় লাগলেও আগামী দিনে ইন্টারনেটের এই গতিকে কাজে লাগিয়ে গোটা বিশ্বের ইন্টারনেট সম্পর্কিত সমস্যা মিটিয়ে দেওয়া যাবে! বদলে যাবে ইন্টারনেট সম্পর্কিত ধারণাটাই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group