প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরতেই ২০২৬ এই শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন। তাইতো এখনই রণভূমিতে নেমে পড়েছে প্রতিটি রাজনৈতিক দলের সারথিরা। কিন্তু এই আবহে বেজায় ঝঞ্ঝাটে পড়লেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। সাসপেনশনের মেয়াদ কাটতে না কাটতেই ফের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তাঁর বেশ কিছু আপত্তিকর ছবি ও হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে তৈরী হল এক নয়া বিতর্ক। এমতাবস্থায় এবার এই নিয়ে মুখ খুললেন বাম নেতা তন্ময় ভট্টাচার্য।
ঘটনাটি কী?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বামপন্থী নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে এক বিতর্কিত ফেসবুক পোস্ট উঠে এসেছে। যেখানে কিছু ওয়াটস্অ্যাপ চ্যাট ও তন্ময় ভট্টাচার্যের হাঁটুর বয়সী কয়েকজন নারীর সঙ্গে অন্তরঙ্গ ছবি দেখা গিয়েছে। শুধু তাই নয় তাঁদের সঙ্গে তন্ময় বাবুর অশালীন বা সমাজবিরোধী কিছু মন্তব্যও করতে দেখা গিয়েছে। এদিকে এ পোস্ট ভাইরাল হতেই সিপিএম-এর অন্দরে তৈরি হয়েছে চাপানউতোর পরিস্থিতি। আর এবার সেই নিয়ে মুখ খুললেন খবরের চর্চায় উঠে আসা এই বাম নেতা।
কী বলছেন তন্ময় ভট্টাচার্য?
The Wall এর রিপোর্ট অনুযায়ী, এই বিষয়ে সংবাদ মাধ্যমের তরফে তন্ময় ভট্টাচার্যকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, “এ ব্যাপারে আমি এখনই কিছু মন্তব্য করতে চাই না। যা বলার আইন বলবে, কোর্ট বলবে।” অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় তন্ময়কে নিয়ে যে পুনরায় চর্চা চলছে তা নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর ঠিক কী প্রতিক্রিয়া, তা জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে সুজন বাবু জানান, “আমি এমন কিছু শুনিনি বা জানি না। সোশ্যাল মিডিয়ায় কী হচ্ছে তা তো সবসময় আমি দেখি না! আমি কিচ্ছু জানি না।”
মহিলা সাংবাদিকের সঙ্গে অভব্য আচরণ তন্ময়ের!
এছাড়াও সুজন চক্রবর্তী আরও জানান যে, “সোশ্যাল মিডিয়ায় কিছু একটা দাবি করা হচ্ছে মানেই সেটাকে অন্ধের মত বিশ্বাস করতে হবে তাও নয়। যদিও একবার অভিযোগ এসেছিল, তখন দল তাঁকে সাসপেন্ড করেছিল। নতুন করে কী হয়েছে না হয়েছে তা জানা নেই।”
এদিকে ঘটনাসূত্রে জানা গিয়েছে, গত বছর অর্থাৎ ২০২৪ এর ২৭ অক্টোবর, এক মহিলা সাংবাদিকের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠেছিল সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে। যা নিয়ে রীতিমত এক রাজনৈতিক তরজা শুরু হয়েছিল। অনেকেই তন্ময়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ায় বাধ্য হয়েই দলের তরফ থেকে তাঁকে সাসপেন্ড করে দিয়েছিল।
আরও পড়ুন: ক্ষতিগ্রস্ত কিডনি, চলছে ডায়ালিসিস! অত্যন্ত সঙ্কটজনক অবস্থা ওড়িশার কলেজের ছাত্রীর
৬ মাসের জন্য সাসপেন্ড হন তন্ময়
এরপর মহিলা সাংবাদিকের করা অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গড়েছিল সিপিএম। সেই সময় জানা গিয়েছিল, মহিলা সাংবাদিককে হেনস্থার ঘটনায় দলের প্রাক্তন এই বিধায়কের বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া না গেলেও তাঁর বিরুদ্ধে আগে এই ধরনের আচরণের প্রমাণ মিলেছে। তাই, সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলী তন্ময়কে ৬ মাস সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়।
এরপর গত মাসের শেষের দিকে অর্থাৎ জুনের শেষদিকে সাসপেনশনের মেয়াদ শেষ হতেই সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য দলের সদস্যপদ ফিরে পেয়েছেন। এরই মধ্যে আবার নির্বাচনের আগে নতুন করে চর্চা নিয়ে বিপাকে পড়েছে দল।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |