ভারতীয় ফুটবল দলের কোচ হতে চান খালিদ জামিল! জমা দিলেন আবেদনপত্র

Published on:

Khalid Jamil applies for Indian football team head coach position

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ফুটবলের আকাশে ক্রমশ ঘনাচ্ছে অন্ধকার। আপাতত মাথার ছাদ হারিয়েছে জাতীয় ফুটবল দল। মানোলো মার্কেজের দায়িত্ব ছাড়ার পর থেকেই বারংবার প্রশ্ন উঠছে, এখন সুনীল ছেত্রীদের দায়িত্ব কে নেবেন? যদিও, বিদেশি কোচের বিদায়ের পরই তড়িঘড়ি নতুন কোচের জন্য বিজ্ঞাপন দিয়েছিল ফেডারেশন। সেই মতোই 13 জুলাই আবেদনের শেষ তারিখ পর্যন্ত জমা পড়েছে একাধিক আবেদনপত্র।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দেশ-বিদেশ মিলিয়ে বহু ফুটবল মহারথী, ভারতীয় ফুটবলের দায়িত্ব পেতে মুখিয়ে। তবে সেসবের মাঝেই, উঠে আসছে মন ভাল করা খবর। আসলে বিগত দিনগুলিতে জল্পনা বেড়েছিল, ভারতীয় ফুটবল দলের পরবর্তী হেড কোচ হতে পারেন জামশেদপুর এফসির হেডস্যার খালিদ জামিল। অনেকেই বলেছিলেন, বিদেশিদের বাদ দিয়ে স্বদেশীদের ওপরই আস্থা রাখা হোক। এবার সেই সূত্র ধরেই এল খুশির খবর। ভারতীয় ক্রীড়া সংবাদ মাধ্যম Khel Now-এর রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ হতে চেয়ে আবেদনপত্র জমা দিয়েছেন জামিল।

শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ফেডারেশন

রিপোর্ট বলছে, ভারতীয় ফুটবল দলের দায়িত্ব পেতে আবেদনপত্র জমা দিয়েছেন একাধিক স্বদেশী। গত রবিবার শেষ আবেদনপত্র জমা পড়ার পর এবার সুনীল ছেত্রীদের হেড কোচ কে হবেন তা নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা। যদিও সেই উত্তর জানাবে ফেডারেশন। তবে সেজন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে ভক্তদের। আপাতত যা খবর, ভারতীয় ফুটবল দলের প্রধান কোচের জন্য যেসব আবেদন পত্র জমা পড়েছে সেগুলি মূল্যায়ন করতে মোটামুটি 10 থেকে 12 দিন সময় লাগবে ফেডারেশনের।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সেই মূল্যায়ন পর্ব শেষ হলেই টেকনিক্যাল কমিটি একটি সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত করবে। এরপর সেই তালিকা পৌঁছে যাবে কার্জ নির্বাহী কমিটির কাছে। পরবর্তীতে তাদের তরফে সবুজ সংকেতের পরই সমস্ত দিক খতিয়ে দেখে ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে একজন দক্ষ ব্যক্তিকে বেছে নেমে ফেডারেশন। তবে এসবের মাঝেই, জল্পনা বেড়েছে খালিদ জামিলকে নিয়ে। ভারতীয় ফুটবল ভক্তদের অনেকেই মনে করছেন, হয়তো প্রধান কোচ হওয়ার দৌঁড়ে ফেডারেশনের চূড়ান্ত পরীক্ষায় উতরে যাবেন তিনি।

প্রধান কোচ হওয়ার যোগ্যতায় কতটা এগিয়ে জামিল?

কুয়েতে জন্ম গ্রহণকারী খালিদ জামিল ভারতীয় আন্তর্জাতিক ফুটবলারদের মধ্যে অন্যতম। বলা বাহুল্য, 1997 সালে মাহিন্দ্রা ইউনাইটেডের হয়ে পেশাদার কেরিয়ারে হাতেখড়ি হয়েছিল জামিলের। পরবর্তীতে এয়ার ইন্ডিয়ার হয়েও খেলেছেন জামিল। তবে পরে মুম্বই এফসিতে খেললেও চোটের কারণে অবসর নিতে হয়েছিল তাঁকে। আর সেখান থেকেই যাত্রা শুরু হয় খালিদের কোচিং কেরিয়ারের।

খালিদ জামিলের কোচিং কেরিয়ার

2009 সালে মাত্র 32 বছর বয়সী জামিল প্রথমবারের জন্য মুম্বই এফসির হয়ে কোচিং কেরিয়ার শুরু করেন। অনেকেই হয়তো জানেন, দীর্ঘ 8 মরসুম একাধিক প্রতিকূলতার মধ্যেও আই লিগে মুম্বই এফসিকে টিকিয়ে রেখেছিলেন তিনি। যার জন্য, বহু প্রশংসা কুড়িয়েছেন এই ভারতীয় তারকা। তবে পরবর্তীতে 2017 সালে আইজল এফসির দায়িত্ব নেন খালিদ। তাঁর দায়িত্ব গ্রহণের পরই 2016-17 মরসুমে উত্তর-পূর্ব ভারতের প্রথম ক্লাব হিসেবে আই লিগে শিরোপা জিতেছিল আইজল এফসি।

অবশ্যই পড়ুন: ভারতের সর্বকনিষ্ঠ উইকেটশিকারী! বল হাতে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

তবে শুধু আইজল এফসি নয়, 2020-21 মরসুমে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নর্থইস্ট ইউনাইটেডের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন খালিদ। সেবার তাঁর তত্ত্বাবধানে টানা 10 ম্যাচে অপরাজিত ছিল নর্থইস্ট ইউনাইটেড। আর এর পরই ভারতীয় কোচ হিসেবে ইন্ডিয়ান সুপার লিগের শক্তিশালী দল জামশেদপুরের দায়িত্ব গ্রহণ করেন খালিদ জামিল।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, 2024-25 মরসুমে এই জামিলের কোচিংয়েই ইন্ডিয়ান সুপার লিগের প্লে অফে পৌঁছেছিল জামশেদপুর। তাছাড়াও জামিলের নেতৃত্বেই সুপার কাপের ফাইনালেও পৌঁছেছিল দলটি। যার জেরে AIFF পুরুষদের বর্ষসেরা ফুটবল কোচের সম্মানও জিতেছিলেন তিনি। আর এইসব সাফল্যকে সামনে রেখেই ওয়াকিবহাল মহল বলছে, আবেদনপত্র খতিয়ে দেখে হয়তো জামিলকেই ভারতীয় দলের প্রধান কোচ করা হতে পারে!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group