ভারতের সবথেকে পুরনো বাঁধ, দাঁড়িয়ে রয়েছে ২০০০ বছর ধরে

Published on:

Updated on:

Kallanai Dam is the oldest dam of India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের আনাচে-কানাচে ইতিহাসের ছড়াছড়ি। একেবারে জন্ম লগ্ন থেকেই ঐতিহাসিক স্থাপত্যগুলির সাথে ভারতের সম্পর্ক এক প্রকার রক্তেরই। নানান ঐতিহাসিক স্থাপত্যে ভরপুর এদেশ। তবে অনেকেই হয়তো জানেন না, দক্ষিণ ভারতের বুকের ওপর আনুমানিক 2000 বছরেরও বেশি সময় ধরে সোজা দাঁড়িয়ে রয়েছে কাল্লানাই বাঁধ যা গ্র্যান্ড আনিকট নামেও পরিচিত। হ্যাঁ, এটিই ভারতের সবচেয়ে প্রাচীনতম বাঁধ। কাবেরী নদীর ওপর নির্মিত তামিলনাড়ুর এই প্রাচীন বাঁধটির বিশেষত্ব কী? রইল বিস্তারিত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বাঁধ তৈরি হয়েছিল 150 খ্রিস্টাব্দে

উইকিপিডিয়া ঘেঁটে জানা গেল, ভারতের প্রাচীনতম বাঁধ তথা বিশ্বের চতুর্থ প্রাচীনতম জল নিয়ন্ত্রণকারী কাঠামো হিসেবে পরিচিত এই বাঁধ তৈরি হয়েছিল 150 খ্রিস্টাব্দে। বলা বাহুল্য, চোল রাজ বংশের রাজা কারিকালা চোলের রাজত্বকালে নির্মিত হয় এই ঐতিহাসিক বাঁধটি। না বললেই নয়, রাজা কারিকালা তামিলনাড়ু শাসনকারী সম্রাটদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সম্রাট ছিলেন।

তবে এ সব তো গেল ইতিহাসের কথা। কিন্তু প্রশ্ন থেকে যায় ভারতের এই প্রাচীনতম বাঁধটি ঠিক কোন কারণে তৈরি করা হয়েছিল? এমন অনেকেই রয়েছেন, যাঁরা দেশের প্রাচীনতম বাঁধ সম্পর্কে অল্প বিস্তর জানলেও এটি নির্মাণের নেপথ্যে লুকিয়ে থাকা কারণ জানেন না। আজকের প্রতিবেদনে রইল সেই সব তথ্য।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কোন উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছিল এই বাঁধ?

খোঁজ নিয়ে জানা গেল, তামিলনাড়ুর কৃষিকাজে ব্যবহৃত নদীর জলকে ধরে রাখতেই তৈরি করা হয়েছিল এই প্রাচীনতম বাঁধটি। আসলে এই বাঁধ তৈরির আরেক বড় কারণ ছিল পরোক্ষভাবে বন্যা নিয়ন্ত্রণ। শোনা যায়, সম্রাট কারিকালা অনেক ভেবেচিন্তে এই বাঁধটি নির্মাণ করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন, কাবেরী নদী প্রায়শই প্লাবিত হয়ে পড়ে, কাজেই বছর বছর এমন ঘটনা ঘটলে স্থানীয় বাসিন্দারা বন্যা থেকে পার পাবেন না। মূলত সেই কারণেই কাবেরী নদীর ওপর তৈরি হয় বিশ্বের চতুর্থ প্রাচীনতম বাঁধটি।

বাঁধটির বিশেষত্ব

কাবেরী নদীর ওপর নির্মিত কাল্লানাই বাঁধটির সবচেয়ে বড় বিশেষত্ব এর বয়স। একাধিক রিপোর্ট অনুযায়ী, এই বাঁধের বয়স আনুমানিক 2000 বছরেরও বেশি। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, বাঁধটির বয়স 2000 বছর পেরিয়ে যাওয়া সত্ত্বেও সেটি আজও একইভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু কীভাবে?

জানা যায়, বাঁধটি তৈরির সময় কাবেরী নদীতে একাধিক বড় আকারের পাথর নিয়ে আসা হয়েছিল। তবে পরবর্তীতে প্রবল জলস্রোতের কারণে পাথরগুলির ক্ষয় ধীরে ধীরে বাড়তে থাকে। বিশেষজ্ঞরা তা বুঝতে পেরেই, ওই পাথরগুলির ওপর কাদামাটির মিশ্রণ যা জলে দ্রবনীয় নয় এমন এক ধরনের প্রলেপ চাপিয়ে দেন।

পরবর্তীতে ওই কাদামাটির মিশ্রণটি আঠালো পদার্থে পরিণত হওয়ায় পাথরগুলিকে একসাথে সংযুক্ত করে বছরের পর বছর ধরে রেখেছে। বিশেষজ্ঞরা বলছেন, 2000 বছরেরও বেশি সময় ধরে বাঁধটি একভাবে দাঁড়িয়ে থাকার নেপথ্যে একমাত্র কারণ তামিলনাড়ুর প্রযুক্তি জ্ঞান।

অবশ্যই পড়ুন: শেষ হল অপেক্ষা! মহাকাশে ১৮ দিন কাটিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরলেন শুভাংশু শুক্লা

প্রসঙ্গত, 19 শতকে ব্রিটিশরা তামিলনাড়ুর ঐতিহ্য তথা ভারতের প্রাচীনতম কাল্লানাই বাঁধটি পরিদর্শন করেন। সেই সময়ে বাঁধটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে সেটিকে উঁচু করার পরামর্শ দিয়েছিলেন বিশেষজ্ঞরা। আর তা শুনেই বাঁধটির উচ্চতা 69 সেন্টিমিটার পর্যন্ত বাড়ানো হয়েছিল।

বলা বাহুল্য, সেই থেকেই দীর্ঘ 2000 বছরেরও বেশি সময় কাটিয়ে আজও ঠাঁয় দাঁড়িয়ে রয়েছে তামিলনাড়ুর কাল্লানাই বাঁধ। উল্লেখ্য, ভারতের এই প্রাচীনতম বাঁধটি তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলায় অবস্থিত। যা তিরুচিরাপল্লী থেকে 15 কিমি এবং তাঞ্জাভুর থেকে 45 কিমি দূরত্বে অবস্থিত।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group