প্রথম মৌসুমী নিম্নচাপের জেরে তেড়ে বৃষ্টি দক্ষিণবঙ্গের ৬ জেলায়, আজকের আবহাওয়া

Published on:

weather today

সহেলি মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই বাংলায় নিম্নচাপের দাপট বাড়ছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরী হওয়া গভীর নিম্নচাপটি ক্রমেই শক্তি বাড়াচ্ছে। এর জেরে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলির হাল বেহাল হচ্ছে। প্রতিদিন কালো মেঘে ঢাকা থাকা আকাশ সঙ্গে মুষলধারে চলা বৃষ্টি দেখে ঘুম ভাঙছে। হাওয়া অফিস জানাচ্ছে, আজ বুধবারও  গভীর নিম্নচাপের জেরে  মুষলধারে বৃষ্টিপাত চলতে পারে। জেনে নিন আজকের আবহাওয়া (Weather Today)। 

জানলে অবাক হবেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ রয়েছে। অন্যদিকে মধ্যপ্রদেশের নিম্নচাপ শক্তি বাড়িয়ে রাজস্থানে রয়েছে। বঙ্গোপসাগরের নিম্নচাপের উপর আছ মৌসুমী অক্ষরেখা। এর ফলে এই মরশুমে প্রথম মৌসুমী নিম্নচাপ তৈরি হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি খারাপ। সারা সপ্তাহ এই বৃষ্টি চলবে বলে খবর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

গভীর নিম্নচাপের প্রভাবে আপাতত বাংলায় দুর্যোগ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার কেমন থাকবে সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া? এই বিষয়ে হাওয়া অফিসের তরফে জারি করে বুলেটিন অনুযায়ী, এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। মৌসম ভবন জানিয়েছে, ভারী বৃষ্টির তীব্র সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলায়।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আগামীকালের আবহাওয়া

বৃহস্পতিবারও বৃষ্টি চলবে জেলায় জেলায়। এদিন বৃষ্টি নামবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, নদীয়া, কলকাতা, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টি হতে পারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥