রেললাইনের নাট খোলা, আওয়াজ শুনে ফেসবুক লাইভ যুবকের, রোখা গেল বড়সড় দুর্ঘটনা

Published on:

Prevent Rail Accident In Alipurduar

প্রীতি পোদ্দার, কলকাতা: হঠাৎ ট্রেন যাওয়ার পর রেললাইন থেকে ভেসে এল এক অদ্ভুত খটখট শব্দ! কৌতূহল বাড়তেই কাছে গিয়ে দেখা গেল রেল লাইনের সংযোগস্থলে নাট-বল্টু খোলা! সঙ্গে সঙ্গে দুর্ঘটনার আশঙ্কায় এক যুবক সামাজিক মাধ্যমে লাইভ ভিডিও শুরু করেন। আর সেই ভিডিও পোস্ট হতেই কালবিলম্ব না করে ঘটনাস্থলে ছুটে এসে তড়িঘড়ি নাট লাগিয়ে দিলেন রেলকর্মীরা। রোখা গেল বড়সড় দুর্ঘটনা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঘটনাটি কী?

‘News18 বাংলার’ প্রতিবেদন অনুযায়ী, গতকাল, অর্থাৎ মঙ্গলবার, ১৫ জুলাই সকালে ব্রিজের কাছেই রেললাইনের ধারে একটি চায়ের দোকানে ছিলেন ভাস্কর চন্দ্র। সেইসময় ওই লাইনের উপর দিয়ে একটি মালগাড়ি যায়। আর তখনই গাড়ি যাওয়ার সময় লাইনের সংযোগে তীব্র বিকট শব্দ শুনতে পাওয়া যায়। অনেকেই সেই শব্দ শুনে পাত্তা না দিয়েই চলে গিয়েছে। তবে একমাত্র ভাস্করবাবু ওই মালগাড়ি চলে যাওয়ার পরই কৌতুহলবশত সেখানে যান।

লাইভ ভিডিও শুরু যুবকের

সেখানে গিয়ে রেললাইনের অবস্থা দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে তিনি। দেখা যায় দুটি লাইনের সংযোগস্থলের মধ্যে নাটগুলি একদম ঢিলে হয়ে গিয়েছে। শুধু তাই নয় একটি নাট আগে থেকে খুলেই লাইনের পাথরের উপর পড়ে আছে। এমতাবস্থায় যদি কোনো ট্রেন এই লাইনের উপর দিয়ে যায়, তাহলে এক বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থাকতে পারে। তাই তড়িঘড়ি ওই যুবক সঙ্গে থাকা মোবাইল নিয়ে গোটা ঘটনার ফেসবুক লাইভ করেন। আসলে এই লাইভ ভিডিওর মাধ্যমে তিনি রেলদপ্তরের দৃষ্টি আকর্ষণই করতে চাইছিলেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ছুটে আসেন রেলকর্মীরা

সৌভাগ্যবশত সেই লাইভ ভিডিওর উদ্দেশ্য সফল হয়েছে। সেই দেখেই উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। এবং দ্রুত ওই লাইন মেরামতির কাজ শুরু হয়। এদিকে ট্রেনলাইনের সংযোগের নাট খোলা নিয়ে রেল কর্মীরা জানিয়েছেন যে, নিয়মিত ট্রাক ম্যান সহ দায়িত্বপ্রাপ্ত কিছু রেলকর্মীরা এক্সপ্যানশন জয়েন্টের নাট ঠিকঠাক আছে কিনা তা নজরদারি চালান। কিন্তু অহরহ মালগাড়ির যাতায়াত বেশি হওয়ায় সেই নাট আলগা হয়ে অনেক সময় খুলে যায়।

আরও পড়ুন: ভোলের আশীর্বাদে সন্তান লাভ, মানত পূরণে বাদুড়িয়া থেকে দণ্ডি কেটে কেদারনাথ যাচ্ছেন শম্ভু কাহার

প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে যে রেললাইনে দুটি নাট খুলে গিয়েছে। এছাড়াও ওই এলাকার আরও কিছু জায়গার রেললাইনও পরীক্ষা করা হয়। কিন্তু কীভাবে খুলে গেল ওই ট্রেনলাইনের নাট তা নিয়ে এখনও কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।

অন্যদিকে উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের সিনিয়র ডিসিএম অনুপ কুমার সিং জানান, ‘তেমন কিছু সমস্যা নয়। রেলকর্মীরা কাছাকাছি ছিলেন। তবে সমস্যা মিটিয়ে দেওয়া হয়েছে।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group