২০২৫ সালে কত তারিখে পড়ছে কালীপুজো? জানুন দিনক্ষণ, তিথি-নক্ষত্র ও পুজোর নিয়ম

Published:

Updated:

Kali Puja 2025
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই হয়েছে! দুর্গাপুজো যেতে না যেতেই লক্ষ্মীপুজো, তারপর কালীপূজো (Kali Puja 2025)। হ্যাঁ, আষাঢ় মাস শেষ হতেই বাংলার আকাশে ভেসে ওঠে এক অন্যরকম আবহ। ধূপ, ধূনা, দ্বীপ আর ভক্তির মিলনে পালিত হয় কালীপুজো। প্রতি বছরের মতো এবছরও কালী মায়ের আরাধনায় মেতে উঠবে বাংলার প্রতিটি ঘর।

তবে 2025 সালে কালীপুজো ঠিক কবে? অক্টোবর মাসে নাকি নভেম্বর মাসে? ঠিক কোন সময় শুরু হবে নিশীথ কালের পুজো? চলুন দেখে নেওয়া যাক, 2025 সালের কালীপুজো নিয়ে সম্পূর্ণ সময়সূচী ও তিথি-লগ্ন সম্পর্কে বিস্তারিত তথ্য। 

কবে পড়ছে কালীপূজো ২০২৫?

পঞ্জিকা থেকে জানা গিয়েছে, এ বছর অমাবস্যা শুরু হবে 20 অক্টোবর দুপুর 3:44 মিনিটে এবং অমাবস্যা শেষ হবে 21 অক্টোবর বিকেল 5:54 মিনিটে। এবার সেই সূত্র ধরে, নিশীথ কালের মধ্যে পুজো সম্পন্ন করায় শাস্ত্রসম্মতভাবে ঠিক বলে বিবেচিত হয়। অর্থাৎ, এবার কালীপুজো হবে 20 অক্টোবর, সোমবার।

পঞ্জিকা বলছে, নিশীথ কালের শুভ সময় শুরু হবে রাত 11:41 মিনিটে এবং শেষ হবে রাত 12:31 মিনিটে। অর্থাৎ, পুজোর জন্য শুভ মুহূর্ত থাকবে মোট 51 মিনিট। আর এই সময়ে সাধারণত বিভিন্ন কালীমন্দির বা বারোয়ারী পূজা মন্ডপে কিংবা গৃহস্থ্য বাড়িতে কালীপুজোর আরাধনা বা হোম-যজ্ঞের আয়োজন করা হবে।

আরও পড়ুনঃ এবছর ২০২৫ এ দুর্গাপূজো কবে পড়ছে? রইল মহালয়া, পঞ্চমী থেকে দশমি পর্যন্ত দিনক্ষণ ও সময়সূচি

কালী পূজার তাৎপর্য এবং মাহাত্ম্য

হিন্দু শাস্ত্র মতে, মা কালী শুধুমাত্র দেবী মূর্তি নন, তিনি সময়েরও মহাশক্তি। মহাকালের নারীরূপ তিনি। অতীত, বর্তমান ও ভবিষ্যতের রয়েছে তার কৃতিত্ব। বিশ্বাস করা হয় যে, মা কালীর পুজো করলে ভক্তের মনবল বাড়ে। পাশাপাশি জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায় এবং সমস্ত ভয় থেকেও মুক্তি পাওয়া যায়। শুধু তাই নয়, অকাল মৃত্যু আটকানো যায় এবং অভিশাপ বা অপদৃষ্টির প্রভাব দূর হয়।

প্রসঙ্গত জানিয়ে রাখি, বাংলার ঘরে ঘরে যে রূপে কালী পূজিত হয়, তা হল দক্ষিণা কালী। আর এই রূপে মা কালীর গলায় ও হাতে থাকে মুণ্ডমালা এবং শিবের বুকে থাকে পা। তবে কালী মায়ের আরও 11টি রূপ রয়েছে, যাদের মধ্যে কিছু রূপ শুধুমাত্র তন্ত্র মতে বিশেষ তিথিতে বিশেষ নিয়ম মেনে পুজো করা হয়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join