২ মাস পর স্ত্রী-ছেলেকে দেখে আবেগে ভাসলেন শুভাংশু শুক্লা! ভাইরাল ছবি

Published on:

Shubhanshu Shukla

প্রীতি পোদ্দার, কলকাতা: ১৫ জুলাইন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা সঙ্গীদের নিয়ে অবশেষে মহাকাশ থেকে নিরাপদে ফিরেছেন পৃথিবীতে। এদিকে মহাকাশ থেকে ফিরে অবশেষে পরিবারের সঙ্গে দেখা হল তাঁর। স্ত্রী ও ৬ বছরের ছেলেকে এতদিন বাদে দেখেই জড়িয়ে ধরেন শুভাংশু শুক্লা। ছেলে পৃথিবীতে ফিরে আসায় আবেগে এবং গর্বের আনন্দে কান্নায় ভাসলেন তাঁর বাবা মা। প্রকাশ্যে এল সেই ছবি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

প্রকাশ্যে ভাইরাল ছবি

সম্প্রতি ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার নতুন তিনটি ছবি প্রকাশ্যে এনেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO। যেখানে দেখা যাচ্ছে স্ত্রী কামনা শুক্লা এবং ছয় বছরের পুত্র সন্তান কিয়াশকে আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছেন ভারতীয় নভশ্চর। এক্স হ্যান্ডেলে এই ছবিগুলির ক্যাপশনে লেখা রয়েছে, মহাকাশ থেকে ফিরে পরিবারের সঙ্গে মিলিত হলেন জিপি ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। আর এই দৃশ্য দেখে দেশের প্রতিটি নাগরিক ও বেশ আপ্লুত হয়েছে।

আবেগঘন পোস্ট শুভাংশুর

অন্যদিকে দুই মাস পর পরিবারের দেখা পেয়ে আবেগে ভাসেন শুভাংশু শুক্লা। নিজের ইন্সটাগ্রাম পোস্টে এই মহাকাশচারী সাক্ষাতের সেই ছবি পোস্ট করে লেখেন, “এটা খুব চ্যালেঞ্জিং ছিল। পৃথিবীতে ফিরে আসা এবং আমার পরিবারকে এত মাস পরে জড়িয়ে ধরে মনে হল, আমি বাড়িতে এসেছি। মানব মহাকাশ অভিযান ম্যাজিকের মতো, তবে তা মানুষের তৈরি ম্যাজিক।” অন্যদিকে তাঁর স্ত্রী কামনা জানিয়েছেন, এখন সম্পূর্ণ ফোকাস থাকবে শুভাংশুর রিহ্যাবিলিটেশনের উপরে, যাতে পৃথিবীতে এসে তিনি সবকিছুর সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জানা গিয়েছে, শুভাংশু শুক্লার পৃথিবীতে ফিরে আসাকে উদযাপন করছে গোটা পরিবার। ইতিমধ্যেই তাঁর পছন্দের নানা খাবার রান্না করা শুরু করেছেন তাঁর স্ত্রী। সন্তান কিয়াশ এত মাস পরে বাবাকে কাছে পেয়ে যেন হাতে চাঁদ পাওয়ার সমান আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। উল্লেখ্য গত সোমবার, ১৪ জুলাই, পৃথিবীর উদ্দেশে রওনা দিয়েছিলেন ভারতীয় মহাকাশচারী ও তাঁর সঙ্গীরা। পরেরদিন অর্থাৎ ১৫ জুলাই, মঙ্গলবার নির্ঘণ্ট মেনেই ফেরেন পৃথিবীতে ফিরে আসেন তাঁরা।

আরও পড়ুন: ১ আগস্ট থেকে মাসে ১২৫ ইউনিট বিদ্যুৎ ফ্রি, নির্বাচনের আগে উপহার বিহার সরকারের

সঠিক অবতরণ শুভাংশুদের

একেবারে সঠিক সময়মিলিয়ে প্রশান্ত মহাসাগরে নামে শুভাংশু শুক্লার ক্যাপসুল। এর প্রায় ৫০ মিনিট পরে হ্যাচ খুলে শুভাংশুদের ক্যাপসুল থেকে বের করা হয়। সাধারণত নাসার মহাকাশ অভিযানের পর যখন কোনও মহাকাশচারী পৃথিবীতে অবতরণ করেন, তখনই বিশেষজ্ঞ চিকিৎসা কর্মীরা প্রথমে তাঁদের রক্তচাপ, হৃদস্পন্দন এবং অক্সিজেনের মাত্রা পরীক্ষা করে দেখা হয়।

সেই পরীক্ষায় সফলতা পাওয়ার পরেই পরিবারের সঙ্গে মিলিত হওয়ার অনুমতি পান তাঁরা। জানা গিয়েছে, শুভাংশুর সহযাত্রীরাও একে একে নিজেদের দেশে ফিরতে শুরু করেছেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group