বিক্রম ব্যানার্জী, কলকাতা: বারবার সীমান্ত দিয়ে জোর করে সন্দেহভাজনদের ঠেলে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত! বিগত দিনগুলিতে বহুবার এই দাবিই করে এসেছে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম। এবার সেই সূত্র ধরে রেখেই, ফের নতুন দাবি তুলল ওপারের প্রথম সারির সংবাদমাধ্যমগুলি।
সদ্য বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম সমকাল তাদের প্রতিবেদনে দাবি করেছে, বুধবার সকালে সিলেট বিভাগের চারটি সীমান্ত দিয়ে 55 জনকে বাংলাদেশে পুশ ইন করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স। ওপারের ওই সংবাদমাধ্যম বলছে, গত 4 মে থেকে গতকাল পর্যন্ত ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী নাকি 2 হাজার 4 জনকে সীমান্ত দিয়ে ঠেলে বাংলাদেশে পাঠিয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের বক্তব্য
ওই প্রতিবেদন অনুযায়ী, 48 বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানিয়েছেন, বুধবার ভারত থেকে জোর করে বাংলাদেশে পাঠানো ব্যক্তিদের তালিকায় ছিলেন 33 জন নারী ও 10 জন শিশুও। বিজিবি বলছে, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে নাকি মোট 7টি পরিবারের অন্তত 19 জনকে পুশ ইন করা হয়েছে।
তাদের মধ্যে 17 জনই নড়াইল এবং 2 জন কুষ্টিয়া ও খুলনার বাসিন্দা। এছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ দাবি করছে, জৈন্তাপুর উপজেলার শ্রীরামপুর সীমান্তের মোকামপুঞ্জিকে ব্যবহার করে নাকি 9 পরিবারের অন্তত 13 জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে আবার 8 জন নারী ও 3 শিশুও ছিল। একই সাথে, সুনামগঞ্জের ছাতকের নোয়াকোট সীমান্ত দিয়ে 8টি পরিবারের 21 জনকে বাংলাদেশে পুশ ইন করার অভিযোগ তুলছে বিজিবি।
অবশ্যই পড়ুন: ভারতে প্রথম সরাসরি অপরিশোধিত তেল উৎপাদন করবে অসম
ভারতীয়দেরও ফেরত পাঠাবে বাংলাদেশ!
বাংলাদেশের ওই সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছে, ভারত থেকে বাংলাদেশে ঠেলে দেওয়া ব্যক্তিদের মধ্যে যদি কোনও ভারতীয় থেকে থাকেন, যাঁকে মূলত বাংলাদেশি সন্দেহে ওপারে পাঠানো হয়েছে, তবে সেই ভারতীয়কে সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়ে দেবে বাংলাদেশ, ঠিক এমনটাই জানিয়েছেন ওপার বাংলার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন!
বুধবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের প্রদর্শনী উদ্বোধনে অংশ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ এও বলেছিলেন, ভারতের নাগরিকদের ফেরত পাঠানোর জন্য আমাদের চিন্তা করতে হবে। ইতিমধ্যেই সে বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি নিজেই বলেছেন, বাংলা ভাষাভাষীর মানুষকে ভারত থেকে ঠেলে দেওয়া হচ্ছে। তাই এতে আমাদের আলাদা করে চিন্তার কোনও কারণ নেই।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |