বিক্রম ব্যানার্জী, কলকাতা: হঠাৎ বাংলাদেশের নোট থেকে উধাও বঙ্গবন্ধু মুজিবর রহমানের ছবি। বদলে ওপারের 20 টাকার নোটে জায়গা পেয়েছে কান্তাজিউ মন্দিরের চিত্র। কিন্তু যে দেশে সংখ্যাগুরু সম্প্রদায় মুসলিম, সেদেশের মুদ্রা বলা ভাল টাকার নোটে কেন মন্দিরের ছবি থাকবে?
বিগত দিনগুলিতে এমন প্রশ্ন তুলেই 20 টাকার নোট প্রত্যাখ্যান করেছিলেন ওপার বাংলার বহু মানুষ। এবার ফের আরও একবার সেই চিত্রই ধরা পড়ল বাংলাদেশে। সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ায় একটি ভিডিওতে, স্পষ্ট দেখা যাচ্ছে বাংলাদেশের একাধিক রিক্সা চালকের হাতে কান্তাজিউ মন্দিরের ছবি সহ 20 টাকার নোট গুজে দিতে চাইছেন এক যাত্রী।
তবে ওপার বাংলার রিক্সা চালকরা সেই টাকা প্রত্যাখ্যান করছেন। ভিডিওটিতে একজনকে স্পষ্ট বলতে শোনা যায়, এটা মন্দিরের টাকা, এটা হাতে ধরাও যাবে না! মন্দিরের টাকা আমরা হাতে ধরি না…. যেই দৃশ্য ভাইরাল হতেই হইহই পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।
মন্দিরের ছবি যুক্ত নোট প্রত্যাখ্যান করছেন বাংলাদেশবাসী?
সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচারের ঘটনায় আন্তর্জাতিক মহলে বারংবার মুখ পুড়েছে বাংলাদেশের। তবে সেই আবহে দেশের শাসন ব্যবস্থার সংস্কার ঘটানোর স্বার্থে হঠাৎ বিশেষ উদ্যোগী হন ওপার বাংলার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। দেশের নোট থেকে সরে যায় বঙ্গবন্ধু মুজিবরের ছবি। বদলে বাংলাদেশের নোটে জায়গা পায় কান্তাজিউ মন্দিরের ছবি। সেই সাথেই বৌদ্ধ মঠও স্থান পেয়েছিল ওপারের নোটে।
তবে মন্দিরের ছবিসহ নোট বাংলাদেশে চলবে না! কার্যত এমন দাবি তুলেই বিগত দিনগুলিতে 20 টাকার নোট প্রত্যাখ্যান করেছেন ওপারের অনেকেই। সেই চিত্র আজও বর্তমান। তবে বাংলাদেশের বাজারে এমন আবহের মাঝেও ধরা পড়েছে ভিন্ন ছবি। বাংলাদেশের অনেকেই মন্দিরের ছবি সহ নোট প্রত্যাখ্যানের ঘটনার তীব্র বিরোধিতা জানিয়েছেন। কিন্তু তা গায়ে লাগাচ্ছেন কজন?
অবশ্যই পড়ুন: সীমান্ত দিয়ে ২ হাজার জনকে ‘পুশ ব্যাক’ ভারতের, অভিযোগ শানিয়ে মমতার গুণগান বাংলাদেশে!
ভাইরাল ভিডিও
গত 15 জুলাই ‘Voice of Bangladeshi Hindus’ এর X হ্যান্ডেল থেকে ভাইরাল হয় একটি ভিডিও। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, এক যাত্রী মন্দিরের ছবি সহ 20 টাকার নোট নিয়ে বাংলাদেশের রিক্সা চালককদের কাছে যাচ্ছেন, তাঁদের ওই নোটটি দেখিয়ে বলছেন চলবে? তবে বাংলাদেশের টাকায় মন্দিরের ছবি দেখতে পেয়েই এক প্রকার লাফিয়ে উঠছেন রিক্সা চালকরা! কেউ বলছেন, এটা মন্দিরের টাকা, এটা হাতে ধরাও যাবে না।
Muslims in Bangladesh are tearing up the new 20 Taka note because it shows a temple. They’re calling it haram and warning that in a country that’s 92% Muslim, no temple image belongs on the currency. 🇧🇩🔥 #Bangladesh pic.twitter.com/FIwKql8OoC
— Voice of Bangladeshi Hindus 🇧🇩 (@VHindus71) July 15, 2025
এরপরই যাত্রী অবাক হয়ে বলেন, কী বলছেন? উত্তরে ফের রিক্সা চালক স্পষ্ট করে দেন, এ মন্দিরের টাকা, মন্দিরের টাকা আমরা হাতে ধরি না। শেষমেষ বাংলাদেশি যাত্রির উদ্দেশ্যে রিক্সা চালক বলেন, আপনাকে আমি ফ্রিতে নিয়ে যাচ্ছি। তবুও ওই টাকা আমি নেব না। এই টাকা ছিড়ে ফেলে দিন! একে একে বাকি রিক্সা চালক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই ওই টাকা প্রত্যাখ্যান করেন।
তবে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে ভিডিওর একেবারে শেষ প্রান্তে, এক রিক্সা চালক মন্দিরের ছবি বাংলাদেশি টাকায়? এমন প্রশ্নই 20 টাকার নোটটি ছিড়ে ফেলে দেন! যেই দৃশ্য সমাজ মাধ্যমে পা রাখতেই ফের শিরোনামে সেই বাংলাদেশ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |