সৌভিক মুখার্জী, কলকাতা: দাম বাড়লেও এবার আরও নিশ্চিন্তভাবে চালানো যাবে গাড়ি! কারণ দেশের অন্যতম জনপ্রিয় গাড়ি নির্মাতা সংস্থা Maruti Suzuki এবার তাদের জনপ্রিয় দুটি মডেলে সামান্য দাম বাড়িয়ে তাতে ছয়-ছয়টি এয়ারব্যাগ যুক্ত করেছে। তবে প্রশ্ন উঠছে, কোন কোন গাড়ির দাম বাড়ল? ঠিক কতটা দাম বাড়ল? এমনকি কোন কোন সুরক্ষা ফিচার যুক্ত করা হচ্ছে? চলুন বিস্তারিত জেনে নিই।
Maruti Suzuki-র কোন কোন মডেলের দাম বেড়েছে?
জানা গিয়েছে, Maruti Ertiga এবং Maruti Baleno মডেলদুটির দাম বেড়েছে। যেখানে Ertiga-র দাম বেড়েছে 1.4%, আর Baleno-র দাম বেড়েছে 0.5%। আর এই নতুন দাম 16 জুলাই, 2025 থেকেই কার্যকর হয়েছে বলে মারুতি সুজুকি অফিসিয়াল ভাবে জানিয়ে দিয়েছে।
নিরাপত্তার দিক থেকে কী কী পরিবর্তন আনা হল?
প্রথম কথা, এই দুটি গাড়িতে এখন ছয়টি এয়ারব্যাগ স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে যুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, এর সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ ফিচার থাকছে। আর সেগুলি হল—ইলেকট্রনিক স্টেবলিটি প্রোগ্রাম, হিল হোল্ড অ্যাসিস্ট, ABS ও EBD ব্রেকিং সিস্টেম, তিন পয়েন্টের সিটবেল্ট এবং সিটবেল্ট রিমাইন্ডার।
আরও পড়ুনঃ হাইব্রিড ইঞ্জিন, দাম মাত্র ১,৪৯ লাখ! অত্যাধুনিক ফিচার্স সহ লঞ্চ হল নতুন Yamaha FZ X
তবে মারুতি সুজুকির Arena ডিলারশিপ থেকে বিকৃত একাধিক মডেলে ইতিমধ্যে ছয়-ছয়টি এয়ারব্যাগের ফিচার যুক্ত করা হয়েছে। যেমন Alto K10, Celerio, Wagon R, Eeco, Swift, Dzire, Brezza ইত্যাদি। আর এবার সেই তালিকায় যুক্ত হয়েছে Maruti Ertiga এবং Maruti Baleno। এর ফলে ভারতে মারুতি সুজুকির জনপ্রিয়তা দিনের পর দিন যে বাড়ছে, তা বলার অপেক্ষা রাখে না।
সুজুকির এক মুখপাত্র জানিয়েছেন, গাড়ির মূল্যবৃদ্ধি অনিচ্ছাকৃতভাবে হলেও গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখেই করা। বর্তমান সময়ে ট্রাফিক আর দুর্ঘটনার পরিসংখ্যান যে হারে বাড়ছে, সেখানে ছয়টি এয়ারব্যাগ শুধুমাত্র গাড়ির জন্য বিলাসিতা নয়, বরং যাত্রীদের সুরক্ষার জন্যও ইতিবাচক পদক্ষেপ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |