২০২৫ সালে লক্ষ্মীপুজো কবে পড়ছে? দেখুন সময়সূচি, তিথি-নক্ষত্র ও পুজোর নিয়ম

Published on:

Lakshmi Puja 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: দীপাবলির আলোয় ঘর ভরে ওঠার পর সেই আলো মা লক্ষ্মীর আশীর্বাদ রুপে ফিরে আসে! হ্যাঁ, 2025 সালের লক্ষ্মীপূজো (Lakshmi Puja 2025) হতে চলেছে এক বিশেষ সন্ধিক্ষণে। হিন্দু ধর্মের সবথেকে পবিত্র আর গৃহস্থের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পুজো মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয়, যিনি ধন-দৌলত, সৌভাগ্য আর শুদ্ধতার দেবী হিসেবেই পূজিত হন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

2025 সালে লক্ষ্মীপুজো কবে?

পঞ্জিকা ঘেঁটে জানা গেল, 2025 সালে লক্ষ্মীপুজো অনুষ্ঠিত হবে 20 অক্টোবর, সোমবার। অমাবস্যা তিথি শুরু হবে 20 অক্টোবর বিকেল 3:44 মিনিটে, আর অমাবস্যা তিথি শেষ হবে 21 অক্টোবর সন্ধ্যা 5:54 মিনিটে। পাশাপাশি মহা নিশীথকাল পড়বে রাত 11:41 মিনিট থেকে রাত 12:31 মিনিট পর্যন্ত। আর এই সময় পুজোর জন্য সবথেকে শুভ বলে মনে করছেন জ্যোতিষীরা। বিশেষ করে যারা আধ্যাত্মিকভাবে পুজো করবেন, তাদের জন্য মহানিশীথকাল সবথেকে ভালো সময়। 

ঘরে কীভাবে লক্ষ্মীপুজো করবেন?

মা লক্ষ্মীর পুজো ঘরেই করা যায়। কথিত রয়েছে, এতে অত্যন্ত শান্তি এবং সৌভাগ্য নিয়ে ঘরে প্রবেশ করেন মা লক্ষ্মী। তবে পুজো করার জন্য কিছু নিয়ম মানতে হয়। প্রথমত, পুজোর আগে ঘরের প্রতিটি কোণ ঝাড় দিয়ে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। কারণ, বিশ্বাস করা হয়, পরিষ্কার ঘরেই মা লক্ষ্মী প্রবেশ করেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দ্বিতীয়ত, ঘরের পবিত্র কোণে আলাদা করে একটি স্থান তৈরি করতে হয়। আর সেখানে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি রাখতে হবে। আশেপাশে ফুল, প্রদীপ, ধুপ-ধুনো দিয়ে সাজাতে হবে। তারপর থালায় গাঁদা ফুল এবং পদ্ম ফুল, সোনা রুপোর কয়েন, ফল, মিষ্টি আর ধূপ-ধুনো ও চন্দন রাখতে হবে।

আরও পড়ুনঃ ২৯০ কোটি খরচ, সস্তায় মিলবে ফ্ল্যাট! নিন্মবিত্তদের ‘নিজন্ন ও সুজন্ন’ ঘোষণা মমতার

তারপর মাটি বা পিতলের প্রদীপে সরষের তেল দিয়ে দ্বীপ জ্বালাতে হবে। প্রদীপের আলো অশুভ শক্তিকে সরিয়ে দেয়। পাশাপাশি ঘরে শুভ শক্তির আগমন ঘটায়। তবে হ্যাঁ, পূজো করার সময় “ওম শ্রীমহালক্ষ্ম্যৈ নমঃ” মন্ত্র জপ করতে পারেন। আর শেষে মা লক্ষ্মীর আরতি করতে হয়। এই সময় পরিবারের সকলে মিলে মা লক্ষ্মীর সামনে দাঁড়িয়ে প্রদীপ ঘুরিয়ে প্রার্থনা করে থাকে।

পুরাণে কথিত রয়েছে, সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মীর আবির্ভাব ঘটেছিল। আর সেই সময় থেকেই তাকে ধন এবং দৌলতের দেবী রূপে পূজা করা হয়। দীপাবলির সাথেই মা লক্ষ্মী পৃথিবীতে অবতরণ করেন বলে বিশ্বাস করা হয় এবং যারা তাকে মন দিয়ে ডাকে, তাদের ঘরেই তিনি প্রবেশ করেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group