দিনদুপুরে এয়ারপোর্ট থেকে প্লেন হাইজ্যাক করে পালাল এক ব্যক্তি, অবাক কাণ্ড কানাডায়

Published on:

Man flight hijacks from airport in broad daylight and escapes

সৌভিক মুখার্জী, কলকাতা: কানাডার আকাশে ঘটলো এক অদ্ভুত ঘটনা। হ্যাঁ, এক ব্যক্তি আস্ত একটি বিমান ছিনতাই (Flight Hijack) করেই আকাশে উড়ে গেল! পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে, উত্তর আমেরিকার অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড তাদের F-15 যুদ্ধবিমান পাঠিয়ে সেই বিমানটিকে অনুসরণ করতে বাধ্য হয়। তবে শেষ পর্যন্ত বিমানটি নিরাপদে অবতরণ করেছে, আর ছিনতাইকারীকে আটকও করা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আর এই ঘটনার পর গোটা কানাড়া জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। ইন্ডিয়া টিভি’র প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, ওই ছিনতাইকারীর নাম শাহির কাসিম, যার বয়স 39। তাকে সন্ত্রাসমূলক উদ্দেশ্যেই ওই বিমান ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এমনটাই জানাচ্ছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ।

কীভাবে হয়েছিল ছিনতাই?

ঘটনাটি গত মঙ্গলবারের। RCMP জানাচ্ছে, কাসিম ভিক্টোরিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ছোট Cessna বিমান ছিনতাই করে উড়ে যায় ভ্যাঙ্কুভারের দিকে। অভিযোগ ওঠে, তিনি এক ফ্লাইট ইন্সট্রাক্টরকে অস্ত্রের ভয় দেখিয়ে বিমানটিকে দখল করে নেন। এরপর তিনি প্রায় 64 কিলোমিটার দূরে উড়ে যায় সবার মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তবে আরও চমক দেওয়ার বিষয় হল, ছিনতাইকারী কাসিম নিজেকে আল্লাহর দূত বলেই ঘোষণা করছেন। তিনি দাবি করেছেন যে, জিবরাইল ফেরেশতা আমার কাছে এসে আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছেন। আর আমি এসেছি মানবজাতিকে জলবায়ুর পরিবর্তনের ধ্বংসের হাত থেকে বাঁচাতে।

এক সোশ্যাল মিডিয়া পোস্টে কাসিম লিখেছেন, পৃথিবীতে হঠাৎ এবং দ্রুত হারে বিশ্ব উষ্ণায়নের কারণে কিছু বছরের মধ্যেই মানুষ বিলুপ্ত হয়ে যাবে। আর সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতেই তিনি এই কাজ করেছেন। এমনকি তিনি নিজেকে স্যাম কারানা বলেও দাবি করেন। পাশাপাশি যিনি আর্টিকেল নিউজ নামের একটি ব্লগও পরিচালনা করে। সেখানে পৃথিবীর আটটি অঞ্চলের জলবায়ু সংকট সম্পর্কে বিস্তারিত লেখা হয়।

আরও পড়ুনঃ মর্মান্তিক দুর্ঘটনা ঝাড়গ্রামে! ট্রেনের ধাক্কায় প্রাণহারা দুই শাবক সহ ৩ হাতি

অতীতে ছিলেন পাইলট

সূত্র খতিয়ে জানা গেল, কাসিম 2008 থেকে 2010 সাল পর্যন্ত KD Air নামের একটি ছোট্ট বিমান সংস্থার পাইলট হিসেবে কাজ করত। আর সংস্থাটির প্রাক্তন মালিক জানিয়েছে, কাসিম খুবই বুদ্ধিমান ছেলে এবং তার শেখার প্রতি আগ্রহ ছিল। তবে চাপে পড়ে তিনি চিকিৎসা বিদ্যা নিয়ে পড়াশোনা করতে চলে যান। এমনকি 2012 সালে বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে কাসিম সাইকেলে চেপে গোটা দেশ ভ্রমণ করে বেরিয়েছিলেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group