মাত্র ১ লক্ষ টাকা রেখে ২ বছরে সুদ ১৫,১১৪! সেরা স্কিম ব্যাঙ্ক অফ বরোদার

Published on:

Fixed Deposit

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে আর্থিক অনিশ্চয়তার মাঝে সবাই নিরাপদ বিনিয়োগের বিকল্প খুঁজছে। শেয়ারবাজারের ওঠানামা কিংবা রিয়েল এস্টেটের মতো অনিশ্চয়তার মধ্যে কেউ পা বাড়াতে চাইছে না। তবে এরই মধ্যে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) সবথেকে ভরসার জায়গা হয়ে উঠেছে সাধারণ মানুষের মধ্যে। আর তেমনই একটি স্কিম নিয়ে এসেছে দেশের অন্যতম সরকারি ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা। আসলে এখানে মাত্র 1 লক্ষ টাকা জমা দিলেই দুই বছরে 15,114 টাকা সুদ মিলছে!

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কী বৈশিষ্ট্য এই স্কিমের?

যেখানে দেশের অন্য ব্যাঙ্কগুলি তাদের সুদের হার কমিয়ে দিচ্ছে, সেখানে ব্যাঙ্ক অফ বরোদা তাদের গ্রাহকদের জন্য একাধিক মেয়াদের এফডি স্কিম চালু করে রেখেছে। 7 দিন থেকে শুরু করে 10 বছর মেয়াদ পর্যন্ত ফিক্সড ডিপোজিটের সুবিধা থাকছে এই ব্যাঙ্কে। এমনকি এখানে সুদের হার 3.50% থেকে 7.20% পর্যন্ত।

তবে এর মধ্যে দুই বছরের এফডি স্কিমে সবথেকে বেশি আকর্ষণ রয়েছে। কারণ এখানে সাধারণ নাগরিকরা 6.50% হারে সুদ পাচ্ছে, আর প্রবীর নাগরিকরা পাচ্ছে 7.00% হারে সুদ। পাশাপাশি 80 বছরের ঊর্ধ্বে সুপার সিনিয়র সিটিজেনরা পাচ্ছে 7.10% পর্যন্ত সুদ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

1 লক্ষ টাকায় কত রিটার্ন মিলবে?

ব্যাঙ্ক অফ বরোদার এই বিশেষ এফডি স্কিমে সাধারণ নাগরিকরা যদি 1 লক্ষ টাকা 2 বছরের জন্য জমা রাখে, তাহলে সে ম্যাচিউরিটিতে পাবে 11,763 টাকা, যার মধ্যে সুদ হিসেবে আয় হবে 13,763 টাকা। আবার সিনিয়ার সিটিজেনরা যদি একই পরিমাণ টাকা রাখে, তাহলে সুদ বেড়ে দাঁড়াবে 14,888 টাকা। সেক্ষেত্রে তার ম্যাচিউরিটি অ্যামাউন্ট দাঁড়াবে 1,14,888 টাকা। 

এবার যদি কোনও 80 বছরের বেশি সুপার সিনিয়ার সিটিজেন হয়ে থাকে, তাহলে তাদের জন্য আরও বড় সুযোগ থাকছে। কারণ তারা সুদ পাবে 15,114 টাকা এবং ম্যাচিউরিটি অ্যামাউন্ট দাঁড়াবে প্রায় 1,15,114 টাকা। 

কেন এই স্কিমটি জনপ্রিয়?

প্রথমত, এটি একটি সরকারি ব্যাঙ্কের স্কিম হওয়ায় এখানে বিনিয়োগ করা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত ও নিরাপদ। দ্বিতীয়ত, প্রবীণ ও সুপার সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে বাড়তি সুদের হার, যা অন্যান্য ব্যাঙ্কের খুব কম দেখা যায়। পাশাপাশি দুই বছরের এফডি স্কিমে সুদের হার অনেকটাই চড়া এবং সন্তানদের পড়ার জন্য স্বাস্থ্য, সংক্রান্ত খরচ বা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য এই স্কিম হতে পারে সেরা বিকল্প।

আরও পড়ুনঃ দিনদুপুরে এয়ারপোর্ট থেকে প্লেন হাইজ্যাক করে পালাল এক ব্যক্তি, অবাক কাণ্ড কানাডায়

কীভাবে শুরু করবেন?

এই এফডি স্কিমে বিনিয়োগ করার জন্য যেকোনো ব্যাঙ্কের শাখায় গিয়ে বা অনলাইনে ব্যাঙ্ক অফ বরোদার ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে গিয়ে আবেদন করতে পারেন। তবে পরিচয়পত্র হিসেবে আধার কার্ড বা প্যান কার্ড, কেওয়াইসি ডকুমেন্ট এবং অ্যাকাউন্টের যাবতীয় তথ্য জমা দিতে হবে। তাই যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন এবং নিরাপদ বিনিয়োগের বিকল্প খুঁজে থাকেন, তাহলে আজই বিনিয়োগ করুন ব্যাঙ্ক অফ বরোদার এই স্কিমে এবং চিন্তামুক্ত হন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group