Top 10: ট্রেনের ধাক্কায় হাতির প্রাণহানি, SSC মামলা, তারকেশ্বর মন্দির! এক ঝলকে আজকের সেরা ১০ খবর

Published on:

india hood top 10

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্য-রাজনীতি, প্রযুক্তির জগৎ কিংবা অর্থনীতি, আজকের দিনে কোথায় কী ঘটল? আমরা India Hood-র তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা দশ খবর, যা না জানলে মিস করবেন অনেক কিছু। ইয়োলো লাইন মেট্রো থেকে শুরু করে শিয়ালদা ডিভিশনে নতুন লোকাল ট্রেন, পাশাপাশি ট্রেনের ধাক্কায় হাতির প্রাণহানি কিংবা এসএসসি মামলা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সবই রয়েছে আজকের সেরা দশে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের সেরা দশ খবর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

10) ইয়োলো লাইন মেট্রো নিয়ে সুখবর

নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত ইয়োলো লাইনের মেট্রোর ফেজ-1 এর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এখন শুধুমাত্র রেল সেফটির অনুমোদনের অপেক্ষা। পাশাপাশি বিমানবন্দর থেকে বিরাটি হয়ে নিউ ব্যারাকপুর পর্যন্ত মেট্রোর ফেজ-2 কাজ শুরু হয়ে গিয়েছে বলে খবর। বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পরেই কাজ শুরু হয়েছে। আর সেখানে বক্স-পুসিং পদ্ধতিতে সুরঙ্গ তৈরি করা হবে এবং বিরাটি স্টেশনে তৈরি হবে কাট-অ্যান্ড-কভার পদ্ধতিতে। পাশাপাশি বিমানবন্দর থেকে বিরাটি পর্যন্ত 1.7 কিলোমিটার অংশে আপ-ডাউন লাইন নির্মাণ করা হচ্ছে। বিস্তারিত পড়তে- ক্লিক করুন

9) TRF-কে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা আমেরিকার

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের হামলার জেরে এবার আমেরিকা TRF-কে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করল। হ্যাঁ, পহেলগাঁওয়ে 2025 সালের 22 এপ্রিল পাকিস্তান সমর্থিত লস্কর-ই-তইবা’র ছদ্ম সংগঠন হিসেবে 26 জন পর্যটকের প্রাণ নিয়েছিল এই TRF। এবার মার্কিন বিদেশ সচিব TRF-কে বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন এবং বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে ফেলল। প্রসঙ্গত বলে রাখি, TRF 2019 সালে গঠিত হয়। আর মূলত ভারত বিরোধী কার্যকলাপ চালায় তারা। TRF-র বিরুদ্ধে কাশ্মীরে বহু হামলার অভিযোগ রয়েছে, যার মধ্যে পুলওয়ামা ঘটনা উল্লেখযোগ্য। বিস্তারিত পড়তে- ক্লিক করুন

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

8) ডায়মন্ড হারবার ও বারাসাত শাখায় আরও পাঁচ লোকাল ট্রেন

পূর্ব রেল এবার ডায়মন্ড হারবার এবং বারাসাত শাখায় আরো পাঁচটি নতুন লোকাল ট্রেন চালু করল অতিরিক্ত ভিড় সামলাতে। সোনারপুর থেকে ডায়মন্ড হারবার লোকাল ট্রেনটি ছাড়বে ভোর 5টায় এবং পৌঁছবে 6:05 মিনিটে। ডায়মন্ড হারবার থেকে বালিগঞ্জ লোকাল ছাড়বে 6:30 মিনিটে, আর পৌঁছবে 7:56 মিনিটে। পাশাপাশি বারাসাত থেকে বসিরহাট লোকাল চলবে 6:25 মিনিটে, আর বসিরহাট থেকে ছাড়বে 7:35 মিনিটে। এমনকি বনগাঁ-বারাসাত লোকাল ছাড়বে 8:20 মিনিটে, আর পৌঁছবে 9:16 মিনিটে। শুধু তাই নয়, দমদম ক্যান্টনমেন্ট থেকে বারাসাত স্পেশাল লোকাল ছাড়বে সকাল 9:45 মিনিটে। বিস্তারিত পড়তে- ক্লিক করুন

7) টিচারের খারাপ ব্যবহারে অসুস্থ 16 ছাত্রী

বীরভূমের রামপুরহাটে সুন্দিপুর এলাকায় একটি বেসরকারি স্কুলে জীববিদ্যার শিক্ষক খুরশেদ আলম এবং তার স্ত্রী মাসুম আলমের খারাপ ব্যবহারের ফলে অসুস্থ হয়ে পড়েছেন 16 জন ছাত্রী। অভিযোগ উঠছে, শিক্ষক ক্লাসের মারধর এবং অশালীন আচরণ করেছে। বিশেষ করে সংবেদনশীল বিষয় পড়ানোর সময়। আর ছাত্রীরা ক্লাস বর্জন করলে শিক্ষক এবং তাঁর স্ত্রী ঝামেলা করেন, যার ভয়ে ছাত্রীরা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। এমনকি আগেও তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এবং অভিভাবকরা গণস্বাক্ষর জমা দিয়েছিলেন বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে। বিস্তারিত পড়তে- ক্লিক করুন

6) ট্রেনের ধাক্কায় প্রাণ গেল 3 হাতির

গতকাল রাতে ঝাড়গ্রামে ঘটে গেলে মর্মান্তিক দুর্ঘটনা। হ্যাঁ, ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই শাবকসহ তিন হাতির। জানা যাচ্ছে, ঝাড়গ্রামের বাঁশতলা ও সরডিহা স্টেশনের মাঝে ঠিক রাত 1টার সময় লাইন পারাপার হচ্ছিল দশটি হাতির দল। আর হঠাৎ করে ওই লাইনে এসে পড়ে জনশতাব্দী এক্সপ্রেস। ট্রেনটির গতিও ভালো ছিল। ফলে চালক গতি কন্ট্রোল করতে পারেনি। ফলে ধাক্কা লেগে একসঙ্গে তিন-তিনটি হাতির মৃত্যু হয় এবং ওই রুটে ট্রেন চলাচল আপাতত ব্যাহত হয়েছে। সকালবেলা রেল আধিকারিকরা এবং পুলিশ এসে উদ্ধারকার্য চালায়। বিস্তারিত পড়তে- ক্লিক করুন

5) নিস্ক্রিয় হল 1.17 কোটি আধার কার্ড

UIDAI ইতিমধ্যে 1.17 কোটি আধার নম্বর নিষ্ক্রিয় করেছে। আসলে মৃত ব্যক্তিদের আধার নম্বর অপব্যবহার রোধের জন্য এই পদক্ষেপ। মাই আধার পোর্টালের মাধ্যমে 24টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সরকারি ডেথ রেজিস্ট্রেশনের তথ্য বিশ্লেষণ করেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জানা যাচ্ছে, মোট 1.75 কোটি মৃতের তথ্য খুঁজে দেখার পর UIDAI সেখানে থেকে 1.7 কোটি মৃতদের আধার কার্ড নিষ্ক্রিয় করেছে। এমনকি পরিবারের সদস্যদের মৃত্যুর সার্টিফিকেট, আধার নম্বর এবং সম্পর্কের প্রমাণপত্র আপলোড করতে বলা হয় UIDAI পোর্টালে। বিস্তারিত পড়তে- ক্লিক করুন

4) যোগ্যশ্রী প্রকল্পে বিরাট বদল আনল রাজ্য

পশ্চিমবঙ্গ সরকারের যোগ্যশ্রী প্রকল্পে এবার বিরাট পরিবর্তন আনা হয়েছে। এবার থেকে তপশিলি জাতি ও আদিবাসী ছাত্র-ছাত্রীদের পাশাপাশি সাধারণ পড়ুয়ারাও বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ পাবে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে এই সুবিধা চালু করা হয়েছিল 2024 সাল থেকেই। এবার একাদশ-দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতিবছর 350 ঘন্টা প্রশিক্ষণ, পড়াশোনা সামগ্রী এবং প্রতি মাসে 300 টাকা করে ভাতা দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে প্রশিক্ষণের জন্য ছাত্র-ছাত্রীদের মাধ্যমিকে 60 শতাংশ নাম্বার এবং পরিবারের বার্ষিক আয় 3 লক্ষ টাকার মধ্যে হতে হবে। বিস্তারিত পড়তে- ক্লিক করুন

3) এসএসসি মামলা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে

এসএসসি’র নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে অভিজ্ঞ প্রার্থীদের অতিরিক্ত 10 নম্বর এবং বয়সের ছাড় দেওয়াকে বৈধতা দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে অনেক চাকরিপ্রার্থী এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। তাদের অভিযোগ, এতে মেধার ভিত্তিতে নয়, বরং এসএসসি নিজে পক্ষপাতিত্ব করছে। হাইকোর্টের রায় অনুযায়ী, 26 হাজার অযোগ্য প্রার্থীরা এই নতুন নিয়োগে অংশ নিতে পারবে না। প্রসঙ্গত, এসএসসি 30 মে নতুন বিজ্ঞপ্তি জারি করেছিল, আর আবেদন প্রক্রিয়া শুরু হয় 16 জুন, যদিও তা পরে 21 জুলাই পর্যন্ত বাড়ানো হয়। এখন সুপ্রিম কোর্টের আগামী সপ্তাহের শুনানির দিকে সবার নজর। বিস্তারিত পড়তে- ক্লিক করুন

2) 5400 কোটি টাকা বরাদ্দ করল মোদি সরকার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্গাপুর সাফরে 5400 কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন। এর মধ্যে রয়েছে দুর্গাপুর-কলকাতা পিএনজি পাইপলাইন। পাশাপাশি রঘুনাথপুর ও মেজিয়ার তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ প্রকল্প, যার জন্য বরাদ্দ করা হয়েছে 1547 কোটি টাকা। শুধু তাই নয়, রয়েছে পুরুলিয়া-কলকাতার 36 কিলোমিটার ডবল রেল লাইন এবং বাঁকুড়া পুরুলিয়ার সিটি গ্যাস প্রকল্প, যার জন্য 1950 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর এই সভার আগে এক তরুণী মোদির সঙ্গে দেখা করে অনুরোধ জানিয়ে রাস্তায় বসে কান্নাকাটিও করেছেন, যা নিয়ে চাঞ্চল্য ছাড়ায়। বিস্তারিত পড়তে- ক্লিক করুন

1) ঢোকা যাবে না তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহে

2025 সালের শ্রাবণ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তারকেশ্বরে বাবার ভক্তদের ভিড় জমতে শুরু করেছে। তবে এরই মধ্যে শুরু হল নতুন নিয়ম। এবার শ্রাবণের সোমবার, পূর্ণিমা, শিবরাত্রির মতো বিশেষ দিনে আর কেউ মন্দিরের ভিতরে ঢুকে শিবলিঙ্গে জল ঢালতে পারবে না। এর বদলে বাইরে থেকে চোঙার মাধ্যমে জল ঢালার ব্যবস্থা করা হয়েছে। অতিরিক্ত ভিড় এবং দুর্ঘটনা এড়াতেই মন্দির কর্তৃপক্ষ এরকম সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, 11 জুলাই থেকে 9 আগস্ট পর্যন্ত চলবে এবার শ্রাবণের মেলা। আর পূর্ণ্যার্থীদের জন্য মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স, বিশুদ্ধ জল, সবকিছুর ব্যবস্থা নেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- ক্লিক করুন

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group