এবার ইউরোপের বাজার কাঁপাবে ভারতের কোম্পানি Hero! ঘোষণা সংস্থার চেয়ারম্যানের

Published on:

Hero MotoCorp

সৌভিক মুখার্জী, কলকাতা: একসময় শুধুমাত্র ভারতের বাজারে রাজত্ব করলেও এখন Hero শব্দটা গোটা বিশ্বের চেনা নাম! হ্যাঁ, ইউরোপের চারটি দেশ জার্মানি, ফ্রান্স, স্পেন এবং ব্রিটেনের বাজার কাপাতে প্রস্তুত এখন Hero। Hero MotoCorp আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, 2025-26 অর্থবছরে দ্বিতীয় ত্রৈমাসিকে এই চার ইউরোপীয় দেশে তারা বাইক এবং স্কুটার বিক্রি শুরু করতে চলেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এবার লক্ষ্য ইউরোপ

এতদিন ভারতের বাজারে সবথেকে বেশি বিক্রিত 2-হুইলার কোম্পানির তালিকায় শীর্ষে Hero। এবার সেই Hero MotoCorp এখন আন্তর্জাতিক বাজারে দাপট দেখাতে চলেছে। সংস্থার চেয়ারম্যান পবন মুঞ্জাল জানিয়েছেন যে, আমরা ভবিষ্যতের কথা মাথায় রেখোই এগোচ্ছি। শুধুমাত্র ভারতের বাইরে নয়, বরং এশিয়ার বাইরেও আমরা বিনিয়োগ করতে চলেছি।

 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এদিকে ব্যবসায়িক সম্প্রসারণের পাশাপাশি Hero-র মূল টার্গেট ভবিষ্যতের দিকে। পবন মুঞ্জাল জানাচ্ছেন, সংস্থা একটি নতুন উদ্যোগ শুরু করেছে। আর তা হল Hero for Startup। এর মাধ্যমে নতুন উদ্যোক্তরা শুধুমাত্র অর্থনৈতিক সাহায্য নয়, বরং বাজারে পৌঁছনোর সুযোগ পাবে। আর নতুনদের জন্য Hero-র এই পদক্ষেপ সত্যিই শিল্প মহলে প্রশংসিত হচ্ছে।

ইলেকট্রিক গাড়ির বাজারেও Hero-র দাপট

প্রসঙ্গত 2024-25 সালে Hero MotoCorp ইলেক্ট্রিক গাড়ির বাজারেও বিরাট দাপট দেখিয়েছে। জানা যাচ্ছে, তারা এবার ইভি সেগমেন্টে বাজার কাঁপাতে চলেছে। আর এই লক্ষ্য নিয়েই তারা Vida ব্রান্ডের আওতায় একাধিক ইলেকট্রিক স্কুটার বাজারে এনেছে। যার মধ্যে Vida VX2 একেবারে শীর্ষস্থান দখল করে নিয়েছে। আর এর দাম মাত্র 45,000 টাকা, যা সাধারণ মানুষের নাগালের মধ্যেই।

আরও পড়ুনঃ সন্তান, বাবাকে দিয়ে স্যানিটারি ন্যাপকিন কেনানো লজ্জার! মমতা শঙ্করের মন্তব্যে বিতর্ক

এদিকে Hero-র আন্তর্জাতিক প্রসারের উদাহরণ শুধুমাত্র ইউরোপ নয়, বরং গত বছরে সংস্থাটি দক্ষিণ এশিয়া থেকে শুরু করে লাতিন আমেরিকার বাজারেও 43% আধিপত্য বৃদ্ধি করেছে। ফলে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, এখন ভারতীয় ব্র্যান্ড বৈশ্বিক খাতে দাপট দেখাতে প্রস্তুত।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group