পাকিস্তানের সাথে WCL ম্যাচ বাতিল করলেন ভারতীয় লেজেন্ডসরা

Published on:

India vs Pakistan WCL 2025 match on 20 July cancelled from

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের ময়দানে ভারতের মুখোমুখি হওয়ার স্বপ্ন দেখেছিল পাকিস্তান! তবে ভারতীয় কিংবদন্তিদের সিদ্ধান্তে আপাতত সেই দিবাস্বপ্ন পূরণ হচ্ছে না। বিগত দিনগুলিতে পাকিস্তানের সাথে ক্রমশ সম্পর্ক তলানিতে ঠেকেছে ভারতের।

শেষবারের মতো তাতে নতুন মাত্রা জুগিয়েছিল পহেলগাঁও জঙ্গি হামলা। আর সেসবের কথা মাথায় রেখেই হরভজন সিং সহ অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটাররা লেজেন্ডস চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেন। আর তাতেই ভারত বনাম পাকিস্তানের অপেক্ষিত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করল WCL কর্তৃপক্ষ।

ভারত বনাম পাকিস্তানের ম্যাচ বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে WCL

নির্ধারিত সূচি অনুযায়ী, আজ অর্থাৎ 20 জুলাই রবিবাসরীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও পাকিস্তানের। তবে ভারতীয় কিংবদন্তিদের সিদ্ধান্তে আপাতত তা সম্ভব হচ্ছে না। আসলে পহেলাগাঁও জঙ্গি হামলার পরই ভারত-পাক ক্রিকেটীয় সম্পর্ক কোন খাতে বইবে তা নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন চিহ্ন। এবার সেই আবহের মধ্যেই, পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে না করে দিলেন ভারতীয় লেজেন্ডরা।

আর সেই সূত্র ধরেই বাতিল হয়ে গেল ভারত বনাম পাকিস্তান কিংবদন্তিদের ম্যাচ। ইতিমধ্যেই সেই খবর নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ঘটা করে জানিয়েছে WCL। আর এমন ঘটনার পরই নেট মহলে তুমুল প্রশংসিত হচ্ছেন ভারতীয় কিংবদন্তি শিখর ধাওয়ান। কারণটা অবশ্য সকলেরই জানা। আসলে, ধাওয়ানই প্রথম আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন, তিনি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে আগ্রহী নন। আর এর পরই একে একে বাকিরাও সেই পথেই হাঁটলেন।

 

অবশ্যই পড়ুন: বাদ পড়তে পারেন বড় তারকা! চতুর্থ টেস্টে কেমন হবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ?

প্রসঙ্গত, ওয়ার্ল্ড লেজেন্ডস চ্যাম্পিয়নশিপের আসর শুরু হতেই অনেকেই আশায় ছিলেন, এবার হয়তো দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটারদের মুখোমুখি হতে দেখা যাবে। তবে সেই আশা বাস্তবে পরিণত হওয়ার আগেই জল পড়ল তাতে। সব মিলিয়ে, পাকিস্তানের বিরুদ্ধে রবিবাসরীয় ম্যাচ বাতিল হওয়ায় এরপর সোজা 22 জুলাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবেন ভারতীয় কিংবদন্তিরা।

সঙ্গে থাকুন ➥