বিক্রম ব্যানার্জী, কলকাতা: ম্যানচেস্টার টেস্টের আগেই আচমকা চোট পেলেন ভারতীয় দলের তরুণ পেসার অর্শদীপ সিং। জানা যাচ্ছে, অনুশীলন চলাকালীন হাত কেটে ফেলেছেন অর্শদীপ। মূলত সেই কারণেই এবার এই পেসারকে নিয়ে চিন্তা বাড়ল বোর্ডের!
আসলে, চতুর্থ টেস্টে যদি জসপ্রীত বুমরাহকে না পাওয়া যায় সে ক্ষেত্রে এই অর্শদীপকেই মাঠে নামানোর পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের। তবে হাত কেটে যাওয়ায় চতুর্থ টেস্টের আগে অর্শদীপ সুস্থ হয়ে উঠতে পারবেন কিনা তা এখন প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে। যদিও, রিপোর্ট অনুযায়ী, ম্যানচেস্টার টেস্ট ভারতের জন্য ডু অর ডাই হওয়ায় এই ম্যাচে বুমরাহর উপস্থিত থাকার সম্ভাবনা প্রবল।
অর্শদীপ চোট পাওয়ায় ডাক পড়েছে CSK-র তরুণের
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজেই প্রথম ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছেন অর্শদীপ। আপাতত অভিষেক হওয়ার অপেক্ষাতেই রয়েছেন তিনি। তবে এসবের মাঝেই হঠাৎ চতুর্থ টেস্টের আগে অনুশীলন চলাকালীন অসাবধানতার বশে হাত কেটে ফেলেছেন সিং। TOI-এর রিপোর্ট বলছে, মূলত সেই কারণেই এবার অর্শদীপের বিকল্প হিসেবে ডাক পড়েছে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা তরুণ তারকা অংশুল কম্বোজের।
🚨 A BIG SET-BACK FOR INDIA 🚨
– Arshdeep Singh likely to be ruled out of the 4th Test against England due to an injury. [Devendra Pandey From Express Sports] pic.twitter.com/ktbRcFuclt
— Johns. (@CricCrazyJohns) July 19, 2025
জানা যাচ্ছে, অর্শদীপ চোট পাওয়ায় তড়িঘড়ি তাঁকে ম্যানচেস্টার টেস্টের জন্য ভারতীয় দলে যোগ দিতে বলেছে ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে, চোটের কারণে নেটেও বল করতে পারছেন অর্শদীপ। ফলে, তাঁর অনুপস্থিতিতে অংশুলের সুযোগ পাওয়াটাকে এগিয়ে রাখছেন অনেকেই।
যদিও একাধিক রিপোর্ট অনুযায়ী, চতুর্থ টেস্টে সেই আশায় জল পড়তে পারে। কারণ, ইংল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্ট হেরে ম্যানচেস্টারে মরণ বাঁচন লড়াইয়ে নামবে ভারত। মূলত সেই কারণেই, ভারতীয় দলের এই গুরুত্বপূর্ণ টেস্টে বুমরাহকে বিশ্রামে রাখার বদলে মাঠে নামাবে ম্যানেজমেন্ট। আর সেই সূত্রেই, অর্শদীপের বদলি হিসেবে আসা অংশুলের জায়গা হবে না ম্যানচেস্টারের লড়াইয়ে।
অবশ্যই পড়ুন: বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কা সিরিজও স্থগিত? কবে হবে রোহিত, বিরাটের কামব্যাক!
প্রসঙ্গত, চেন্নাইয়ের হয়ে খেলা হরিয়ানার পেসার অংশুল ইতিমধ্যেই ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ড লায়নসের বিরুদ্ধে 5 উইকেট তোলার পাশাপাশি ব্যাট হাতে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। এছাড়াও ডোমেস্টিক ক্রিকেটে তাঁর অসামান্য সব রেকর্ড রয়েছে। আর সেই সব সাফল্যকে সামনে রেখেই, অর্শদীপের বদলি হিসেবে এই 24 বছর বয়সী তরুণকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের মূল দলে যুক্ত করার প্রক্রিয়া চলছে বলেই সূত্রের খবর।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |