ইন্টার্নশিপের সেরা সুযোগ দিচ্ছে Air India, মিলবে মাসে ১৫ হাজার

Published:

Air India SATS Internship 2025
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বেকারদের জন্য সুখবর। যারা এয়ারপোর্টে ট্রেনিং নিয়ে চাকরির স্বপ্ন দেখেন, তাদের জন্য আজকের প্রতিবেদনটি। হ্যাঁ, এয়ার ইন্ডিয়ার তরফ থেকে এবার বিনামূল্যে মানবসম্পদ বিভাগে ইন্টার্নশিপ (Air India SATS Internship 2025) ট্রেনিং-র আয়োজন করা হয়েছে, যেখানে প্রতি মাসে প্রার্থীদের মোটা অংকের স্টাইপেন্ড সহ চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে।

কিন্তু কারা আবেদন করতে পারবে, কী কী যোগ্যতা লাগবে, কী কী দায়িত্ব সামলাতে হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, কোথায় ট্রেনিং হবে, কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, ইত্যাদি খুঁটিনাটি তথ্যগুলি পেতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Air India SATS সম্পর্কে তথ্য

এয়ার ইন্ডিয়া SATS হল ভারতের সবথেকে বড় শীর্ষস্থানীয় বিমানবন্দর গ্রাউন্ড ও কার্গো হ্যান্ডেলিং সংস্থা। তাদের মূল লক্ষ্য কাস্টমারদের সর্বোচ্চ মানের পরিষেবা প্রদান করা এবং কর্মীদের সামর্থ্য অনুযায়ী সুযোগ তৈরি করে দেওয়া। এর পাশাপাশি তারা সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতাকেও গুরুত্ব দেয়। এদের তরফ থেকেই বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং-র আয়োজন করা হয়েছে।

কারা আবেদন করতে পারবে?

এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদন করার জন্য অবশ্যই কিছু যোগ্যতা পূরণ করতে হবে। প্রথমত, প্রার্থীদের ফুল-টাইম ট্রেনিং-এ যোগ দিতে হবে। দ্বিতীয়ত, 18 জুলাই থেকে 22 আগস্টের মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে। তৃতীয়ত, ছয় মাস নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে। এর পাশাপাশি মুম্বাইয়ের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এইচআর বা সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাসঙ্গিক দক্ষতা বা আগ্রহ থাকতে হবে।

কী কী দায়িত্ব সামলাতে হবে?

এই ইন্টার্নশিপে নিযুক্ত প্রার্থীদের কিছু দায়িত্ব সামলাতে হবে। ক্যানভা ব্যবহার করে প্রেজেন্টেশন, পোস্টার এবং অন্যান্য ডিজিটাল ডকুমেন্ট তৈরি করতে হবে। এইচআর ডাটাবেসে কর্মীদের তথ্য আপডেট রাখতে হবে। এর পাশাপাশি এইচআর ডকুমেন্টেশন সামলাতে হবে ও রিপোর্ট তৈরি করতে হবে। শুধু তাই নয়, মুম্বাই ছাড়াও অন্যান্য শহরের স্টেকহোল্ডার এবং ডিপার্টমেন্টগুলো সঙ্গে সমন্বয় সাধন করতে হবে।

ইন্টার্নশিপের স্থান ও মেয়াদ

এই ইন্টার্নশিপ ট্রেনিংটি ভারতের মুম্বাইতে অনুষ্ঠিত হবে এবং ট্রেনিংটি ছয় মাসের জন্য হবে। অর্থাৎ ছয় মাস সম্পূর্ণ নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে অফিসে উপস্থিত থেকে। 

স্টাইপেন্ড ও অন্যান্য সুযোগ-সুবিধা

এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 15,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি দেওয়া হবে সার্টিফিকেট ও সুপারিশপত্র, যেগুলি চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।

আরও পড়ুনঃ Hero, Ola, TVS সবাইকে টক্কর দিতে ২৮ জুলাই আসছে নতুন ইলেকট্রিক স্কুটি

আবেদন পদ্ধতি

যোগ্য এবং আগ্রহী চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নীচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর নিজের ব্যক্তিগত ও প্রয়োজনীয় তথ্য আপলোড করে আবেদন প্রক্রিয়া সেরে নিতে হবে।

বলে রাখা ভালো, এখানে আবেদন করার শেষ তারিখ 18 আগস্ট, 2025। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

আবেদন করুন- Apply Now

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join